অনেক সময় আপনাদের সন্তানদের জন্ম সাটিফিকেট ভুল থাকতে পারে যা সংশোধণ করানো খুবই প্রয়োজন। জন্ম সার্টিফিকেট এমনি একটা গুরুত্বপূর্ণ নথি যা বিভিন্ন জায়গায় বিভিন্ন দরকারে কাজে লাগে, যেমন ধরুন কোনো চাকরির ক্ষেত্রে , স্কুলে ভর্তি হওয়ার সময় এবং পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি নথি। তাই জন্য জন্ম সার্টিফিকেটি সঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ তাদের পোর্টাল janma-mrityutathya.wb.gov.in-এর মাধ্যমে অনলাইনে আপনাদের জন্ম সার্টিফিকেট সংশোধণ করা খুবই সহজ করে দিয়েছে।
এই পোস্টটিতে আপনি জন্ম সার্টিফিকেট অনলাইনে কিভাবে সংশোধণ করবেন সেই বিষয়ে আপনাদের বিস্তারিত ভাবে জানানো হয়েছে।
প্রয়োজনীয় ডকুমেন্টস জন্ম সার্টিফিকেট সংশোধণ করার উপায়
জন্ম সার্টিফিকেট সংশোধন করবার পদ্ধতি
- প্রথমে আপনাকে janma-mrityutathya.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর আপনাকে উপরের ‘Citizen Services’ অপশনটিতে ক্লিক করতে হবে।
- তারপর আপনাকে Birth অপশনটিতে ক্লিক করতে হবে।
- তারপর আপনাকে ‘Know Your Certificate No অপশনটিতে যেতে হবে।
- তারপর সঠিক জায়গায় ‘Certificate No.’ এন্টার করতে হবে।
- তারপর , Get OTP তে ক্লিক করতে হবে I
- তারপর আপনার ফোন নম্বরে একটি OTP পাঠানো হবে।
- তারপর সঠিক জায়গায় OTP এন্টার করতে হবে।
- তারপর আপনাকে Submit OTP বাটনটিতে ক্লিক করতে হবে।
- জন্ম সার্টিফিকেটের সমস্ত বিষয় বস্তু আপনার কম্পিউটারের স্ক্রিনে দেওয়া হবে।
- তারপর প্রয়োজনীয় সমস্যাগুলি আপনাকে সঠিক জায়গায় করে নিতে হবে।
- তারপর সঠিক কারণ গুলি এন্টার করতে হবে।
- তারপর আপনাকে Submit এ ক্লিক করতে হবে।
- এবার আপনার স্ক্রিনে একটি Popup আসবে যে ডেটা সঠিকভাবে সুরক্ষিত আছে।
- তারপর আপনাকে Ok বাটনটিতে ক্লিক করতে হবে।
আপনার জন্ম সার্টিফিকেট সংশোধণ করার আবেদন সঠিক ভাবে জমা হয়ে যাবে।
এই বিষয় গুলি সঠিক ভাবে জেনে নিয়ে আপনার জন্ম সার্টিফিকেট খুব সহজ ভাবেই অনলাইনে সংশোধণ করতে পারবেন।
তারপর আপনি অনলাইনে জন্ম সার্টিফিকেট সংশোধণ করাটা ডাউনলোড করে নিতে পারেন বা আপনি আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারেন।
আপনার জন্য আরো
1.বাইক অথবা গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি
2.অনলাইনে দলিল নম্বর কিভাবে অনুসন্ধান করবেন
3.পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করার অনলাইন পদ্ধতি