যদি আপনি পশ্চিমবঙ্গের ভর্তুকিযুক্ত ক্যাটাগরিতে না পড়েন তবুও আপনি একটি রেশন কার্ড পেতে পারেন। কিন্তু এই রেশন কার্ডটি আপনি শুধুমাত্র আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করতে পারবেন। আর আপনি এই কার্ডটি ব্যবহার করে ভর্তুকি হারে রেশন পাবেন না।
শুধুমাত্র আইডেন্টিফিকেশনের উদ্দেশ্যে একটি রেশন কার্ড পেতে আপনাকে একটি ভর্তুকিহীন (Non-Subsidised) রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে।
এরজন্য আপনাকে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগের ওয়েবসাইট থেকে ফর্ম ১০ ফিলআপ করতে হবে। এই ফর্মটি আপনি অনলাইন এবং অফলাইন দুজায়গাতেই পেয়ে যাবেন। এই পোস্টটিতে আমরা আপনাদের ভর্তুকিহীন রেশন কার্ড সম্পর্কে বিস্তারে জানাবো। আসুন তাহলে জেনে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ড ফেসিলিটি উপভোগ করার জন্য প্রথমে আপনাকে আপনার রেশন কার্ড আধার কার্ড এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করাতে হবে।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
- আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র
- আবেদনকারীর বাড়ির সদস্যদের EPIC নম্বর এবং আধার নম্বর (যদি প্রযোজ্য হয়)
আবেদন করার পদ্ধতি
১। প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/-এ যেতে হবে।
২। তারপর বাঁদিকে থাকা ‘Ration Card’ অপশনটিতে ক্লিক করতে হবে।
৩। তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
৪। সেখানে বিভিন্ন ধরণের অপশন রয়েছে, তারমধ্যে থেকে আপনি “Apply for a new Ration Card for non-subsidised ration card” অপশনটিতে ক্লিক করবেন।
৪। এরপর আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
৫। তারপর আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকা আপনার মোবাইল নম্বরটি এখানে এন্টার করে দেবেন।
৬। তারপর আপনি “Get OTP” অপশনটিতে ক্লিক করবেন।
৭। এরপর আপনার মোবাইল নম্বরে একটি OTP যাবে।
৮। সেই OTP টি আপনি নির্দিষ্ট জায়গায় লিখবেন এবং “Proceed” বাটনটিতে ক্লিক করে দেবেন।
৯। তারপর আপনার সামনে পশ্চিমবঙ্গ অনলাইন রেশন কার্ড পোর্টালের হোম স্ক্রিনটি ওপেন হয়ে যাবে।
১০। তারপর আপনি হোম পেজের নিচের দিকে স্ক্রল করে ফর্ম বিভাগে যাবেন।
১১। সেখান থেকে আপনি ফর্ম ১০ এর নীচে ‘Apply now’-এ ক্লিক করবেন।
১২। তারপর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
১৩। তারপর আপনার কাছে রেশন কার্ড আছে কি না তার উপর ভিত্তি করে আপনাকে দুটি অপশন দেওয়া হবে।
যাদের কাছে রেশন কার্ড রয়েছে তাদের জন্য
১। এখানে আপনি আপনার জেলা, ব্লক এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ গুলি এন্টার করে দেবেন।
২। তারপর আপনি আপনার রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরিটি এখানে এন্টার করে দেবেন এবং ‘Display’ বাটনটিতে ক্লিক করে দেবেন।
৩। এইবার আপনি সেই সদস্যদের নির্বাচন করুন যাদের রেশন কার্ড আপনি ভর্তুকিহীন করতে চান।
৪। তারপর আপনি ‘View Selected List’ অপশনটিতে ক্লিক করে দেবেন।
৫। এরপর আপনি ‘Save and View’ বাটনটি প্রেস করে দেবেন।
এরপর যাদের কাছে রেশন কার্ড নেই তাদের জন্য
১। এরজন্য আপনি আপনার জেলা, ব্লক এবং অন্যান্য বিবরণগুলি নির্দিষ্ট জায়গায় লিখে এন্টার করে দেবেন।
২। তারপর ড্রপ-ডাউন থেকে আপনার এলাকার ‘Fair Price Shop’ সিলেক্ট করে নেবেন।
৩। এইবার ফর্মে আপনার ব্যাক্তিগত বিবরণ এন্টার করবেন এবং ‘Show Member’ বাটনটিতে ক্লিক করে দেবেন।
৪। এরপর আপনি প্রয়োজনে আরোও সদস্য অ্যাড করতে ‘Add Member’ অপশনটিতে ক্লিক করবেন।
৫। এরপর আপনার পরিবারের সকল সদস্যদের বিবরণ অ্যাড করা হলে আপনি ‘Save and View Application’ বাটনটিতে প্রেস করে দেবেন।
ফর্ম জমা করার পদ্ধতি
১। এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটিতে আপনি “I Declare” -এ ক্লিক করবেন এবং তারপর ‘Get OTP’ অপশনটিতে ক্লিক করবেন।
২। এরপর আপনার মোবাইল নম্বরে একটি OTP যাবে। সেই OTP টি আপনি নির্দিষ্ট জায়গায় লিখে এন্টার করে দেবেন এবং ‘Submit OTP’-তে ক্লিক করে দেবেন।
৩। এই সব কিছুর পর আপনার আবেদনের ফর্মটি সফলভাবে জমা পরে যাবে।
৪। তারপর আপনি ‘Download application’ বাটনটিতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন।
সুতরাং আপনি যদি এই পদ্ধতিগুলি সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে আপনি পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে
ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
আপনার জন্য আরো
1.রেশন কার্ডের ক্যাটাগরি কিভাবে পরিবর্তন করবেন
2.অনলাইনে ECI ভোটার সার্ভিস পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন ও লগইন করবেন
3.অনলাইনে ECI ভোটার সার্ভিস পোর্টালে কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন