কিছু দিন আগেই আমরা জেনেছি Redmi A1+ ফোনটির স্পেসিফিকেশন। অবশেষে ভারতেও চলে এলো Xiaomi Redmi A1+ ফোনটি entry-level বাজেট এর সাথে। এই phone টি অন্যান্য বাজেট phone এর তুলনায় অত্যান্ত সুন্দর।
সম্পূর্ণ ভাবে Redmi A1+ phone টি কিন্তু কোনো নতুন phone নয়। redmi A1+ phone টির সাথে রয়েছে Rear- mounted fingerprint scanner টিও এর সাথেই রয়েছে 3GB RAM option টিও। Redmi A1+ ফোনটিতে রয়েছে 2GB RAM ও 32GB storage। ভারতে ফনেটির দাম রয়েছে 6,299 টাকা।
Redmi A1+ফোনটি Mediatek Helio A22 processor এবং android 12 গো মিইউআই 12 এর দ্বারা চলবে। 6.52 inch HD+Display Phone ,Redmi A1+ফোনটিতে রয়েছে 5 Megapixel selfie camera। phone এর back panel এ রয়েছে leather texture finishing , এটির মধ্যে 8Mp Megapixel ক্যামেরা এবং secondary QVGA ক্যামেরা এর dual camera টিও রয়েছে।
Entry level- এর বাজেট হিসাবে এই phone টির সাথে রয়েছে 3.5mm headphone এছাড়াও Redmi A1+ ফোনটির সাথে রয়েছে 512GB পর্যন্ত memory card এর সুবিধা। Redmi A1+ ফোনটিতে রয়েছে 5000 মিলিএম্প battery , এরই সাথে রয়েছে 10 ওয়ার্ড এর charger।
গত মাসেই Redmi A1+ ফোনটি ভারতে লঞ্চ করা হয়। ফোনটিতে থাকছে 2GB RAM ও 32GB storage, এবং 3GB RAM ও 32GB storage ভ্যারিয়েন্ট।
Redmi A1+এর দাম
- 2GB RAM এবং 32GB storage মডেলটির দাম : 7,499 টাকা।
- 3GB RAM এবং 32GB storage মডেলটির দাম: 8,499 টাকা।
তবে ভারতে দীপাবলি ফেস্টিভ্যাল ধামাকার অফার হিসাবে Redmi A1+ ফোনটির উভয় মডেল এর ওপর 500 টাকার ডিসকাউন্ট রয়েছে। Black, blue, light green, এই কয়েক টি color এ পাওয়া যাবে Redmi A1+ ফোনটি। যেহেতু Redmi A1+ Xiaomi entry-level এর বাজেট ফোন, তাই দেশে ফোনটির চাহিদার কথা ভেবে আশা করা যায় ফোনটিকে দেশের market এ নিয়ে আসতে পারে Xiaomi।
আপনার জন্য আরো
1. iqoo neo 7 ভারতে লঞ্চ হতে চলেছে
2.পুরাতন বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার আগে কি কি করা উচিত ?