ডাম্বফোন কি এবং ডাম্বফোন ব্যবহারের সুবিধা গুলি সম্পর্কে আপনি যদি ডিটেলসে জানতে চান আপনি সঠিক জায়গায় এসেছেন।এই পোস্টটিতে আপনি জানবেন ডাম্বফোন কি এবং ডাম্বফোন ব্যবহারে সুবিধা ও সেরা কয়েকটি ডাম্বফোন মডেল সম্পর্কে।
অনেকেই মনে করেন ইন্টারনেট জগতের প্রসারের ফলে এবং অধিক ইন্টারনেট ব্যবহারের ফলে পরিবেশ এবং সমাজের ক্ষতি হচ্ছে। এই চিন্তা ভাবনা থেকেই অনেকেই স্মার্টফোনের বিরোধিতা করেছে। যার ফলে ডাম্ব ফোন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই অ্যান্টি অনলাইন চিন্তা ভাবনার প্রসারের ফলে বর্তমানে ডাম্বফোন জনপ্রিয়তা লাভ করেছে।
ডাম্বফোন কি ?
সাধারণত ইন্টারনেট বিহীন ফিচার যে সমস্ত ফোনগুলি রয়েছে সেগুলিকেই ডাম্বফোন বলা হয়। ইন্টারনেটের জটিল মায়াজাল থেকে বিরতি নেওয়ার শ্রেষ্ঠ বন্ধু হতে পারে এই ডাম্বফোন।
বর্তমানে স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে এবং স্মার্টফোনে জামা কাপড় কিনা থেকে শুরু করে প্রয়োজনীয় ঔষধ পর্যন্ত অর্ডার করা খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। এছাড়াও একাধিক কাজে স্মার্টফোন ব্যবহার করা হয়। তবে মোবাইলের অন্যতম প্রধান যে উদ্দেশ্য ছিল কল করা তা অনেকাংশই কমে গেছে স্মার্টফোনগুলিতে। পরিবর্তে ইন্টারনেটের ব্যবহার অধিক করা হচ্ছে স্মার্টফোনগুলিতে। অন্যদিকে ডামফন প্রধানত কল করার জন্য ব্যবহার করা হতো। এই ফোনগুলিতে কল করার পাশাপাশি এসএমএস করা যেত এবং কিছু কিছু ফোনে mp3 প্লেয়ার, এফএম রেডিও এবং সাধারণ কিছু গেম থাকে।
ডাম্বফোনে স্মার্টফোনে তুলনায় ফিচার অনেক কম থাকে এবং ডিসপ্লে সাইজে অনেক ছোট হয় ফলে চার্জও কম পরিমাণে লাগে এবং দীর্ঘ টাইম পর্যন্ত ব্যবহার করা যায়। স্মার্টফোনের দামও এই ফিচার ফোনগুলোর তুলনায় যথেষ্ট বেশি হয়।ডাম্বফোনগুলিতে স্মার্টফোনের তুলনায় কানেক্টিভিটি অনেক কম হয় হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
ডাম্বফোন জনপ্রিয় হওয়ার কারণ
এই ফোন সাধারণত বয়স্কদের ব্যবহার করতে দেখা যায় তাছাড়াও অনেকেই এই স্মার্টফোনটি ব্যবহার করেন যারা স্মার্টফোন চালাতে অসমর্থক। অনেকেই এই ধরনের সাধারণ ফোনকে কলিং এর জন্য ব্যবহার করে থাকেন।
অনেকেই এই ধরনের ফোনগুলি তার প্রাইমারি ফোন হিসেবে বেছে নিয়েছে আবার অনেকে তার সেকেন্ডারি ফোন হিসাবে এই সমস্ত ফিচার ফোন গুলোকে ব্যবহার করে থাকে। অনেকেই মনে করে স্মার্ট ফোন ব্যবহারের ফলে তাদের জীবন ইন্টারনেটের মায়াজালে জড়িয়ে পড়েছে এবং এই মায়াজাল থেকে বেরোতেই অনেকে ডাম্বফোনকে বেছে নিয়েছে তাদের অত্যাধিক প্রয়োজনীয় কাজগুলি করার জন্য।
তাছাড়াও স্মার্টফোনের প্রভাব পড়ছে বাচ্চাদের উপর বাচ্চারাও এখন স্মার্ট ফোন না হলে ঠিকভাবে খেতে চায় না সেই জন্যই বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে তাদের শারীরিকভাবে সুস্থ রাখা যায় সে কথা মাথায় রেখে অনেকেই সাধারণ এই ফোনটিকে বেছে নিয়েছে যাতে তাদের বাচ্চারা বাইরে গিয়ে খেলাধুলা করে। অনেকেই স্মার্টফোন যে সমস্ত গেমগুলি রয়েছে সেগুলি সারাদিন খেলে কাটিয়ে দিচ্ছে দিনের অধিকাংশ টাইম এই এডিকশন থেকে মুক্তির জন্যই বর্তমানে অ্যান্টি ডিজিটাল জীবনযাপন বেছে নিচ্ছেন অনেক পিতা-মাতা। এর ফলে ডাম্বফোনের ব্যবহার সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে।
ডাম্বফোন ব্যবহারের সুবিধা
- এই ফোন যে কোন স্মার্টফোনের তুলনায় অনেক কম দামের হয়।
- এই ফোনগুলি ডিসপ্লে সাইজ খুবই ছোট হওয়ায় স্মার্টফোনের তুলনায় অনেক বেশি সময় ধরে চলে।
- স্মার্ট ফোনের তুলনায় ডাম্বফোন বিদ্যুৎ খরচ অনেক কম হয় এবং একবার চার্জ দিলে বেশি সময় চলে।
- স্মার্টফোনের মত অত ফিচার না থাকায় ডাম্বফোন গুলির ব্যবহার কম হয় ফলে ডাম্বফোনগুলি বহুদিন ধরে চলে।
- সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন কম হয়।
- আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
- এছাড়া আপনার অনলাইন শপিংয়ের অভ্যাস থাকলে যেখানে অনেক টাকা খরচ হতো এই ফোন ব্যবহারের ফলে আপনার কিছু টাকাও সাশ্রয় হয়ে যাবে।
- আপনাদের বাচ্চারাও ফোনের ব্যবহার কম করবে কারণ ফিচার ফোনগুলিতে তেমন ভালো কোন গেম খেলার সুযোগ থাকবে না যা আপনার বাচ্চাদের পক্ষেও ভালো।
- এছাড়াও সর্বোপরি আপনি মানসিকভাবে অনেক শান্তিতে থাকবেন এবং আপনার সময়ও নষ্ট কম হবে।
ডাম্বফোনের জনপ্রিয় মডেল
জনপ্রিয় কিছু মডেলের মধ্যে রয়েছে নোকিয়া ৩৩১০,৬৩০০,২৭৬০ ফ্লিপ এছাড়াও Samsung গুরুর মিউজিক টু ইত্যাদি।
আপনার জন্য আরো
1.স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন। তাতে আপনিই লাভবান হবেন
2.আপনার স্মার্টফোনের জন্য একটি সঠিক চার্জার কিভাবে কিনবেন
3.মোবাইল হ্যাং করলে তা কিভাবে ঠিক করবেন
4.রিফার্বিশড মোবাইল কি ? আপনার কি রিফার্বিশড স্মার্টফোন কেনা উচিত ?