YouTube থেকে গান আমরা প্রায় প্রতিটি মানুষ শুনে থাকি। কিন্তু অনেক হয় কি, কোনো গান মাথার মধ্যে ঘুরছে অথচ সেই গানটার নাম বা গানের কোনো লাইন মনে পড়ছে না। এমন সময় যতক্ষণ না সেই গানটা মনে পড়ছে, ততক্ষন মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করতে থাকে।
তাই এবার এই অস্বস্তি কাটাতে চলে এসেছে YouTube Music। কিন্তু কিভাবে ? YouTube Music -এ AI -চলিত নিয়ে এসেছে এক নতুন ফিচার। এর সাহায্যে আপনি মনে না পরা গান গুলো খুব সহজেই খুঁজে নিতে পারবেন।
এই ফিচারটি YouTube Music -এ নতুন, কিন্তু অ্যান্ড্রয়েডে এটি গুগল অ্যাপ্লিকেশনের অংশ ছিল প্রায় তিন-চার বছর আগে। তবে আগের বছর থেকে এটি অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনের অংশ হয়েছে।
9 to 5 google -এর একটি রিপোর্ট থেকে জানা গেছে বর্তমানে অফিসিয়াল ভাবে অ্যান্ড্রয়েডে (৭.০২ ভার্সন অথবা তার উপরের ভার্সনগুলির ক্ষেত্রে) YouTube Music অ্যাপ্লিকেশনে নির্ধারণ করা হয়েছে।
YouTube Music অ্যাপ্লিকেশনের লেটেস্ট ভার্সন আপডেট করার পরেও একাধিক ডিভাইসে এর সার্চ ফিচার খোঁজা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি। কিন্তু এখন যেহেতু এটি ইউটিউব এবং গুগল -এর একটি অংশ, সেহেতু এটি YouTube Music -এ চালু হওয়ার অপেক্ষা করছে ব্যবহারকারীরা।
গানের নাম মনে না পড়লে, সেই গানটা খুঁজে পাওয়ার উপায় কি ?
আপনি যে গানটি মনে মনে গুনগুন করে করছেন কিন্তু আর মনে করতে পারছেন না তাহলে সেই গানটা সার্চ অপশনে গিয়ে খুঁজে নিতে পারবেন। YouTube Music অ্যাপের ঠিক উপরের ডান কোণের দিকে দেখতে পাবেন এই সার্চ অপশনটি। আপনি সার্চ অপশনে ক্লিক করেও গান খুঁজতে পারবেন আবার তার পাশেই মাইক্রোফোন সাইনের অপশন আছে সেখান থেকেও গান সার্চ করে নিতে পারবেন এবং এর পাশে রয়েছে ঢেউয়ের মতো আর একটি নতুন অপশন।
এই নতুন অপশনটাই ক্লিক করলে, একটি নতুন পেজ খুলে যাবে। সেই পেজের উপর দিকে লেখা থাকবে প্লে, সিঙ্গ অথবা হাম আ সঙ্গ-এর মতো কয়েকটি শব্দ। স্ক্রিনের ঠিক নিচের দিকে থাকবে ঢেউয়ের মতো এই নতুন অপশনটি।
YouTube Music -এ এখনো এই অপশনটি ব্যবহার করা যায়নি। তবে YouTube এবং Google অ্যাপ থেকে জানা গেছে যে, বেশিরভাগ ক্ষেত্রে সঠিক গান খুঁজতে গেলে AI অ্যালগরিদম -এর প্রয়োজন হয়।
YouTube Music -এ আপনি যে গানটি খুঁজতে চাইছেন, অ্যাপটি যদি সেই গানটি খুঁজে দিতে পারে, তাহলে আপনার সামনে একটি ফুল পেজ রেজাল্ট দেখা যাবে। এর মধ্যে অন্যতম হল কভার আর্ট, গান, নাম, শিল্পী, অ্যালবাম, সাল এবং অফলাইনে বা প্লেলিস্টে সংরক্ষণ করার জন্য আইকন।
আপনাদের জন্য আরো
2.কৃত্রিম হার্ট তৈরি করছে IIT কানপুর, ছাগলের বুকে লাগিয়ে পরীক্ষা করা হবে, বাজারে কবে ? দাম কত ?
3.Google Chrome ব্যবহার করেন ? সতর্ক হোন তাড়াতাড়ি, সাবধান করল কেন্দ্রীয় সংস্থা
4.Free Recharge-এর লোভ দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর নাম করে ! সাবধান ফাঁদে পা দিলেই নিমিষে অ্যাকাউন্ট ফাঁকা