এই বছর google তাদের বার্ষিক ইভেন্টে বেশ কিছু নতুন পরিষেবা এবং প্রোডাক্ট লঞ্চ করেছে। Google I/O 2023 নামে অনুষ্ঠিত ইভেন্টে গুগলের পেরেন্ট কোম্পানি Alfabet এর CEO সুন্দর পিচাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সম্পর্কে বিস্তারে আলোকপাত করেছেন। ChatGpt এবং Midjourney সঙ্গে প্রতিযোগিতার জন্য গুগল তাদের নিজস্ব AI GOOGLE BOT লঞ্চ করেছে।
180 টি দেশে কোম্পানি এই পরিষেবা চালু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি অন্যান্য দেশগুলোতেও এই পরিষেবা চালু হতে চলেছে। একই সঙ্গে গুগলের অন্যান্য পরিষেবা গুগল ম্যাপ, Photos, GMAIL এর মত অন্যান্য পরিষেবা গুলিকেও AI এর সাহায্যে আরো উন্নত করা হয়েছে। গুগল ম্যাপে এখন থ্রিডি ভিউ অ্যাড করা হয়েছে এর সাহায্যে ম্যাপ ব্যবহারকারী থ্রিডিতে রাস্তার ভিউ দেখতে পারবেন।
খুব তাড়াতাড়ি গুগল ম্যাপে রিয়েল টাইম আবহাওয়ার খবর পাওয়া যাবে। একইভাবে google সার্চ ইঞ্জিন এখন থেকে AI এর সাহায্য নেবে ব্যবহারকারীদের সার্চ এক্সপেরিয়েন্স উন্নত করবার জন্য। একইসঙ্গে গুগল তাদের প্রথম FORDABLE স্মার্টফোন Google Pixel Fold লঞ্চ করেছে। এছাড়া সুন্দর পিচাই এটাও জানিয়েছেন যে তারা জেনারেটিভ AI এর সঙ্গে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে।
পাম 2 লঞ্চ করল গুগল
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত একটি নতুন ল্যাংগুয়েজ মডেল হলো পাম্ টু। এই ল্যাঙ্গুয়েজ মডেলে প্রায় ১০০ ভাষা সাপোর্ট করবে। এই ল্যাঙ্গুয়েজ মডেলটি ভিন্ন ভিন্ন সেক্টরে ব্যবহার করা হবে।
বার্ড কাজ করবে এখন বাংলায়
Google তাদের নতুন AI বেস্ড চ্যাট বট বার্ড এ নতুন নতুন টুলস এর সাপোর্টের ঘোষণা করেছে। বার্ড ইউজারদের প্রাইভেসি এবং সিকিউরিটির খেয়াল রাখবে। একইসঙ্গে বার্ডে ভিজুয়াল সাপোর্ট দেয়া হবে। এই বার্ড বাংলা, হিন্দি, ফার্সি সহ 40 টি ভাষায় কাজ করতে সক্ষম।
Google photos এ যুক্ত হচ্ছে AI ফিচারস
Google নিজের ফটো অ্যাপেও AI ফিচার যুক্ত করতে চলেছে । AI এর সাহায্যে ব্যবহারকারীরা ফটো এডিট করতে পারবে যা ব্যবহারকারীদের এক্সপেরিয়েন্স অন্য মাত্রায় নিয়ে যাবে। এই ফিচারটি ম্যাজিক এডিটর নামে আসতে চলেছে। এই ফিচারটি এই বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে।
Google Sheets AI সাপোর্ট
এখন থেকে গুগল সিটে AI এর সাহায্যে সিট তৈরি করা সম্ভব হবে। প্রম্পট এর সাহায্যে খুব সহজেই গুগল সিট তৈরি করা সম্ভব হবে।
ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ
ইভেন্টে গুগল তাদের প্রথম ফোলডেবল স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি মোটামুটি 40 হাজার টাকায় পাওয়া যাবে। এই ফোন সম্পর্কে বিস্তারে জানতে এখানে ক্লিক করুন।
জিমেলে AI সাপোর্ট
সুন্দর পিচাই এটা জানিয়েছেন যে জিমেইলে গুগল দীর্ঘ সময় ধরে AI এর ব্যবহার করে আসছে। এখন কোম্পানি Help me write ফিচারটি যুক্ত করছে। এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারী ইমেইলের উত্তর দিতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে।
আপনার জন্য আরো
1.12GB RAM এবং 5,000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হলো Poco F5 5G, জানুন দাম এবং স্পেসিফিকেশন্স
2.Google Pixel 7a ই কমার্স প্ল্যাটফর্মে দেখা গেল লঞ্চ এর আগেই জানুন বিস্তারিত
3.23rd মে লঞ্চ হতে পারে iQoo Neo 8 সিরিজ, এরই সাথে লিক হলো iQoo Pad এর ডিজাইন
4.Amazon সেলে বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে iPhone 14 এবং iPhone 14 Pro Max