TCL তাদের স্মার্ট টিভি সেগমেন্টে আরো একটি নতুন সিরিজ লঞ্চ করে দিয়েছে। C12H সিরিজের এই সেগমেন্টে 75 থেকে শুরু করে 98 ইঞ্চি পর্যন্ত টিভি রয়েছে। স্পেসিফিকেশন এর কথা বলতে গেলে এই সিরিজের টিভি তে 4k রেজুলেশন দেয়া হয়েছে। টিভিতে 144Hz এর রিফ্রেস রেট দেয়া হয়েছে। এছাড়াও 3500 নিটস এর ব্রাইটনেস দেয়া হয়েছে। এই স্মার্ট টিভি তে কোয়ান্টাম ডট এবং মিনি led প্রযুক্তির একত্রিত ব্যবহার করা হয়েছে। যার জন্য খুব আকর্ষক কালার এবং ব্রাইটনেস দেখতে পাওয়া যাবে। কোম্পানি দাবি করছে নতুন প্রজন্মের মনোরঞ্জনের কথা মাথায় রেখেই এই টিভি টি ডিজাইন করা হয়েছে। আসুন এবার এই সিরিজের টিভি টির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারে জেনে নেয়া যাক।
TCL QD – Mini LED Specifications
এই সিরিজের টিভি তে 4k রেজুলেশন দেয়া হয়েছ। টিভিতে 144Hz এর রিফ্রেস রেট দেয়া হয়েছে। এছাড়াও 3500 নিটস এর ব্রাইটনেস দেয়া হয়েছে।এই স্মার্ট টিভি তে কোয়ান্টাম ডট এবং মিনি led প্রযুক্তির একত্রিত ব্যবহার করা হয়েছে। যার জন্য খুব আকর্ষক কালার এবং ব্রাইটনেস দেখতে পাওয়া যাবে। কোম্পানি দাবি করছে নতুন প্রজন্মের মনোরঞ্জনের কথা মাথায় রেখেই এই টিভি টি ডিজাইন করা হয়েছে। টিভিতে Lingyao Chip M2 ব্যবহার করা হয়েছে। সাউন্ড সিস্টেম হিসাবে 120W এর ৬ চ্যানেল Anqi ২.২.২ Hi – Fi ব্যবহার করা হয়েছে। টিভিতে 4 GB RAM এবং 64GB স্টোরেজ দেয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য 4 HDMI 2 .1 পোর্ট ,1 USB – A 3 .0 পোর্ট , এবং আরো ২ টো USB 2 .0 পোর্ট দেয়া হয়েছে।
TCL C12H QD – Mini LED এর দাম
TCL 75 ইঞ্চি টিভির দাম 14999 উয়ান মোটামুটি ১.৭৫ লক্ষ টাকা। ৮৫ ইঞ্চি টিভির দাম ২.৫৭ লক্ষ টাকা। ৯৮ ইঞ্চি টিভির দাম ৩.৯৭ লক্ষ টাকা।
আপনার জন্য আরো
1.লঞ্চ হলো Doogee T30 Max ট্যাবলেট 50MP ডুয়াল ক্যামেরা, 4K ডিসপ্লে এবং 10800mAh ব্যাটারির সাথে
2.দুর্দান্ত ফিচার্স এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Lava O2
3.50MP ক্যামেরা এবং 16GB RAM সহ লঞ্চ হতে চলেছে OnePlus Ace 3V
4.সাধ্যের মধ্যে অসাধারণ একটি গেমিং স্মার্টফোন হল infinix hot 40 pro