হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এক বিশেষ সুবিধা যা আমাদের টাকার বিনিময়ে কিনতে হবে।|WhatsApp is going to have a special advantage that we have to buy for money in Bengali 2022

সম্প্রতি হোয়াটসঅ্যাপে অনেক নতুন নতুন ফিচার আসতে দেখা যাচ্ছে। কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলে কভার ফটো অ্যাড করার অপশনটি যুক্ত হয়েছিল। এরই সাথে হোয়াটসঅ্যাপ বিজনেস এর নতুন অনেক ধরণের ফিচার নিয়ে কাজ চলছে বলে হোয়াটসঅ্যাপ জানিয়েছে।

এবার হোয়াটসঅ্যাপ নিয়ে এলো একটি নতুন প্ল্যান “হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম” নামে। এটি মূলত সাবস্ক্রিপশন প্ল্যান হিসেবেই কাজ করবে। এই হোয়াটসঅ্যাপ ফিচারটি হলো একটি বিটা ফিচার যা অ্যান্ড্রয়েড, ডেক্সটপ এবং আইওএস প্ল্যাটফর্মের কাছাকাছি আসতে চলেছে ভবিষ্যতে এবং এই বিষয় নিয়ে বর্তমানে পরীক্ষাও চালানো হচ্ছে।

এই যে হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম নামের ফিচারটি এটি কেবলমাত্র বিজনেস একাউন্টের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান হিসেবে কাজ করবে। যা আগামী কোনো আপডেটে অ্যাড হতে পারে হোয়াটসঅ্যাপে। কিন্তু হ্যাঁ আপনারা যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপ আপডেট করলেই এই ফিচারটি পাওয়া যাবে তা কিন্তু নয় কারণ বর্তমানে এটি “আন্ডার ডেভলপমেন্টে” আছে।

কিছুক্ষন আগে হোয়াটসঅ্যাপ এর বিজনেস একাউন্টের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান ফিচারের কাজ চলছে বলে জানিয়েছে WABetaInfo। ১০ টি ডিভাইস একই হোয়াটসঅ্যাপ একাউন্টে লিঙ্ক করা যাবে এই ফিচারের মাধ্যমে। এর ফলে আমরা আরও বিভিন্ন রকম সুবিধা পেতে পারি।

এই যে হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম নামের এই ফিচারটি এটি কেবলমাত্র বিজনেস একাউন্টে পাওয়া যাবে আর ব্যাক্তিগত একাউন্টে এই ফিচারটি পাওয়া যাবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি হোয়াটসঅ্যাপের তরফ থেকে।

আপনারা যদি স্ক্রিনশটে লক্ষ করে দেখেন তাহলে দেখতে পাবেন যে হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামের মাধ্যমে ১০ টি ডিভাইস লিঙ্ক করা যাবে এবং নামও সেট করা যাবে। এছাড়াও আপনারা যদি চান তাহলে প্রত্যেকটি বিজনেস ডিভাইসের আলাদা আলাদা নাম দিতে পারবেন যাতে করে আপনারা খুব সহজেই ডিভাইসের পরিচয় জানতে পারবেন।

এই সব কিছুর বাইরে এই ফিচারের সাহায্যে কাস্টম বিজনেস লিঙ্ক তৈরির সুবিধাও পাওয়া যাবে। কাস্টমাররা খুব সহজেই এই শর্টলিঙ্ক এর সাহায্যে যে কোনো রকম বিজনেসের সাথে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপে।যেখানে তাদের ফোন নাম্বারের পাশাপাশি তথ্যও দেখানো হবে। এই কাস্টম লিঙ্ক দেখতে অনেকটা wa.me/name এরকম হবে। বিজনেসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কাস্টম লিঙ্ক তৈরী করলে মোবাইল নাম্বার হাইড করা যাবে না। এই শর্ট একাউন্ট লিঙ্কের মেইন উদ্দেশ্য হলো খুব সহজে লিঙ্কটি ওপেন করে কাস্টমারের সাথে বিজনেসের যোগাযোগ স্থাপনে সহায়তা করা। এই শর্ট একাউন্ট লিঙ্কের সাহায্যে সহজে যেকোনো ধরণের বিজনেসের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগের রাস্তা তৈরী করা যায়।

বলা যায় যে এই কাস্টম শর্ট লিঙ্কটি কিন্তু কোনো ধরণের ইউজারনেম নয়, কিন্তু হ্যাঁ এই লিঙ্কটি আধুনিক এবং অনন্য। অর্থাৎ একই শর্ট লিঙ্ক বহুবার বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এই কাস্টম শর্ট লিঙ্ক প্রতি ৯০ দিনে একবার করে পাল্টানো যাবে।

তবে উল্লেখ করা তথ্যের বাইরে সেভাবে কিছুই জানা যায়নি হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম এর ব্যাপারে। এই ফিচারটি কবে মার্কেটে আসবে , সাবস্ক্রিপশন প্ল্যানের কত দাম হতে পারে এবং এই সাবস্ক্রিপশন প্ল্যানে কি কি ধরণের ফিচার থাকবে সেসব বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি।

তবে এই কথা জানা গিয়েছে যে হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম নামের এই ফিচারটি নিয়ে এখনো কাজ চলছে এবং খুব তারাতারি এই ফিচারটি বিজনেস একাউন্টের জন্য কাজে আস্তে চলেছে। এই বিষয়টি অনুমান করা যায় যে এই ফিচারটি শুধুমাত্র সাধারণ ব্যাক্তিগত হোয়াটসঅ্যাপ একাউন্টে আসবে না। তবে সঠিক সময় এলে আমরা ঠিকই জানতে পারবো।

FAQ

প্রশ্ন : আমরা কি হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারি ?

উত্তর : হ্যা পারি।

প্রশ্ন : হোয়াটসঅ্যাপ পেমেন্টের সুবিধা কী?

উত্তর : হোয়াটসঅ্যাপ ইন-চ্যাট পেমেন্টের সুবিধা হলো -আপনারা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিস্টে যেকোনোও জায়গা থেকে এবং যে কোনো সময়ে পেমেন্ট করতে পারবেন ।

প্রশ্ন : আপনি কি হোয়াটসঅ্যাপে টাকা বিনিময় করতে পারেন?

উত্তর : ভারতে হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারীরা এখন তাদের যে কোনো Bank অ্যাকাউন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ পে পরিষেবার মাধ্যমে সরাসরি টাকা পাঠাতে পারেন। এই প্লাটফর্মটি টাকা পাঠানোর জন্য UPI প্লাটফর্ম ব্যবহার করবে।

প্রশ্ন : আমি কি হোয়াটসঅ্যাপে ক্রিপ্টো কিনতে পারি ?

উত্তর : হ্যা পারেন, হোয়াটসঅ্যাপ মার্কিন যুক্তরাষ্ট্রে অল্প সংখ্যক ব্যবহারকারীর জন্য একটি ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট ফিচার চালু করেছে।

প্রশ্ন : হোয়াটসঅ্যাপের লুকানো বৈশিষ্ট্যগুলি কী কী?

উত্তর : ১. Pin Chats.
২. Text Accents.
৩. Get Rid of Blue Ticks.
৪. Turn off videos and images in gallery.
৫. Temporary Messages.

আপনার জন্য আরো

1.হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ম্যাসেজ সহজে কীভাবে পড়বেন ?

2.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়

3.ফেসবুক থেকে টাকা আয় করবেন কিভাবে ?

4.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?

Leave a Comment