Whatsapp একটি নতুন ফিচার লঞ্চ করে দিয়েছে, যার নাম চ্যাট লক (Chat Lock)। এই ফিচারটির সাহায্যে whatsapp ব্যবহারকারী তাদের প্রাইভেট চ্যাটগুলি একটি নির্দিষ্ট ফোল্ডারের সুরক্ষিত রাখতে পারবে। যা ব্যবহারকারীর সেট করা পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না। সহজ ভাবে বলতে গেলে আপনার পার্সোনাল চ্যাট গুলি একটি আলাদা ফোল্ডারে সেভাবে এবং সেই ব্যক্তি বা গ্রুপ থেকে যখনই কোন মেসেজ আসবে সেগুলি নোটিফিকেশন অথবা প্রিভিউ কোনটি দেখাবেনা ।সবকিছুই একটি প্রাইভেট ফোল্ডারে সেভাবে যা আপনার অনুমতি ছাড়া কেউই অ্যাক্সেস করতে পারবে না।
ফিচার সম্পর্কে একটি ব্লগে whatsapp এর এই ফিচার সম্পর্কে বলা হয়েছে যে এই ফিচারটি ঐ সমস্ত লোকেদের জন্য উপযোগী হবে যাদের ফোন কখনো কখনো পরিবারের লোকেদের সাথে শেয়ার করতে হয়। এই ফিচারটির তখন আপনার কাজে লাগবে যখন আপনার ফোনটি অন্য কারোর কাছে থাকবে এবং তখন আপনার ফোনে প্রাইভেট মেসেজ আসবে। এই ফিচার অনুযায়ী যেকোনো ব্যক্তি অথবা গ্রুপের নামের উপর ট্যাপ করে চ্যাট লক করাবার অপশন আপনি দেখতে পাবেন যদি এটা খেয়াল রাখতে হবে যে আপনার হোয়াটসঅ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করা রয়েছে কিনা।
Chat Lock ফিচার এর ব্যবহার
- হোয়াটসঅ্যাপের এই ফিচারটি iOS এবং এন্ড্রয়েড দুই ধরনের স্মার্টফোনেই কাজ করে।
- এই ফিচারটি ব্যবহার করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে হবে অথবা পুরনো whatsapp টিকে আপডেট করতে হবে।
- যে ব্যক্তি বা গ্রুপের চ্যাট লক করতে চান সেটা নির্ণয় করুন।
- তারপর সেই ব্যক্তি বা গ্রুপের প্রোফাইল ফটোর উপর ক্লিক করুন আপনি Chat Lock এর অপশনটি দেখতে পাবেন।
- এরপর Chat Lock setup সেটাপ করতে হবে। যা লগইন করবার জন্য পাসওয়ার্ড অথবা বায়োমেট্রিকের ব্যবহার করতে হবে।
- এরপর আপনি লক্ষ্য করবেন আপনার লক করা চ্যাট ফোল্ডারটি হোয়াটসঅ্যাপ হোম পেজে দেখতে পাবেন।
- লোক চ্যাট গুলির উপর ক্লিক করে পাসওয়ার্ড দেওয়ার পর চ্যাট খোলা সম্ভব হবে।
তবে চ্যাট লক করবার সময় কিছু কিছু কথা আপনাদের মাথায় রাখতে হবে যেমন যে ব্যক্তি বা গ্রুপের চ্যাট আপনি ব্লক করবেন সেই ব্যক্তি বা গ্রুপ থেকে আসার কোন কল কিন্তু লক হবে না। আপনার হোয়াটসঅ্যাপ ভিডিও অন্য কোন ডিভাইস বা ডেক্সটপ িক লগইন করা থাকে সেক্ষেত্রে সেই চ্যাট গুলিকে আপনি লক করতে পারবেন না। আপনি যে ব্যক্তি বা গ্রুপের চ্যাট লাভ করবেন তারা কোনভাবেই এই কথা জানতে পারবে না।
আপনার জন্য আরো
1.Honda e:Ny1 সিঙ্গেল চার্জে চলবে 412 কিমি জানুন বিস্তারিত
2.Google I/O 2023: Google AI বদলে দেবে আপনার ইন্টারনেট ব্রাউজিং অনুভূতি জানুন বিস্তারিত
3.12GB RAM এবং 5,000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হলো Poco F5 5G, জানুন দাম এবং স্পেসিফিকেশন্স
4.23rd মে লঞ্চ হতে পারে iQoo Neo 8 সিরিজ, এরই সাথে লিক হলো iQoo Pad এর ডিজাইন