How to Maintain Your Smartphone In Bengali 2022|স্মার্টফোন ভালো রাখার উপায়গুলি জেনে নিন।

Smartphone ভালো রাখার জন্য কি কি করা প্রয়োজন

বর্তমানে প্রায় অধিকাংশ মানুষই স্মার্টফোন ব্যবহার করেন। স্মার্টফোন সবার কাছেই একটি গুরুত্বপূর্ণ জিনিস। তাই আমাদের সব সময় খেয়াল রাখতে হবে এই ফোনটিকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। প্রথমত আমরা সবাই জানি যে ফোন একবার হাত থেকে পরে গেলে সেটা ভেঙে যেতে পারে বা চরম ক্ষতিও হতে পারে যেমন ধরুন – ফোনের ডিসপ্লে ভেঙে যেতে পারে অথবা ইন্টারন্যাল অনেক কিছু ড্যামেজও হতে পারে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে ফোনটি যেন কোনোভাবে পরে না যায়। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেটা হলো ফোনটিকে প্রটেক্ট করার জন্য আমরা ফোনে একটি কভার বা ব্যাক কভার ব্যবহার করতে পারি এতে আমাদের ফোনটি কিছুটা হলেও সুরক্ষিত থাকবে। এছাড়াও ফোনের ডিসপ্লেকে প্রটেক্ট করার জন্য আমরা ডিসপ্লে প্রটেক্টর বা Gorilla Glass ব্যবহার করতে পারি। এতে আমাদের ফোনটি কিছুটা সিকিউর থাকবে।

চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক স্মার্টফোনটি ভালো রাখতে গেলে কি কি করতে হবে –

Get a Case

আপনার ফোনটি কোনোভাবে পরে গেলে বা ফোনের স্ক্রিন ভেঙে গেলে এর থেকে খারাপ কিছু হতে পারে না। ফোনটি পরে যাওয়ার ফলে অনেক রকম ক্ষতি হতে পারে। সুতরাং আপনি যখন একটি নতুন স্মার্টফোন কিনবেন তখন অবশ্যই একটি কেস ব্যবহার করবেন। কেস বিভিন্ন রকমের হয় আপনি আপনার পছন্দ মতো কেস ব্যবহার করতে পারেন। আপনার যদি মনে হয় প্রায়ই ফোন আপনার হাত থেকে পরে যায় তাহলে আপনি একটি ভালো কোয়ালিটির কেস ব্যবহার করুন যেটা আপনার ফোনকে প্রটেক্ট করবে। 

Protect Your Screen

ফোনকে সুরক্ষিত রাখার জন্য শুধুমাত্র কেস ব্যবহার করলেই চলবে না ফোনের স্ক্রীনকেও প্রটেক্ট করা দরকার।সেক্ষেত্রে আপনাদের স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করা প্রয়োজন যা আপনার ফোনের স্ক্রিনকে সুরক্ষিত রাখবে। যদি কোনোভাবে আপনার ফোনটি পরে যায় তাহলে এই স্ক্রিন প্রটেক্টর আপনার ফোনকে প্রটেক্ট করবে।

আপনার এপ্লিকেশন গুলিকে রেগুলার আপডেট রাখুন

আমরা আমাদের ফোনে অনেক ধরণের এপ্লিকেশন ব্যবহার করে থাকি। তারমধ্যে কিছু কিছু আগে থেকেই আমাদের ফোনে ইন্সটল করা থাকে। আমাদের উচিত নিয়মিত এই এপ্লিকেশন গুলিকে আপডেট রাখা। এই সমস্ত apps গুলিকে নতুন ম্যালওয়ার এর হাত থেকে রক্ষা করার জন্য আপডেট করা প্রয়োজন। আর যেসমস্ত apps গুলো আপনারা ব্যবহার করেন না সেগুলোকে আনইনস্টল করে দেবেন।

