সম্প্রতি মেটা AI অ্যাসিস্ট্যান্স নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এই মেটা AI-এর কাছে যেকোনো ধরণের প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে তার উত্তর। জানেন কি এই চ্যাটবটে হোয়াটসঅ্যাপ আরও আকর্ষণীয় ফিচার যোগ করতে চলেছে।
বর্তমান সময়ে আট থেকে আশি সকলেই কম-বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। এই মেসেঞ্জিং অ্যাপে রাত-দিন ব্যস্ত থাকে সকলেই। এই কারণের জন্যই হোয়াটসঅ্যাপ আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার চেষ্টা করছে ব্যবহারকারীদের জন্য। এতদিন পর্যন্ত এই ফিচারে শুধুমাত্র প্রশ্নই করা যেত। ছবি বা অন্য কোনো কিছু পাঠানো যেত না। কিন্তু এবার এই মেটা AI অ্যাসিস্ট্যান্সে নতুন ফিচার যুক্ত হতে চলেছে। WabetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এবার থেকে মেটা AI-এর চ্যাটের সঙ্গে ছবিও আদান-প্রদান করা যাবে।
ব্যাপারটি ঠিক কি? কেন এই ছবি আদান-প্রদান ? জানা গেছে, ছবির সাহায্যেও AI -থেকে জানা যাবে কোনো সমস্যা বা কোনও ত্রুটি আছে কিনা। সংস্থা সূত্রে খবর, ছবিতে কোনও ভুল ত্রুটি থাকলে তা এডিট করে ঠিক করে দেবে মেটা AI। জানা গেছে, ছবির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর। তাঁরা যখন খুশি সেই ছবি গুলো ডিলিট করে দিতে পারবেন।
আপনাদের জন্য আরো
1.Whatsapp -এ স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করার টিপস
2.WhatsApp -এর নতুন ফিচার ! ভয়েস নোট শোনায় সমস্যা ? টেক্সট রূপান্তর করে দেবে এই নয়া ফিচার
3.WhatsApp -এ আবার নতুন চমক ! WhatsApp ব্যবহারকারীরা পাবেন নতুন এই ফিচারের সুবিধা
4.WhatsApp স্ট্যাটাসে লং ভিডিও শেয়ার করতে পারবেন, জেনে নিন কবে পাবেন ফিচার