একথা সত্যি যে নিজের ইমেল আইডি বেশিরভাগ মানুষই ভুলে গিয়ে থাকেন। আমাদের দেশের মানুষের মধ্যে নিজের ইমেল আইডি ভুলে যাওয়ার প্রবণতা প্রায়ই দেখা যায়। এই পোস্টটি পড়লে আপনারা জানতে পারবেন কিভাবে নিজের ভুলে যাওয়া ইমেল আইডি উদ্ধার করা যেতে পারে।
তবে আপনারা আগে থেকে দুটি পদক্ষেপ নিয়ে রাখতে পারেন নিজের ইমেল আইডি ভুলে যাওয়া থেকে আটকাতে অথবা ইমেল আইডি ভুলে গেলে তা উদ্ধার করার জন্য। প্রথম পদক্ষেপটি হলো একটি রিকভারি ইমেল যুক্ত করে রাখতে হবে আপনার একাউন্টের সাথে, দ্বিতীয়ত হলো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা। নিজের ভুলে যাওয়া ইমেল আইডি খুব সহজেই উদ্ধার করা যাবে এই দুটি পদক্ষেপ অনুসরণ করলে।
ব্রাউজার হিস্টোরি
শুরুতেই একটা ব্যাসিক পদ্ধতি জেনে নেওয়া যাক। ইতিমধ্যে যদি আপনি ইমেল আইডির মাধ্যমে কম্পিউটার লগইন করে থাকেন তাহলে আপনার ব্রাউজার হিস্টোরিতে লগইন করে দেখুন ইনবক্স এর লিঙ্ক থেকে ইমেল আইডির খোঁজ করে দেখতে পারবেন। আপনার সংশ্লিষ্ট ইনবক্সের টাইটেলে আপনার ইমেল আইডি থাকতে পারে। এছাড়া আপনি হয়ত ইনবক্সে ইতিমধ্যে লগইন করেছেন।
সেক্ষেত্রে আপনি শুধুমাত্র পাসওয়ার্ড দিয়েই লগইন করতে পারবেন। তারপর আপনি ব্রাউজার হিস্টোরি থেকে ইনবক্স এর লিঙ্ক খুঁজে ওই লিঙ্ককে ট্যাপ করলে লগইন পেজ দেখতে পাবেন, সেখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলা হবে। অর্থাৎ এই পদ্ধতি অনুসরণ করলে আপনার ভুলে যাওয়া ইমেল আইডি সহজেই খুঁজে পেতে পারবেন।
জিমেল আইডি ভুলে গেলে কীভাবে তা উদ্ধার করবেন ?
আপনি যদি আগে থেকে আপনার ফোন নম্বর অথবা রিকভারি ইমেল আইডি অ্যাড করে থাকেন তাহলে খুব সহজেই আপনার জিমেল অথবা ইমেল আইডি উদ্ধার করা যাবে। এটি একটি সবচেয়ে সহজ পদ্ধতি ভুলে যাওয়া ইমেল আইডি খুঁজে পাওয়ার। এক্ষেত্রে ওই ইমেলের সাথে অ্যাড থাকা ফোন নম্বর বা রিকভারি ইমেল অবশ্যই অ্যাকসেস থাকতে হবে আপনার কাছে। মনে না থাকা ইমেল আইডি খুঁজে বের করার পদ্ধতি।
স্টেপ ১। এখানে ক্লিক করে আপনাকে গুগল একাউন্টস ইউজারনেম রিকভারি পেজে প্রবেশ করতে হবে।
স্টেপ ২। এইবার আপনি ভুলে যাওয়া ইমেল আইডির সঙ্গে অ্যাড থাকা ফোন নম্বর অথবা রিকভারি ইমেল আইডি লিখে Next এ ট্যাপ করুন।
স্টেপ ৩। তারপর First Name এবং Last Name লিখতে হবে আপনার ভুলে যাওয়া ইমেলে থাকা।
স্টেপ ৪। এরপর একটি পাসকোড পাঠানো হবে আপনার ফোন নম্বর অথবা রিকভারি ইমেলে।
স্টেপ ৫। এইবার আপনাকে যেই পাসকোডটি পাঠানো হয়েছে সেটি দিয়ে লিঙ্ক থাকা ইমেল একাউন্ট আপনি খুঁজে পেয়ে যাবেন।
পাসওয়ার্ড ম্যানেজার
ইমেল অথবা পাসওয়ার্ড ভুলে যাওয়ার মতো খারাপ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা হয়। যদি আপনি লগইন করার সময় পাসওয়ার্ড ম্যানেজারে লগইন এর তথ্য সেভ এর অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনার ইমেল আইডি হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আপনি ইমেল আইডি ভুলে গেলেও পাসওয়ার্ড ম্যানেজার ঠিকই আপনার ওই তথ্য সেভ করে রাখবে। তাই আপনারা পারলে এখন থেকেই পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা শুরু করে দিন এটি পরবর্তীকালে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে আসতে পারে।
লগইন পেজ
