মার্কেটে আসতে চলেছে Vivo -র Sub-Brand iQoo-এর একটি নতুন স্মার্টফোন

iQoo Neo 7 SE :- চিনে সর্বপ্রথম iQoo 11 Series -এর সাথে iQoo Neo 7 SE লঞ্চ হতে চলেছে। এমনটা জানা গিয়েছে যে, এই নতুন স্মার্টফোনটিতে একটি Media Tech ডিমেনসিটি 8200 প্রসেসর থাকতে পারে। চিনে এই স্মার্টফোনটি ডিসেম্বরের ২ তারিখের দিকে লঞ্চ হবে বলে শোনা গেছে। আর সেই দিনই লঞ্চ হবে iQoo 11 Series। সম্প্রতি একটি টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে iQoo Neo 7 SE স্মার্টফোনটির। এই স্মার্টফোনটিতে থাকতে চলেছেএকটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। শোনা গিয়েছে যে সেখানে থাকবে একটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। এছাড়াও শোনা যাচ্ছে যে Vivo -র Sub Brand iQoo তাদের আর একটি নতুন স্মার্টফোন iQoo 7S নিয়েও কাজকর্ম শুরু করেছে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে এই নতুন স্মার্টফোনটি কবে লঞ্চ হবে।

এই নতুন iQoo Neo 7 SE স্মার্টফোনটিতে একটি Amoled E5 ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনটিতে থাকতে পারে একটি 5000mah এর শক্তিশালী ব্যাটারি এবং 120Wt এর ফাস্ট চার্জিং সাপোর্ট। দুটি ভ্যারিয়েন্টে iQoo Neo 7 SE স্মার্টফোনটি লঞ্চ হতে পারে একটি হলো 8GB RAM বিশিষ্ট এবং আরেকটি 12GB RAM বিশিষ্ট। এই iQoo Neo 7 SE স্মার্টফোনটি ৩ টি কালারে মার্কেটে লঞ্চ হতে পারে, সেগুলি হলো – Pop Orange, Geometric Black, Blue। প্রসঙ্গত, এর আগে চিনে অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল iQoo Neo 7 স্মার্টফোনটি। ফোনটির দাম ছিল CNY 2699- অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 30,800 টাকা। এই স্মার্টফোনটিতে 6.78Inch -এর একটি Full HD + Samsung E5 AMOLED প্যানেল ছিল। জাৰ্ভ রিফ্রেশ রেট ছিল 120Hz। এছাড়াও iQoo Neo 7 স্মার্টফোনটিতে ছিল Media Tech ডিমেনসিটি 9000 Plus প্রসেসর।

আপনার জন্য আরো

1.নতুন বছরের শুরুতে আরও অত্যাধুনিক চমকের সাথে আসতে চলেছে নতুন iPhone 15 Pro

2.মাত্র 60 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে iPhone 14 স্মার্টফোনটি

3.ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে পাওয়া যাচ্ছে OnePlus Nord N20 SE

4.এক ধাক্কায় 5,000 টাকা কমে গেলো OnePlus 10 Pro 5G ফোনের দামটি

Leave a Comment