Samsung কোম্পানি তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে যে আগামী মাসে Samsung Galaxy A24 স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। এই Samsung Galaxy A24 স্মার্টফোনটি A23 স্মার্টফোনের আপগ্রেড ভেরিয়েন্ট হবে।
The Pixel নামক একটি লেটেস্ট রিপোর্টে Samsung Galaxy A24 স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। জানা গেছে যে Samsung Galaxy A24 স্মার্টফোনটিতে থাকবে 90Hz Amoled ডিসপ্লে। এছাড়াও এই স্মার্টফোনটিতে থাকবে 48 মেগাপিক্সেল OIS ক্যামেরা। Samsung Galaxy A24 – এ এক্সিনস 7904 প্রসেসর থাকতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক Samsung Galaxy A24 এর স্পেসিফিকেশন সম্পর্কে।
Samsung Galaxy A24 স্পেসিফিকেশন
জানা গেছে যে Samsung এর এই নতুন স্মার্টফোনটিতে থাকবে 6.4Inch Supar Amoled ডিসপ্লে। এই স্মার্টফোনটি Full HD Screen + Resolution এবং 90Hz Refresh Rate হবে। আগের স্মার্টফোনটির তুলনায় এই নতুন স্মার্টফোনটি আরোও বেশি আপগ্রেডেড হবে। Samsung Galaxy A23 স্মার্টফোনটিতে ছিল LCD Panel এর সাথে 90Hz Refresh Rate। The Pixel এর রিপোর্ট থেকে জানানো হয়েছে যে Samsung এর ফোনটিতে কি ধরণের Notch ডিসপ্লে হবে তা এখনো স্পষ্ট হয়নি।
A সিরিজ স্মার্টফোনে Samsung তাদের এক্সিনস 7904 প্রসেসর দিতে পারে। এক্সিনস 7904 হলো একটি পুরোনো প্রসেসর যা 14nm FinFET মেনুফ্যাকচারিং প্রসেসের ওপর ভিত্তি করে নির্মিত। এই প্রসেসরটিতে গ্রাফিক্স এর জন্য মালি G71 GPU রয়েছে। এর আগে Samsung কোম্পানি Samsung Galaxy M20 , Galaxy M30 এবং Galaxy A40 তে 219 এ এক্সিনস 7904 প্রসেসরের সাথে লঞ্চ করেছিল।
শোনা যাচ্ছে যে Samsung Galaxy A24 এ Triple Rear ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনটিতে OIS এর সাথে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে। এই নতুন স্মার্টফোনটিতে OIS একটি নতুন অপশন। ডিভাইসটিতে High Resolution Sensor এর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের Depth বা Macro সেন্সরও থাকতে পারে। যদিও এর আগে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে Samsung Galaxy A24 ফোনটিতে Macro Sensor থাকবে না।
Samsung Galaxy A24 ফোনটিতে থাকবে 16MP সেলফি ক্যামেরা। ফোনটিতে 4000mAh এর ব্যাটারী থাকবে যার সাহায্যে 15W ফার্স্ট চার্জিং হবে। যদিও এখনো পর্যন্ত ফোনের ব্যাটারী সম্পর্কে সঠিক কিছু তথ্য পাওয়া যায়নি।
আপনার জন্য আরো
1.Snapdragon 8 Gen 2 সহ Motorola Moto X40 স্পেসিফিকেশন
2.অবশেষে iqoo neo 7 ভারতে লঞ্চ হতে চলেছে
3.Xiaomi Redmi A1+ ফোনটি market এ এলো অত্যন্ত কম দামে
4.হুয়াওয়ে কোম্পানি Huawei P60:64MP ক্যামেরা বিশিষ্ট নতুন ফ্ল্যাগশিপের ফোন লঞ্চ করতে চলেছে