2023 সালের শুরুতেই লঞ্চ হতে চলেছে iPhone 15 Series। iPhone 14 Pro-র তুলনায় অনেক দিক থেকেই আলাদা হবে এই নতুন iPhone 15 Pro স্মার্টফোনটি, এমনটা জানিয়েছেন মার্কেট ইনসাইডাররা। চলুন তাহলে এই স্মার্টফোন দুটির আকর্ষণীয় ৫ টি বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
Apple-এর বর্তমান প্রজন্মের iPhone 14 Pro Max এবং iPhone 14 Pro এই দুটি স্মার্টফোনই প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে এখন সেরার সেরা। এই ফোন দুটিতে রয়েছে দুর্দান্ত ক্যামেরা, অলওয়েজ-অন ডিসপ্লে এবং ইন্টার্যাক্টিভ ডায়নামিক আইল্যান্ড।
iPhone 15 Pro ‘Ultra’ স্মার্টফোনটি Pro Max মডেলটিকে রিপ্লেস করতে চলেছে :-
শোনা যাচ্ছে Apple -এর আসন্ন Pro Max মডেলটিকে iPhone 15 Pro ‘Ultra’ বলা হবে। Apple Watch Ultra-র জন্য iPhone Pro Max মডেলগুলির নাম পরিবর্তন করে Pro Ultra করা হচ্ছে। Apple কোম্পানি মূলত একটা প্রিমিয়াম Fill দিতেই Max -এর বদলে Ultra দেওয়ার চিন্তা-করছে বলে জানা গিয়েছে।
নিউ টাইটানিয়াম ডিজাইন এবং তার সাথে রাউন্ডেড এজেস :-
Apple Watch Ultra -তে যেমন টাইটানিয়াম কেস রয়েছে ঠিক তেমনই নতুন iPhone 15 Pro মডেলটিতে একটি টাইটানিয়াম বডি থাকবে। আর ব্যাক প্যানেলে থাকবে একটি গ্লাস। এই iPhone 15 Pro স্মার্টফোনটিতে একটি রাউন্ডেড ব্যাক প্যানেল থাকতে পারে। iPhone 14 এবং iPhone 13 -এর ক্ষেত্রে যেমনটা হয়েছিল, এক্ষেত্রে তেমনটা রাউন্ডেড হওয়ার চান্স থাকবে না।
দ্রুত Data ট্রান্সফারের জন্য এই সিরিজে USB-C দেওয়া হচ্ছে :-
প্রথমবার কোনো iPhone -এ USB-C চার্জিং পোর্ট দেওয়া হবে বলে জানা গিয়েছে। সমস্ত ডিভাইসে একই রকম চার্জার ব্যবহারের জন্য নতুন নীতি নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ান। ইউরোপিয়ান ইউনিয়ন ই-বর্জ্য কমাতে মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে USB-C চার্জিং পোর্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের আরও অন্যান্য দেশ গুলি এই নীতি পরবর্তীতে বলবৎ করতে পারে। ভারতও এখন সেই পথের দিকেই এগোচ্ছে। তাই কিছুটা বাধ্য হয়েই লাইটনিং পোর্টের বদলে Apple তার পরবর্তী iPhone মডেলগুলিতে USB-C ব্যবহার করবে বলে জানা গিয়েছে।
পেরিস্কোপ লেন্স প্রযুক্তি
শোনা যাচ্ছে যে iPhone 15 Pro স্মার্টফোনটিতে একটি পেরিস্কোপ লেন্স থাকবে। একটি পেরিস্কোপ লেন্স ক্যামেরা মূলত আলো বেন্ড করার জন্য আয়না অথবা প্রিজমের সংমিশ্রণ ব্যবহার করে। হুয়াওয়ে এবং স্যামসাং -এর মতো স্মার্টফোন ক্রিয়েটররা তাদের Zooming ফিচারকে আরও বেশি উন্নত করতে ক্যামেরার জন্য পেরিস্কোপ মডিউল তৈরি করতে একই কনসেপ্টের সাহায্য নিয়েছে। জানা গিয়েছিল যে Apple কোম্পানি বছরের পর বছর ধরে তার iPhone লাইনআপের জন্য পেরিস্কোপ লেন্স প্রযুক্তি দ্বারা কাজ করেছে। এই প্রযুক্তিটি এখনও পর্যন্ত কোনো iPhone -এ দেওয়া হয়নি। Apple কোম্পানি সম্ভবত iPhone 15 সিরিজ়েই এই নতুন প্রযুক্তিটি দিতে চলেছে। এই বিষয়টি যদি সত্যি হয়, তাহলে Apple কোম্পানি একটি Optical Zoom -ও নিয়ে আসবে। এই নতুন প্রযুক্তিটির দ্বারা আপনারা একটি ছবিকে যতটাই Zoom করেন না কেনো সেই ছবিটি কোনো ভাবেই নষ্ট হবে না। এমনটা অনেকে জানিয়েছেন যে পরবর্তী হাই-এন্ড iPhone -এ 10x Optical Zoom দেওয়া হতে পারে।
নতুন স্মার্টফোনটি iPhone 14 Pro Max-এর তুলনায় অনেক বেশি দামি হবে :-
ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গায় iPhone 14 Pro স্মার্টফোনটির দাম বেশি হওয়ার প্রবণতা আগামী বছর
গুলিতেও চলতে পারে। iPhone 15 Ultra স্মার্টফোনটি iPhone 14 Pro Max-এর তুলনায় তৈরি করতে অনেক বেশি খরচ হবে, এমনটা সম্প্রতি একটি টুইটে প্রকাশ করেছেন জনপ্রিয় ইন্ডাস্ট্রি ইনসাইডার LeaksApplePro। এখনও পর্যন্ত জানা যায়নি যে এই নতুন প্রো মডেলটির দাম কত হবে। তবে এটি সত্য যে iPhone 15 Pro Max সম্ভবত একটি ব্যায়বহুল ডিভাইস হবে।
আপনার জন্য আরো
1.মাত্র 60 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে iPhone 14 স্মার্টফোনটি
2.ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে পাওয়া যাচ্ছে OnePlus Nord N20 SE
3.খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Realme 10 4G স্মার্টফোনটি
4.এক ধাক্কায় 5,000 টাকা কমে গেলো OnePlus 10 Pro 5G ফোনের দামটি