যদি বাংলারভূমি পোর্টালে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি পুনরায় সেট করতে পারবেন। এর দুটি কারণ হতে পারে প্রথমত হয়তো আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে গেছেন এবং দ্বিতীয়ত নিরাপত্তার জন্য আপনি এটি পরিবর্তন করতে চান।
বাংলারভূমি পোর্টাল তাদের অফিসিয়াল ওয়েবসাইট banglarbhumi.gov.in-এর মাধ্যমে অনলাইনে আপনার পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতি অনেকটাই সহজ করে দিয়েছে। এই পোস্টটিতে আমরা আপনাদের জানাবো যে অনলাইনে বাংলারভূমি পোর্টালের পাসওয়ার্ড কিভাবে রিসেট করবেন। আসুন তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
পাসওয়ার্ড রিসেট করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
বাংলারভূমি পোর্টালে আপনার পাসওয়ার্ড রিসেট করার জন্য যে তথ্য গুলির প্রয়োজন তা হলো –
- আপনার Username অর্থাৎ আপনার মোবাইল নম্বর।
- আপনার Email ID যা আপনি পোর্টালে রেজিস্টার করার সময় ব্যবহার করেছিলেন।
পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতি
১। এরজন্য প্রথমে আপনাকে বাংলারভূমির অফিসিয়াল ওয়েবসাইট banglarbhumi.gov.in -এ যেতে হবে।
২। তারপর আপনার স্ক্রিনের ওপরের দিকে থাকা “Sign In” অপশনটিতে ক্লিক করবেন।
৩। করার পর আপনি ‘Forget Password’ অপশনটিতে ক্লিক করে দেবেন।
৪। তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
৫। এই নতুন পেজটিতে আপনি আপনার ‘User ID’ অর্থাৎ আপনার ফোন নম্বরটি এন্টার করে দেবেন।
৬। তারপর আপনি ‘Get OTP’ বাটনটিতে ক্লিক করে দেবেন।
৭। এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর অথবা email ID-তে একটি OTP যাবে।
৮। সেই OTP টি আপনি নির্দিষ্ট জায়গায় লিখে এন্টার করে দেবেন।
৯। এইবার আপনি যে নতুন পাসওয়ার্ডটি সেট করতে চান সেটি নির্দিষ্ট জায়গায় লিখে এন্টার করে দিন।
১০। তারপর আপনি ‘Confirm New Password’ -এ গিয়ে যেই পাসওয়ার্ডটি সেট করলেন সেটি পুনরায় লিখে এন্টার করুন।
১১। এরপর ক্যাপচা যদি সঠিকভাবে লিখে এন্টার করে দিন।
১২। তারপর ‘Submit’ বাটনটিতে ক্লিক করে দিন।
এরপর আপনার নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। তারপর আপনি এই পাসওয়ার্ডটি লগইন করতে এবং পোর্টাল দ্বারা প্রদত্ত সমস্ত পরিষেবা অ্যাক্সেস করতে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন – অনলাইন মিউটেশন, পর্চা ডাউনলোড ইত্যাদি। সুতরাং আপনি যদি এই পদক্ষেপগুলি সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে খুব সহজেই আপনি বাঙালারভূমি পোর্টালে আপনার আপনার পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন।
আপনার জন্য আরো
1.অনলাইনে খাজনার আবেদন নম্বর কিভাবে পুনরুদ্ধার করবেন
2.পশ্চিমবঙ্গে জমির খাজনা পেমেন্ট করার অনলাইন পদ্ধতি
3.সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নেওয়ার অনলাইন আবেদন পদ্ধতি