ফেসবুক হলো একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুকে আপনারা অনেক সময় নানা ধরণের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন, যেগুলো আপনারা আর আলাদা করে অনলাইনে সেভ করে রাখেন না। তাই এগুলোর কোনো ব্যাকআপ নেওয়া থাকে না। যদি কোনো কারণে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে যায় বা ফেসবুকের একাউন্টে কোনো রকম সমস্যা হয় তাহলে আপনাদের আপলোড করা ফটো ও ভিডিও গুলো হারিয়ে যেতে পারে। কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুকে আপলোড করা ফটো ও ভিডিও গুলোর ব্যাকআপ নিজের কাছে নিয়ে রাখতে পারেন।
চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক থেকে ফটো ও ভিডিও ব্যাকআপ নেওয়া যাবে।
ফোন থেকে ব্যাকআপ নেওয়ার পদ্ধতি
১। প্রথমত আপনি ফেসবুক app টি ওপেন করুন এবং মেনুতে ট্যাব করুন।
২। তারপর নীচে স্ক্রল করুন এবং Settings & Privacy অপশনে ক্লিক করবেন।
৩। এবার Settings এ ক্লিক করুন।
৪। এরপর নিচের দিকে স্ক্রল করে Your Information এ ট্যাব করবেন।
৫। তারপর Transfer a Copy of Your Photos or Videos অপশনটি সিলেক্ট করুন।
৬। এরপর Destination হিসেবে Google Photos সিলেক্ট করুন।
৭। তারপর আপনার google একাউন্ট এ লগইন করে বাকি পদ্ধতি সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য যে, টুলটি ব্যবহার করে ফটো ট্রান্সফার করলে আপনার ফেসবুক একাউন্ট এ থাকা সমস্ত ফটো ও ভিডিও Google Photos এ সেভ হয়ে যাবে। অর্থাৎ এখানে আর আলাদাকরে আপনাদের ফটো সিলেক্ট করা যাবে না।
এছাড়াও আপনি যদি Google Photos থেকে কোনো ফটো ডিলেট করেন তাহলে তা ফেসবুক থেকে ডিলেট হবে না।
কম্পিউটার থেকে ব্যাকআপ নেওয়ার পদ্ধতি
১। প্রথমে আপনাকে ফেসবুক একাউন্টে লগইন করতে হবে।
২। তারপর আপনাকে ডান দিকের কর্নারে থাকা তীর চিহ্নে ক্লিক করে Settings এ প্রবেশ করতে হবে।
৩। এরপর বাম দিকে থাকা Your Facebook Information এ ক্লিক করতে হবে।
৪। এবার আপনাকে Transfer a Copy of Your Photos or Videos অপশনটি সিলেক্ট করতে হবে।
৫। তারপর Destination হিসেবে Google Photos সিলেক্ট করুন।
৬। এরপর মোবাইল app এর মতো একই পদ্ধতিতে আপনার Google একাউন্টে লগইন করে বাকি প্রক্রিয়া সম্পন্ন করুন।
আপনার জন্য আরো
1.আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর UAN অ্যাকাউন্টে কীভাবে পরিবর্তন করবেন ?
2.কোনো কিছু ডিলিট না করেই আপনাদের ফোনের স্টোরেজ খালি করে ফেলুন