Wrong call ও মোবাইল ফ্রড নিয়ে দুশ্চিন্তায় আছে সরকার এবং সাধারণ মানুষেরাও। দিন দিন ফোন ভরেই চলেছে অপ্রয়োজনীয় কোম্পানির মেসেজ ও স্প্যামিং মেসেজ। এই Wrong call ও মোবাইল ফ্রডে শিকার হচ্ছেন বেশি বয়স্ক মানুষেরা। এই Wrong call ও মোবাইল ফ্রড আটকাতে চলেছে সরকার। এবার থেকে Wrong কল, অপ্রয়োজনীয় কল, প্রোমোশান কল ও অপ্রয়োজনীয় স্প্যামিং মেসেজকে বেআইনি বলে ধরা হবে।
এই অপ্রয়োজনীয় call গুলো বা মেসেজ গুলো মোবাইল ফ্রডের একটি বড়ো ভূমিকা। এই ফ্রডের হাত থেকে বাঁচতে, সংবাদ সংস্থা সূত্র থেকে জানা গেছে আর কিছু দিনের মধ্যে একটি গাইডলাইন প্রকাশ হতে পারে। এই গাইডলাইনের সাহায্যে প্রোমোশনাল, টেলিমার্কেটিং বা আর্থিক লেনদেন এই বিষয়ে কল বা মেসেজ করলে জবাব দিতে হবে সংস্থাকে। মামলাও করা যাবে যদি গাইডলাইন শাসনের অন্তর্ভুক্ত হয়।
Wrong call করলে কি শাস্তি দেওয়া হতে পারে
আইন 2019-এর ধারা 2(28) এবং 2(47)-এর অধীনে অপ্রয়োজনীয় sms বা call কে বেআইনি বলে ধরা হবে। Worng call বা প্রোমোশনাল কল গুলো যদি সঠিক চ্যানেলের থেকে না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। প্রতিদিন একই কল লিস্ট থেকে প্রোমোশনাল বা অপ্রয়োজনীয় কল বা মেসেজ কোনো টাই করা যাবে না।
ভারত মোবাইল ফ্রডের তালিকায় সর্বপ্রথম
বর্তমানে স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার সহজ হয়ে যাওয়ার কারণে এখনকার দিনে ৮-৮০ সবার কাছেই আছে স্মার্টফোন। এই কারণে প্রতারকদের জালিয়াতি করার সুবিধা অনেক বেড়ে গেছে। প্রতারকরা জালিয়াতি সবচেয়ে বেশি করে থাকে ভারতে। প্রতিদিন কেউ না কেউ এই জালিয়াতির শিকার হচ্ছে।
তথ্য সূত্র থেকে জানা গেছে, প্রতি মাসে 12 কোটি থেকে 15 কোটি ফিশিং ও স্প্যামিং মেসেজ পাঠানো হয়ে থাকে ভারতীয়দের ফোনে। প্রায় 3 লাখ মানুষ শিকার হয়েছে প্রতারকদের করা প্রতারণায়। কিন্তু সরকারের কাছে জমা পড়েছে মাত্র 35,000 থেকে 45,000 রিপোর্ট। এর কারণ হলো মানুষ প্রতারণার শিকার হয়েছে কিন্তু অভিযোগ করতে পারিনি।
সাধারণ মানুষ যাতে আর জালিয়াতির শিকার হতে না পারে তার জন্য টেলিকম বিভাগ অনেক পদক্ষেপ নিয়েছে । তাই মোবাইল ব্যবহারকারীদের সাবধান করার জন্য সরকার তথ্য সন্ধানের কাজ শুরু করেছে। ভারতের স্থানীয় টেলিকম সংস্থা যেমন ভোডাফোন আইডিয়া, বিএসএনএল, জিও এবং এয়ারটেল-এর সাথে টেলিকম দফতর বৈঠক করেছে।
সকারের সব নিয়ম চালু হলে এবং নিয়ম ঠিকঠাক ভাবে কাজ করলে Wrong call বা মোবাইল ফ্রডের হাত থেকে বাঁচবেন মোবাইল ব্যাবহারকারীরা।
আপনাদের জন্য আরো
1.স্মার্ট ফোনে কভার পরিয়েছেন ? আপনাদের সামান্য ভুলের জন্য হতে পারে ফোনের ক্ষতি !
2.নোকিয়া 3210 বাটন ফোন নতুন রূপে ফিরে আসছে
3.WhatsApp স্ট্যাটাসে লং ভিডিও শেয়ার করতে পারবেন, জেনে নিন কবে পাবেন ফিচার
4.Oppo A60 4G 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 45W চার্জিং এর সাথে লঞ্চ হতে চলেছে