ট্রাস্টেড সোর্স ব্যবহার করুন

যে কোনো apps ইনস্টল করার জন্য সব সময় ট্রাস্টেড সোর্স ব্যবহার করবেন। Android ফোনের জন্য Google Play Store এবং iPhone এর জন্য Apple app স্টোর ব্যবহার করুন। আর যদি আপনি কোনো অজানা সোর্স থেকে app ডাউনলোড করেন তাহলে ম্যালওয়ার এর ভয় থাকতে পারে।

জল ও উচ্চ তাপমাত্ৰা থেকে নিজের ফোনকে সুরক্ষিত রাখুন।

আপনার ফোনটিকে জল এবং উচ্চ তাপমাত্ৰা হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে কারণ এগুলির জন্য আপনার ফোনটি খারাপ হয়ে যেতে পারে। যেমন ধরুন আপনার ফোনটি যদি কোনো ভাবে জলে পরে যায় তাহলে আপনার ফোনটি খারাপ হয়ে যেতে পারে এছাড়াও অনেকক্ষন যদি সূর্যের নীচে ফোনটি থাকে তাহলে ফোনের ব্যাটারী গরম হয়ে যায় ফলে ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওয়াটারপ্রুফ ফোনের ক্ষেত্র একই নিয়ম মেনে চলতে  হবে।

Cache ক্লিয়ার করুন

আপনারা ফোনে যে সমস্ত apps গুলো ব্যবহার করেন সেগুলো জাঙ্ক ফাইলস Cache এর মধ্যে থেকে যায়। তাই আপনারা চেষ্টা করবেন এই ফাইল গুলিকে প্রতিনিয়ত ক্লিয়ার করার যাতে আপনার স্মার্টফোনটি ঠিকঠাক ভাবে কাজ করে।

অরিজিনাল চার্জার ব্যবহার করবেন

আপনার স্মার্টফোনটি চার্জ দেওয়ার জন্য সবসময় অরিজিনাল চার্জার ব্যবহার করবেন। আপনি যদি অন্য কোনো সস্তার চার্জার ব্যবহার করে ফোনে চার্জ দেন তাহলে আপনার ফোনটির ক্ষতি হতে পারে। যেমন ধরুন স্মার্টফোন কোম্পানি গুলো এমন ভাবে কিছু চার্জার তৈরি করে যা তাদের ফোনের সার্কিট ও চার্জার সার্কিটের সাথে মিলে একটা সম্পূর্ণ প্যাকেজ হয়ে যায়। এর ফলে আপনি যদি কোনো সস্তার চার্জার ব্যবহার করে ফোনে চার্জ দেন তাহলে আপনার ফোনের ব্যাটারির ওপর প্রভাব পড়তে পারে এবং আপনার ফোনের ব্যাটারিটি ড্যামেজ হয়ে যেতে পারে।

গেমিং

আপনারা যদি নিজের স্মার্টফোনটি অনেক দিন ধরে ব্যবহার করতে চান তাহলে প্রয়োজন অনুযায়ী ফোন ব্যবহার করুন অকারণে খুব বেশি ফোন ব্যবহার করবেন না। অনেকে আছেন যারা ফোনে হাই গ্রাফিক্স এ গেম খেলেন যেটার কোনো প্রয়োজনই হয় না। আপনারা গেম লো গ্রাফিক্স এ খেলুন অথবা হাই গ্রাফিক্স এ বা মিডিয়াম গ্রাফিক্স এ খেলুন তাতে কিন্তু গ্রাফিক্স এর খুব একটা সমস্যা হয় না। সুতরাং আপনি যদি ফোনে লো গ্রাফিক্স এ গেম খেলেন তাহলে আপনার ফোনের ওপর কোনো রকম চাপ সৃষ্টি হবে না, এতে আপনার ফোনটি অনেক দিন ভালো থাকবে।

আপনার জন্য আরো

1.কোনো কিছু ডিলিট না করেই আপনাদের ফোনের স্টোরেজ খালি করে ফেলুন

2.আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর UAN অ্যাকাউন্টে কীভাবে পরিবর্তন করবেন ?

3.জেনে নিন Android ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করার উপায়।

4.আপনার স্মার্টফোনের জন্য একটি সঠিক চার্জার কিভাবে কিনবেন

Leave a Comment