একাউন্ট রিকভার এর রিকুয়েস্ট করার জন্য প্রত্যেকটি ইমেল প্রোভাইডারের একটি করে লগইন পেজ রয়েছে। এখানে লগইন করার তথ্য হিসাবে ইমেল আইডি দিতে বলা হলেও ফোন নম্বরের মাধ্যমেও লগইন এর সুবিধা প্রদান করে অনেক সার্ভিস প্রোভাইডার। আপনার ভুলে যাওয়া ইমেল আইডি খুঁজে পাওয়া খুবই সহজ হয়ে যায় লগইন পেজে থাকা এই সব অপসন ব্যবহার করলে।
অন্যদের সাহায্য নিয়ে ইমেল আইডি উদ্ধার করা।
যদি আপনার ইমেল আইডি আপনি এরইমধ্যে কোনো ওয়েবসাইটে প্রদান করে থাকেন তাহলে অতি সহজেই তা খুঁজে পেতে পারবেন। এছাড়াও আপনি যদি এরইমধ্যে কাউকে ওই ইমেল আইডি দিয়ে ম্যাসেজ পাঠিয়ে থাকেন তাহলে সেই ব্যাক্তির ইনবক্স থেকে আপনার ইমেল আইডিটি পেয়ে যেতে পারবেন। আবার ওই ইমেল আইডি দিয়ে আপনি যদি কাউকে ইমেল করে থাকেন তাহলে তার ইনবক্স চেক করেও আপনার ইমেল আইডি উদ্ধার করতে পারবেন।
রিকভারি ইমেল
ইতিমধ্যে আমরা জেনেছি যে ব্যাকআপ ইমেল আইডি অন্য ইমেল একাউন্টের সাথে যুক্ত করার সুবিধা। একটি রিকভারি ইমেল আইডি যুক্ত করার সুবিধা দিয়ে থাকে অধিকাংশ ইমেল সার্ভিস প্রোভাইডার। এই রিকভারি ইমেল আইডির মাধ্যমে আপনার ভুলে যাওয়া ইমেল আইডি খুঁজে পাওয়া যাবে ।
আবার আপনি অথবা অন্য কেউ যখন ইমেল একাউন্টে লগইন করবেন তখন সতর্কতার জন্য একটি রিকভারি ইমেল ওয়ার্নিং দেখতে পাবেন। রিকভারি ইমেলের মাধ্যমে ব্যাকাপ ইমেল আইডি লগইন করা অথবা অ্যাকসেস লিঙ্ক রিকুয়েস্ট পাঠানো যেতে পারে।
ইতিমধ্যে আমরা ভুলে যাওয়া ইমেল আইডি উদ্ধার করার উপায় সম্পর্কে জেনেছি। একই পদ্ধতিতে ইয়াহু ইমেল আইডি খুঁজে পাওয়ার জন্য এখানে ক্লিক করবেন। এছাড়াও মাইক্রোসফট ইমেল আইডি ভুলে গেলেও তা রিকভার করার জন্য এখানে ক্লিক করতে হবে।
FAQ.
প্রশ্ন : আমি কিভাবে আমার সমস্ত ইমেল আইডি খুঁজে পেতে পারি ?
উত্তর : ১. প্রথমে উপরের ডানদিকে থাকা আপনার Google অ্যাকাউন্ট বোতামে ক্লিক করতে হবে।
২. তারপর আপনার ম্যানেজ Google অ্যাকাউন্ট এ ক্লিক করতে হবে।
৩. এরপর বামদিকের মেনুতে থাকা সিকিউরিটি অপশনটি সিলেক্ট করতে হবে।
৪. তারপর অ্যাকাউন্ট ঠিকানা সহ Google অ্যাপে একটু নীচের দিকে স্ক্রল করুন এবং ম্যানেজ এক্সেস অপশনটিতে ক্লিক করুন।
প্রশ্ন : ইমেল এবং জিমেল এর মধ্যে পার্থক্য কি ?
উত্তর : ইমেল হলো ইলেক্ট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ এবং জিমেল হলো গুগল মেইলের সংক্ষিপ্ত রূপ। একটি ইমেল কখনোই একটি ইমেল ক্লায়েন্ট বা একটি প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ছাড়া কাজ করতে পারে না।
প্রশ্ন : আমি কীভাবে আমার ইমেল আইডি ওপেন করবো ?
উত্তর : প্রথমে আপনার কম্পিউটারে একটি ইমেল ওপেন করুন। তারপর আপনার ইমেল প্রোভাইডার্স ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর আপনার ইমেল অ্যাকাউন্টে লগ ইন করুন এবং ইনবক্স এ ক্লিক করুন। তারপর বর্তমান ইমেলগুলির একটি তালিকা স্ক্রিনের অংশে তালিকাভুক্ত করা হবে।
প্রশ্ন : আমি কীভাবে জিমেল থেকে আমার ইমেল আইডি পেতে পারি ?
উত্তর : প্রথমে আপনার কম্পিউটারটি অন করে জিমেলে প্রবেশ করুন। তারপর আপনার গুগল অ্যাকাউন্ট এ ইমেল অথবা ফোন নম্বর এবং পাসওয়ার্ড লিখুন। যদি ইতিমধ্যে সব তথ্য পূরণ করা থাকে এবং আপনাকে একটি অন্য অ্যাকাউন্টে সাইন ইন করতে হয়, তাহলে আপনি একটি অন্য অ্যাকাউন্ট ব্যবহার করে ক্লিক করুন।
প্রশ্ন : সব থেকে সেরা ইমেল আইডি কোনটি ?
উত্তর : Gmail হল সামগ্রিকভাবে সব থেকে সেরা ইমেল পরিষেবা।
আপনার জন্য আরো
2.যে কোনো সমস্যার সমাধানে ফেসবুকের সাথে কিভাবে যোগাযোগ করবেন ?
3.ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেললে সেই টাকা কীভাবে ফিরে পাবেন ?