Xiaomi প্রত্যেক বছরই T-Series এর নতুন ফিচার বিশিষ্ট স্মার্টফোন নিয়ে আসে। যেমন Xiaomi আগের বছর 11T এবং তার আগের বছর mi 10T লাইন আপ এর ফোন দুটি লঞ্চ করেছিল।
Xiaomi T-Series এর স্পেসিফিকেশন এবং রেন্ডার নিয়ে WinFuture নামের এক জার্মান ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে, যেখানে Xiaomi 12t Pro এবং Xiaomi 12t এই দুটি স্মার্টফোনের কথা বলা হয়েছে। সোনা যাচ্ছে যে এই ফোন দুটিতে মেটাল ফ্রেমের বদলে রয়েছে প্লাষ্টিক ফ্রেম। আর ফোন দুটির ক্যামেরার ডিজাইনও প্রায় একই রকমের থাকবে। কিন্তু এই স্মার্টফোন দুটির সব থেকে বড় পার্থক্য থাকবে এর ক্যামেরার স্পেসিফিকেশনে।
এছাড়া এই স্মার্টফোন দুটির সমস্ত ফিচার প্রায় একই রকমের থাকবে। এই ফোন দুটির মধ্যে রয়েছে 6.67inch 120 Hz Amoled ডিসপ্লে, 20MP সেলফি ক্যামেরা এবং 120 ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট। এই 120 ওয়াট এর ফার্স্ট চার্জারটি ফোনের বক্সের মধ্যেই থাকবে।
এই স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন গুলি সম্পর্কে জেনে নিন
Xiaomi 12t Pro
Xiaomi 12t Pro এই ফোনটি হল প্রিমিয়াম সেগমেন্টের একটি অ্যান্ড্রয়েড ফোন। এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন 8+Gen প্রসেসর থাকবে যা যেকোনো ইউজারের পক্ষে অনেক বেশি শক্তিশালী। জানা গেছে যে Xiaomi 12t Pro ফোনটিতে 12GB RAM এবং 256GB স্টোরেজ থাকবে। তবে কিছু কিছু মার্কেটে এই ফোনটি 8GB RAM ভ্যারিয়েন্টেও পাওয়া যেতে পারে।
এই Xiaomi 12t Pro ফোনটির সেরা এট্ট্রাকশন হবে এর 200MP মেইন ক্যামেরা। এই ফোনটি OIS থাকবে কিনা এখনো জানানো হয়নি WinFuture এর তথ্যে। তবে অনুমান করা যায় যে ফ্ল্যাগশিপ ফোন হিসাবে এই ফিচারটি থাকবে। এছাড়াও 200MP মেইন ক্যামেরার পাশাপাশি এই ফোনটিতে থাকছে 8MP আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো সেন্সর। এই ফোনটির সম্ভাব্য রেঞ্চ 66,999 টাকা বিবেচনা করলে, এই স্মার্টফোনটি থেকে ফ্ল্যাগশিপ লেভেলের ফোটোগ্রাফি আশা করাই যেতে পারে।
Xiaomi 12t
Xiaomi 12t স্মার্টফোনটি একটি ভালো ডিভাইস হলেও Xiaomi 12t Pro এর থেকে এর বেশ কিছু ফিচার আলাদা রয়েছে। যেমন এই ফোনটিতে লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসরের বদলে থাকছে মিড-রেঞ্চ মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 প্রসেসর। এই চিপসেট স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর মতো শক্তিশালী না হলেও এটি বেশ ভালো মানের পারফরম্যান্স প্রদান করবে। এছাড়াও এই দুটি স্মার্টফোনের মধ্যে আরেকটি পার্থক্য হল এর ক্যামেরা। Xiaomi 12t Pro ফোনটিতে রয়েছে 200MP ক্যামেরা আর Xiaomi 12t তে রয়েছে 108MP ক্যামেরা। এছাড়া থাকছে 8MP আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। Xiaomi 12t স্মার্টফোনটিতে রয়েছে 8GB RAM ও 128GB – 256GB স্টোরেজ। এই স্মার্টফোনটির দাম প্রায় 50,999 টাকা হতে পারে।
আপনার জন্য আরো
1.ভারতে আসতে চলেছে Motorola Edge 30 Fusion
2.ভারতে লঞ্চ হল Motorola Edge 30 Ultra
3.ভারতে লঞ্চ হল Asus ROG Phone 6D এবং ROG Phone 6D Ultimate
4.স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন।