রিলায়েন্স জিও 2023এ ফাইভ জি নেটওয়ার্ক এর সীমানা খুবই দ্রুত বিস্তার করতে চলেছে। এই সময়
কোম্পানির বিভিন্ন প্ল্যানগুলিতে আনলিমিটেড কলসহ হাই স্পিড ডেটা পাওয়া যাচ্ছে খুবই সস্তায়।
বিশ্বের সবচেয়ে বড় টেলিকম নেটওয়ার্ক 2023 এর জন্য একটি আকর্ষণীয় রিচার্জ প্ল্যান এনেছে
তাদের গ্রাহকদের জন্য। এই প্লানটিতে পাবেন আপনি এক বছরের রিচার্জ যার ফলে সারা বছর রিচার্জের
ঝামেলা থেকে মুক্ত থাকবেন। প্ল্যানটি খুবই লাভজনক এবং আকর্ষণীয়। 365 দিনের এই প্ল্যানটিতে কি
কি সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাকরিলায়েন্স জিও তার ৩৬৫ দিনের প্ল্যান গুলির মধ্যে আরও একটি নতুন প্ল্যান এড করে দিয়েছে।
কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের এই নতুন প্ল্যানটি আপডেট করে দিয়েছে। এটি জিও হ্যাপি
নিউ ইয়ার প্ল্যান নামে পরিচিত। এই প্ল্যানটি 2999 টাকায় আপনারা এক্টিভেট করতে পারবেন। এই
প্ল্যানটিতে থাকছে ৩৬৫ দিনের বৈধতা। এই প্ল্যানটিতে থাকছে প্রতিদিন 2.5GB হাই স্পিড ইন্টারনেট
ডেটা পুরো বছরে 912.5GB ডেটা। একই সঙ্গে থাকছে সারা বছরের আনলিমিটেড ফ্রি কলিং। অর্থাৎ
আপনি সারা বছর আপনার প্রিয়জনদের সঙ্গে আনলিমিটেড কথা বলতে পারবেন রিচার্জ শেষ হয়ে যাওয়ার
কোন ভয় থাকবে না। একই সঙ্গে থাকছে প্রতিদিন 100টি করে এসএমএস সম্পূর্ণ ফ্রি। এই প্ল্যান টিতে
আপনার দৈনিক ডেটা শেষ হয়ে গেলেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে
আপনার নেটের স্পিড 64kbps হয়ে যাবে।
এছাড়াও কিছু কিছু কমপ্লিমেন্টারি বেনিফিট অর্থাৎ সুবিধাও আপনারা এই প্যাক থেকে পেয়ে যাবেন যেমন
jiotv জিও সিকিউরিটি জিও সিনেমা এই সমস্ত পরিষেবা গুলির সাবস্ক্রিপশন প্ল্যান আপনারা পেয়ে যাবেন।
জিও টিভির মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের যেকোনো প্রোগ্রাম খুব সহজেই আপনার মোবাইল থেকে
অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও থাকছে জিও সিনেমার সাবস্ক্রিপশন প্ল্যান যেখানে আপনি আপনার
পছন্দের সিনেমাটিকে দেখতে পারবেন। রয়েছে জিও সিকিউরিটির সুবিধা এবং জিও ক্লাউডের সুবিধা ও
আপনারা পেয়ে যাবেন এই রিচার্জ প্ল্যানে। আরো বিস্তারিত জানার জন্য আপনারা জিওর অফিসিয়াল
ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
আপনার জন্য আরো
1.হোয়াটসঅ্যাপের নতুন ফিচার WhatsApp পোল তৈরি করার পদ্ধতিটি
2.ফোনের সাহায্যে কোন ব্যক্তির উচ্চতা এখন মাপা সম্ভব আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি
3.কিভাবে ফেসবুক থেকে ফটো এবং ভিডিও ব্যাকআপ নেওয়া যায় তা জেনে নিন
4.স্মার্টফোনে গেম খেলা এবং ভিডিও দেখার সময় যে সমস্ত বিজ্ঞাপন দেখায় সেগুলো কিভাবে বন্ধ করবেন ?