চাইনীজ স্মার্টফোন মেকার iQoo এই বছরের শুরুতে ভারতে iQoo 11 লঞ্চ করেছিল। কোম্পানিটি চীনে iQoo 12 লঞ্চ করার প্রস্তুতি নিয়েছে। এতে প্রসেসর হিসেবে Snapdragon 8 Gen 3 SoC এর সাথে 16 GB পর্যন্ত RAM দেওয়া যেতে পারে।
iQoo 12 এর স্পেসিফিকেশন্স
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মেসেজিং সাইট ওয়েইবো-তে একটি পোস্টে প্রকাশ করেছে যে কোম্পানি এই বছরের শেষের দিকে iQoo 12 সিরিজ লঞ্চ করতে পারে। iQoo 12 -এ Qualcomm এর Snapdragon 8 Gen 3 SoC এবং 16 GB পর্যন্ত RAM ও 1 TB পর্যন্ত স্টোরেজ পাওয়া যেতে পারে। এর ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এর ফ্ল্যাট ডিসপ্লে 2K এর রেজোলিউশন এবং 144 Hz পর্যন্ত রিফ্রেশ রেট সহ হতে পারে। এই স্মার্টফোনটি 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এই স্মার্টফোনটি iQoo 11 -কে প্রতিস্থাপন করবে। iQoo 11 এই বছরের শুরুতে দেশে লঞ্চ করা হয়েছিল।
এই ডুয়াল সিম যুক্ত স্মার্টফোনটি Android 13 ভিত্তিক Funtouch OS 13 দ্বারা চালিত হয়। এতে 6.78-ইঞ্চির 2K E6 AMOLED ডিসপ্লে 1,800 নিটস পিক ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট রয়েছে। এটি Qualcomm Snapdragon 8 Gen 2 SoC এবং 16 GB পর্যন্ত LPDDR5x RAM এর সাথে যুক্ত। এতে একটি 50-মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা এবং ISOCELL GN5 সেন্সর রয়েছে। এছাড়াও, এতে একটি 13-মেগাপিক্সেল এর পোর্ট্রেট সেন্সর এবং একটি 8-মেগাপিক্সেল এর আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে একটি 16-মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, কম্পাস এবং জাইরোস্কোপ দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6, Bluetooth 5.3, USB Type-C পোর্ট, GPS, OTG এবং NFC রয়েছে। এই স্মার্টফোনের 5,000 mAh ব্যাটারি 120 W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে যে এর ব্যাটারিকে মাত্র 8 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। কোম্পানির Z সিরিজের আগের স্মার্টফোন iQoo Z6 Lite অসাধারণ রেস্পন্স পেয়েছে। এই স্মার্টফোনটি লঞ্চের একদিনের মধ্যেই Amazon-এ সব থেকে বেশি বিক্রিত 5G স্মার্টফোন হয়ে উঠেছে ৷ কোম্পানিটি দেশে খুবই দ্রুত তাদের স্মার্টফোনের রেঞ্জ বাড়িয়েছে।
আপনার জন্য আরো
1.24GB RAM যুক্ত পৃথিবীর প্রথম স্মার্টফোন Red Magic 8S Pro জানুন স্পেশাল কি থাকছে
2.OnePlus Nord Summer Launch Event : লঞ্চ হতে চলেছে OnePlus Nord এবং Buds
3.5000mAh ব্যাটারি, Android 13 OS যুক্ত Oppo A78 4G স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে
4.আজ থেকে বিক্রি শুরু হচ্ছে Redmi A2 -এর 64 GB স্টোরেজ ভেরিয়েন্টটির, মাত্র 6,799 টাকায়