Zomato অ্যাপ্লিকেশনে 9টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যুক্ত করা হয়েছে অর্থাৎ হিন্দি ভাষার পাশাপাশি এখন
আপনি বাংলা, মালায়ালাম ,পাঞ্জাবি ,কন্নড় ,তামিল ,মারাঠি ,গুজরাতি এবং তেলেগু ভাষাও ব্যবহার
করতে পারবেন আপনার প্রিয় খাবারটি অর্ডার করতে।
ফুড ডেলিভারি প্লাটফর্ম জমাটো ভারতে এখন একাধিক আঞ্চলিক ভাষায় তাদের পরিষেবা দেওয়ার কথা
জানালো। ঝুমাটিতে বর্তমানে নটি রিজিওনাল ভাষা যুক্ত করা হয়েছে যার সাহায্যে গ্রাহকরা তাদের নিজস্ব
ভাষায় খাবার অর্ডার করতে পারে। আঞ্চলিক ভাষায় যুক্ত হওয়ার ফলে জমাটোর সংস্থার তরফ থেকে
জানানো হয়েছে যে জমাটোর অর্ডার আরো বৃদ্ধি পেয়েছে এবং প্রায় প্রতিমাসে 150,000 বেশি অর্ডার
ডেলিভারি করা হচ্ছে।
আঞ্চলিক ভাষাগুলির মধ্যে সবথেকে বেশি অবদান রেখেছে তামিল ও হিন্দি ভাষা। হিন্দি ভাষা ৫৪
শতাংশ অর্ডার আনতে সহায়তা করেছে এবং তামিল ভাষা ১১ শতাংশ অর্ডার আনতে সাহায্য করেছে।
এছাড়াও অন্যান্য ভাষাও ধীরে ধীরে উন্নতি করছে। এই মুহূর্তে জমাটো এক হাজারেরও বেশি শহরে
তাদের খাবার ডেলিভারি দিয়ে থাকে।
খাবার ডেলিভারি প্রসঙ্গে Zomato বলেছে “এই ইতিবাচক অনুভূতি চাক্ষুষ করতে পেরে আমরা সত্যিই
কৃতজ্ঞ। তবে এই বিষয়টাও বলতে হয় যে আমরা এই এত ভাষায় পরিষেবা দেওয়ার কাজটি সবেমাত্র
শুরু করেছি। আমাদের আঞ্চলিক ভাষার অ্যাপগুলির কোয়ালিটি আরো ভালো করতে আমরা অক্লান্ত
পরিশ্রম করে চলেছি যাতে সেগুলি আরো নিখুঁত এবং প্রাসঙ্গিক হয়ে ওঠে।”
বর্তমানে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না Zomator পক্ষে। বিশ্বে টেকনোলজির কোম্পানিগুলি যেভাবে
তাদের কর্মী ছাঁটাই করছে সেই একই পথে হাঁটছে Zomato । সংস্থাটি জানিয়েছে যে তারাও তাদের তিন
শতাংশ কর্মী ছাটাই করবে।
গতবছর এই সময়ে zomatore রাজস্বের পরিমাণ ছিল এক হাজার চব্বিশ কোটি টাকা, চলতি বছরে
সংস্থার রাজস্বের পরিমাণও আগের তুলনায় বেড়েছে। এই বছর রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে 1661কোটি
টাকা।
Zomato প্ল্যাটফর্মের কোয়াটার অন কোয়াটার রাজস্ব বৃদ্ধি পেয়েছে 44%। Zomato তরফ থেকে দাবি
করা হচ্ছে, দ্রুত বাণিজ্যে সামঞ্জস্যপূর্ণ EBITDA ক্ষতি আগের তিন মাসের 3.26 বিলিয়ন থেকে কমে
2.59 বিলিয়ন হয়েছে।
আপনার জন্য আরো
1.মার্কেটে আসতে চলেছে Vivo -র Sub-Brand iQoo-এর একটি নতুন স্মার্টফোন
2.নতুন বছরের শুরুতে আরও অত্যাধুনিক চমকের সাথে আসতে চলেছে নতুন iPhone 15 Pro
3.কিভাবে ফেসবুক থেকে ফটো এবং ভিডিও ব্যাকআপ নেওয়া যায় তা জেনে নিন