বেশিরভাগ চাকরি প্রার্থী মনে করেন যে তাদের লিংকডইন প্রোফাইল এ একটি প্রফেশনাল ফটো থাকলেই হবে। তবে কর্ম দাতা শুধুমাত্র আপনার ফটো দেখে আপনাকে কাজ দেবে না।
Linkedin নিঃসন্দেহে একটি অসাধারণ প্লাটফর্ম চাকরি প্রার্থীদের জন্য। বর্তমানে কর্মদাতারা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করছে। চাকরি প্রার্থীদের জন্য এটি সর্বাধিক ব্যাবহৃত সোশ্যাল প্লাটফর্ম। এই পোস্ট টি পরে আপনি লিংকডইন থেকে কিভাবে চাকরি খুজবেন তার কিছু কার্যকরী কৌশল সম্পর্কে জানতে পারবেন।
নিজের গল্প সাজিয়ে লিখুন
প্রথমেই বলে দিই গল্প বলতে বাড়িয়ে চারিয়ে কিছু করাকে বোঝানো হয়নি। এখানে আপনি যে কর্মে নিপুন সেই কাজকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করাকে বোঝানো হয়েছে। কর্মদাতারা সাধারণ মানুষের মতোই, সেইজন্য অপ্রয়োজনীয় তথ্য প্রদান করে তাদের বিব্রত করার চেয়ে নিজের সফলতার গল্প উপস্থাপন করা অধিক কার্যকরী। গল্পচ্ছলে সঠিক ভাবে আপনি যদি আপনার এচিভমেন্ট গুলো সাজিয়ে লিখতে পারেন তাহলেই কেল্লা ফতে। গবেষণায় দেখা গেছে গল্পের আকারে কোনো কিছু কাউকে বোঝালে তা অধিক সময় মনে থাকে। তাই এমন ইন্টারেষ্টিং ইউনিক সফলতার গল্প শেয়ার করুন যাতে নিয়োগকারী আপনার সাথে কাজ করার আগ্রহী হয়ে ওঠে।
অর্থাৎ আপনি বর্তমানে যা করছে সেই বিষয়ে সংক্ষেপে অগোছালো করে না লিখে আপনি কিভাবে অন্যদের সমস্যার সমাধান করছেন তা সঠিক ভাবে গল্প আকারে উপস্থাপন করতে পারেন।
আপনার উদ্দেশ্য তুলে ধরুন
অনেক কর্মপ্রার্থী শুধুমাত্র টাকার বিনিময়ে উদ্দেশ্য হীন ভাবে কাজ পরিবর্তন করে থাকে। বেশিরভাগ পেশাদার এইসব তাদের Linkedin প্রোফাইলে শেয়ার করেন। কিন্তু আপনি বর্তমানে যে কাজ করছেন বা কেনই বা কাজ চেঞ্জ করেছেন সেই সম্পর্কে আপনার উদ্দেশ্য কি তা তুলে ধরতে পারেন। ভবিষ্যতে আপনার উদ্দেশ্য আপনি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন। এতে আপনার সম্পর্কে কর্মদাতাদের একটি সঠিক ধারণা হবে। যা আপনাকে একটি সঠিক চাকরি পেতে সাহায্য করতে পারে।
একটু আলাদা হওয়ার চেষ্টা করুন
একজন কর্মপ্রার্থীর প্রোফাইল হওয়া উচিত তার প্রতিরূপ। কেবলমাত্র প্রফেশনাল দেখতে প্রোফাইল বানালেই যথেষ্ট নয়। কারণ আপনার মতোই হাজার হাজার Linkedin প্রোফাইল রয়েছে। তাই আপনার প্রোফাইল প্রফেশনাল হওয়ার সাথে সাথে আপনার নিজস্ব ইউনিক টাচ থাকা একান্ত প্রয়োজন। যা আপনার প্রোফাইলটিকে অন্যদের থেকে অনন্য করে তুলবে। এছাড়া আপনি বিভিন্ন প্রতিষ্ঠান ,টেন্ডিং বিষয় সম্পর্কে আপনার মতামত লিংকডইন প্রোফাইল এ পোস্ট করতে পারেন যা আপনার প্রোফাইলকে একটা নতুন মাত্রা যোগ করবে।
ভিজ্যুয়াল পোস্ট শেয়ার
বর্তমানে ভিজ্যুয়াল কনটেন্ট প্রায় সকলেই গুরুত্ব সহকারে দেখে। সেইজন্য আপনার সার্টিফিকেট বা সাফল্যের কোনো ট্রফির ছবি আপনি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন। যা কর্মদাতাদের দৃষ্টি আকর্ষণ করবে। এছাড়া আপনি যদি কোনো ভালো প্রেজেন্টেশন তৈরী করে থাকেন সেটাও স্লাইড শেয়ার এ পোস্ট করতে পারেন যেটি Linkedin এর অধীন আরেকটি প্লাটফর্ম।
যোগাযোগের সঠিক তথ্য দিন
সবথেকে গুরুত্ব পূর্ণ জিনিস হলো কর্মকর্তারা যাতে আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারে তার জন্য যোগাযোগের পথ খোলা রাখুন। অর্থাৎ আপনার ইমেইল আইডি এবং ফোন নম্বর সঠিক ভাবে আপনার প্রোফাইলে দৃশ্যমান হওয়া উচিত যাতে নিয়োগকারী আপনার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে।
কর্মদাতাদের সাথে যোগাযোগ করুন
