সেট টপ বক্স ছাড়াই দেখতে পারবেন ২০০ টি ফ্রি চ্যানেল, জানুন সরকারি পরিকল্পনা

ভবিষ্যতে কিছু ফ্রি টিভি চ্যানেল দেখার জন্য হয়তো আপনাদের আর সেট টপ বক্স লাগানোর দরকার পড়বেনা।  ভারত সরকার এই বিষয়ে একটি পরিকল্পনাও করছে যাতে ফ্রি চ্যানেল গুলি দেখার জন্য কোন সেট টপ বক্স লাগবে না। প্রসারণ মন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার বলেছিলেন ফ্রি টু এয়ার চ্যানেলগুলি দেখার জন্য কোনরকম সেটাপ বক্স এর প্রয়োজন হবে না পরিবর্তে টিভির মধ্যেই satellite tuner লাগানো হবে। এর ফলে যে সমস্ত ফ্রি টু ইয়ার চ্যানেলগুলি রয়েছে সেগুলি আলাদাভাবে দেখার জন্য কোনরকম DTH প্রোভাইডারের সেট টপ বক্স এর প্রয়োজন হবে না।

Mint অনুযায়ী, সোমবার অনুরাগ ঠাকুর বলেছিলেন  প্রায় ২০০টি ফ্রি চ্যানেল সাধারণ মানুষের জন্য রয়েছে যেগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এই সমস্ত চ্যানেলগুলি যাতে দর্শক ফ্রিতে দেখতে পারে তার জন্য টিভিতে ইনবিল ্ড স্যাটেলাইট টিউনার লাগানো হবে।

উনি এটাও জানিয়েছেন যে এই 200 টি ফ্রি চ্যানেল দেখার জন্য ছাদ অথবা দেয়ালের একটি ছোট এন্টেনা লাগালেই হবে। অনুরাগ ঠাকুর এটাও বলেছেন ফ্রি ডিসে সাধারণ মনোরঞ্জক চ্যানেলগুলোর সংখ্যা বাড়ানোর ফলে দর্শকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

উনি একটি প্রশ্নের উত্তর দিতে দিতে এ কথা জানিয়েছেন আমি নিজের বিভাগের একটি নতুন কাজ শুরু করেছি যদি আপনাদের টেলিভিশনে ইনবিল্ট স্যাটেলাইট থাকে তাহলে আলাদাভাবে কোন সেট টপ বক্স নেওয়ার প্রয়োজন নেই আপনারা একটি রিমোট ক্লিকের মাধ্যমেই 200 বেশি ফ্রি চ্যানেল এক্সেস করতে পারবেন।

উনি এটাও জানিয়েছেন যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনো বাকি আছে।

আপনার জন্য আরো

1.গার্লফ্রেন্ডকে iPhone গিফট করতে চান তাহলে এটি সঠিক সময় iPhone 14 তে পাওয়া যাচ্ছে 33,900টাকা ডিসকাউন্ট

2.Realme GT Neo 5 মাত্র 80 সেকেন্ডে 20% চার্জ, 16GB RAM, Snapdragon 8+ Gen সহ লঞ্চ হলো, জেনে নিন এর দাম এবং ফিচার্স

3.ইলেকট্রিক গাড়ির বাজারে Mahindra SUV XUV400 মডেলটির খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, ১৫ হাজারেরও বেশি গাড়ি অলরেডি বুকিং হয়ে গেছে 

4.Anti Theft  ফিচার যুক্ত Okaya Faast F3 125 কিলোমিটার মাইলের যুক্ত ইলেকট্রিক স্কুটার  জানুন বিস্তারিত

Leave a Comment