ভারতের নির্বাচন কমিশন সকল জনগণদের জন্য একটি নতুন বিকল্প এনেছে যার মাধ্যমে অনলাইনে আপনি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এই প্রক্রিয়াটি হলো ই-EPIC কার্ড ডাউনলোড। এই কার্ডটিকে আমরা ডিজিটাল ভোটার আইডি কার্ডও বলে থাকি। এই কার্ডটিকে আপনারা অরিজিনাল ভোটার আইডি কার্ডের পরিবর্তেও ব্যবহার করতে পারবেন।
অনলাইনে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in থেকে আপনি আপনার ডিজিটাল ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এই পোস্টটিতে আমরা আপনাদের জানাবো যে অনলাইনে আপনি ডিজিটাল ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন।
ডিজিটাল ভোটার আইডি (ই-EPIC) কার্ড আসলে কি
ডিজিটাল ভোটার আইডি কার্ড হল আপনার ভোটার কার্ডের একটি পিডিএফ ফর্ম্যাট, যা অনলাইনে আপনি ECI-র ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in থেকে ডাউনলোড করতে পারবেন।
আপনি চাইলে এই কার্ডটি আপনার ফোন অথবা ল্যাপটপে ডাউনলোড করে রাখতে পারেন এবং দরকার পড়লে আপনি এটির প্রিন্টআউটও করে নিতে পারেন। যদি আপনি কোনোভাবে আপনার ভোটার কার্ডটি হারিয়ে ফেলেন তাহলে আপনি এই ডিজিটাল কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন এবং এই কার্ডটি আপনি আপনার ভোটার আইডি কার্ডের ডুপ্লিকেট কপি হিসাবেও ব্যবহার করতে পারেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট
অনলাইনে আপনার ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ভোটার নম্বরের প্রয়োজন হবে।
এই কার্ডটি ডাউনলোড করার বিকল্পটি অ্যাক্সেস করতে অবশ্যই আপনার ECI ভোটার সার্ভিস পোর্টালে একটি অ্যাকাউন্ট থাকতে হবে।
ডাউনলোড করার পদ্ধতি
- প্রথমে আপনাকে ECI ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in-এ যেতে হবে।
- তারপর আপনাকে “e-EPIC Download” অপশনটিতে ক্লিক করতে হবে।
- তারপর আপনার ‘Registered mobile no./EPIC no.’ এবং পাসওয়ার্ডটি নির্দিষ্ট জায়গাগুলিতে এন্টার করে দেবেন।
- এরপর আপনি ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখবেন এবং ‘Request OTP’ বাটনটিতে ক্লিক করে দেবেন।
- তারপর আপনার ফোন একটি OTP যাবে, সেই OTP টি আপনি এন্টার করে দেবেন এবং ‘Login’ বাটনটিতে ক্লিক করে দেবেন।
- লগইন করার পর আপনি “e-EPIC Download” এ ক্লিক করবেন।
- তরপর সঠিক জায়গায় আপনার ভোটার আইডি নম্বরটি এন্টার করে দেবেন।
- এরপর আপনি আপনি আপনার রাজ্য সিলেক্ট করবেন।
- এরপর আপনি ‘Search’ বাটনটিতে ক্লিক করবেন।
- তারপর আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য আপনার কম্পিউটার স্ক্রিনে চলে আসবে।
- তারপর আপনি একটু নিচের দিকে স্ক্রোল করবেন এবং “Send OTP” বাটনটিতে ক্লিক করে দেবেন।
- তারপর আপনার ফোন একটি OTP যাবে, সেই OTP টি আপনি নির্দিষ্ট জায়গায় এন্টার করে দেবেন।
- এরপর আপনি ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে দেবেন এবং “Download e-EPIC” বাটনটিতে ক্লিক করবেন।
- তারপর আপনার ডিজিটাল ভোটার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।
আপনি যদি এই পদক্ষেপগুলি সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে আপনি খুব সহজেই অনলাইনে আপনার ডিজিটাল ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
আপনার জন্য আরো
1.পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট(PDF) 2024 ডাউনলোড করার পদ্ধতি
2.অনলাইনে কীভাবে ভোটার কার্ড সংশোধন করবেন
3.বিয়ের পর অনলাইনে ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন কীভাবে করবেন
4.অনলাইনে ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক স্ট্যাটাস চেক কিভাবে করবেন