লিংকডইন এর মতো প্লাটফর্ম এর জন্য বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা অনেকটা সহজ হয়ে গেছে। তাই আপনি চাকরি পেতে কর্মকর্তাদের কোল্ড ইমেইল করতে পারেন। এই প্লাটফর্মের জন্য একজন কর্মপ্রার্থী সরাসরি কর্মদাতাদের সাথে যোগাযোগ করতে পারে ফলে থার্ড পারসন এর কোনো সমস্যা থাকে না। তবে একটি সুস্থ স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা উচিত। কোনোরকম পরিচয় ছাড়া কোনো ব্যাক্তির ইনবক্স এ গিয়ে আমার চাকরি চাই বলে তাকে বিরক্ত না করে ভালো।
সার্চ ইঞ্জিন হিসাবে ব্যবহার করুন
লিংকডইন ও কিন্তু একপ্রকার সার্চ ইঞ্জিন। যেখানে আপনি বিভিন্ন কর্মপ্রতিষ্ঠান ,নিয়োগকর্তা ও বিভিন্ন চাকরি খুঁজতে ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানিতে নিয়োগ সম্পর্কিত তথ্য আপনি সরাসরি সার্চ করতে পারেন। ধরুন আপনি ওয়েব ডিজাইন করেন সেক্ষেত্রে ওয়েব ডিজাইন সম্পর্কিত কাজ সরাসরি সার্চ করতে পারেন।
এছাড়া কর্মদাতারাও একই ভাবে কর্মপ্রার্থীদের খুঁজতে পারেন। তাই আপনি যদি সহজেই লিংকডইন এ চাকরি পেতে চান তাহলে আপনার প্রফাইলটি সুন্দর করে সাজান এবং আপনার কাজের সঙ্গে সম্পর্কিত কিওয়ার্ড গুলো যুক্ত করতে ভুলবেন না।
প্রফেশনাল ছবি পোস্ট করুন
লিংকডইন এ আপনি যে ফটো ব্যবহার করবেন তা যেন সবসময় প্রফেশনাল হয়। এটি লিংকডইন এ একটি গুরুত্ব পূর্ণ বিষয় হলেও অনেকেই এটিকে তেমন গুরুত্ব দেন না। আপনার ছবি আপনার ব্যাক্তিত্বকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। তাছাড়া সার্চ করার সময় আপনার প্রোফাইলে যে ফটো আছে সেটাই আগে দেখা যায়। তাই পরিষ্কার পরিছন্ন একটি প্রফেশনাল ফটো অবশ্যই পোস্ট করুন।। তবে আপনার দুতিন বছর আগের ফটো প্রোফাইলে সেট না করে নতুন আপডেটেড পিকচার সেট করুন যাতে আপনাকে সহজেই চিনতে পারাযায়।
অন্যান্য সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিন
কর্মদাতারা নিয়োগের ক্ষেত্রে লিংকডইন বেশি ব্যবহার করলেও এটি তাদের ব্যাবহৃত একমাত্র মাধ্যম নয়। কর্মদাতা চাইলে আপনার অন্যান্য সোশ্যাল প্রফাইলগুলো চেক করতে পারে। সেই জন্য আপনি যে সব সোশ্যাল প্লাটফর্ম ব্যবহার করেন সেগুলো সুন্দরকরে সাজানো দরকার। তাই লিংকডইন এর পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়াকেও গুরুত্ব দেয়া দরকার।
উপরিউক্ত পয়েন্টগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি সহজেই চাকরি পেতে পারেন। এই বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
FAQ.
প্রশ্ন: Linkedin কি জন্য ব্যবহার করা হয়?
উত্তর: এটি একটি প্রফেশনাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটের সাহায্যে ইন্ডাস্ট্রির সমস্ত লোকেদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য ব্যবহার করা হয়।
প্রশ্ন: linkedin প্লাটফর্মটি কি সুরক্ষিত?
উত্তর: হ্যাঁ এটা একটি সুরক্ষিত প্ল্যাটফর্ম।
প্রশ্ন: আমরা কি Linkedin ফ্রিতে ব্যবহার করতে পারি?
উত্তর: Linkedin এর বেশিক ভার্সনটা সকলের জন্য ফ্রি । এছাড়া একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশনও রয়েছে। আপনি চাইলে সেটি ও ব্যবহার করতে পারেন।
প্রশ্ন: আমি কি আমার পার্সোনাল email এড্রেসটি ব্যবহার করতে পারি Linkedin অ্যাকাউন্ট করার জন্য?
উত্তর: আপনি যদি নতুন নতুন জব অফার এবং আপডেট পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি Linkedin একাউন্টে ব্যবহার করুন।
প্রশ্ন: আমি কি লিঙ্ক দিনে দুটো ইমেল আইডি ব্যবহার করতে পারি?
উত্তর: আপনি আপনার Linkedin অ্যাকাউন্টে একাধিক ইমেইল আইডি যুক্ত করতে পারবেন।
আপনার জন্য আরো
1.মানি ম্যানেজমেন্ট এর সেরা অ্যাপ্লিকেশন!
2.Messho অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা কি সুরক্ষিত?
3.স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন।
4.স্মার্ট ফোন কেন বেশি গরম হয়ে যায় ? এই সমস্যার সমাধান জেনে নিন