যত দিন যাচ্ছে তত অনলাইনে নির্ভরতা বেড়ে চলেছে। করোনা আসার পর অনলাইন নির্ভরতা আরো অনেক গুণ বেড়েছে। কারণ বাড়ি থেকে অনলাইন অফিসের কাজের পরিমাণ অনেক বেড়েছে। আর বর্তমানে কোন স্মার্টফোন ব্যবহার করতে গেলেও জিমেইল অ্যাকাউন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেজন্যই জিমেইল একাউন্টের পাসওয়ার্ড নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন করা একান্ত প্রয়োজন এবং একই সঙ্গে একটি অত্যন্ত স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা উচিত যাতে আপনার একাউন্টটি সুরক্ষিত থাকে l
আসুন এবার দেখে নেয়া যাক কিভাবে আপনারা খুব সহজেই আপনার জিমেল একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন-
জিমেল একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার পদ্ধতি
- প্রথমে জিমেল অ্যাকাউন্ট টি লগইন করুন।
- তারপর আপনার প্রোফাইল আইকনটিতে ক্লিক করুন দেখুন manage your Google account নামে একটি অপশন আসবে তার উপর ক্লিক করুন।
- তারপর সিকিউরিটি অপশনে ক্লিক করুন।
- সেখানে দেখুন পাসওয়ার্ড বলে একটি অপশন আছে তার ওপর ক্লিক করুন।
- তারপর সেখানে আপনার পুরনো পাসওয়ার্ড টি দিন এবং নেক্সট বাটনে ক্লিক করুন।
- তারপর আপনার সামনে নতুন পাসওয়ার্ড তৈরি করার একটি পেজ আসবে সেখানে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনার পাসওয়ার্ডটি খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে।
উপসংহার
জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করা খুবই দরকারী যাতে আপনার জিমেইল একাউন্টটি সুরক্ষিত থাকে। তাই নির্দিষ্ট সময় অন্তর একটি কঠিন পাসওয়ার্ড অবশ্যই ব্যবহার করুন আপনার জিমেইল আইডিটি সুরক্ষিত রাখার জন্য।
FAQ.
প্রশ্ন:কতদিন অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করা যায়?
উত্তর: আপনি যতবার ইচ্ছা ততোবারই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। কিন্তু প্রতিদিন পাসওয়ার্ড পরিবর্তন করার কোন প্রয়োজন নেই। মাসে একবার অথবা তিন মাসে একবার পাসওয়ার্ড পরিবর্তন করলেই যথেষ্ট। ঘনঘন পাসওয়ার্ড পরিবর্তন করার পরিবর্তে একটু জটিল পাসওয়ার্ড রাখুন।
প্রশ্ন:পাসওয়ার্ড কেমন রাখা দরকার?
উত্তর: পাসওয়ার্ড কেমন রাখা দরকার সেটা জানার আগে জেনে নিন কোন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করা ঠিক নয়। আপনার নাম, ফোন নাম্বার, জন্মদিন এই ধরনের সাধারণ জিনিস যেটা খুব সহজেই গেস করা যায় সেই রকম কোন পাসওয়ার্ড না রাখাই ভালো। পাসওয়ার্ড থাকবে কিছু সংখ্যা কিছু স্পেশাল ক্যারেক্টার এবং কিছু অ্যালফাবেটের মিশ্রন যা সম্পূর্ণ ইউনিক হবে।
প্রশ্ন:কিভাবে আমি আমার জিমেইল আইডির পাসওয়ার্ডটা দেখতে পারবো?
উত্তর: আপনি যদি আপনার জিমেইল পাসওয়ার্ডটি সেভ করে রাখেন তাহলেই আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ডটি দেখতে পারবেন। গুগল ক্রোম ই জিমেইল আইডি লগইন করার সময় পাসওয়ার্ড সেভ রাখার জন্য পারমিশন চাওয়া হয়। আপনি সেই পারমিশন যদি অ্যালাও করে থাকেন পরবর্তীকালে আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পারেন।
প্রশ্ন: জিমেইলের কি কোন কাস্টমার কেয়ার নাম্বার আছে?
উত্তর: জিমেইল একাউন্ট রিকভারির জন্য বা কোন রকম সহায়তার জন্য কোনরকম হেল্পলাইন নম্বর নেই।
প্রশ্ন: কিভাবে জিমেইলের কাস্টমার সাপোর্টের সঙ্গে যোগাযোগ করা যায়?
উত্তর: আপনার জিমেইল একাউন্টের মধ্যে হেল্প বলে একটি অপশন রয়েছে সেখান থেকে আপনি জিমেইলের কাস্টমার সাপোর্ট এর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনার যাবতীয় সমস্যা সমাধান করতে পারেন।
জিমেল একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার পদ্ধতি
আপনার জন্য আরো
1.জিমেল অ্যাপে আর একটি অন্য ইমেল অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন ?
2.নিজের ইমেল আইডি ভুলে গেলে তা কীভাবে উদ্ধার করবেন ?
3.Linkedin এ চাকরি পেতে কি কি করণীয় জেনে রাখুন
4.ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেললে সেই টাকা কীভাবে ফিরে পাবেন ?