Xiaomi 13 Ultra স্পেসিফিকেশন লিক জানুন বিস্তারিত

Xiaomi 13 সিরিজের হাই এন্ড স্মার্টফোন Xiaomi 13 Ultra লঞ্চ খুব কাছাকাছি চলে এসেছে বলেই মনে হয় কারণ ফোনটির যাবতীয় স্পেসিফিকেশন প্রকাশে আসতে শুরু করেছে। এই ফ্লাক্সিপ স্মার্টফোনটি কোম্পানি মে অথবা জুন মাসের দিকে লঞ্চ করতে পারে। এই ফোনটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে যেখানে ফোনটির যাবতীয় স্পেসিফিকেশন সম্পর্কে একটু আভাস পাওয়া যায়। তো আসুন জেনে নেওয়া যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত

জানা যাচ্ছে যে Xiaomi 13 Ultra স্মার্টফোনটি Xiaomi 13 Pro উপরের ভেরিয়েন্ট হবে। স্মার্টফোনটি তে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8Gen 2 প্রসেসর। এখন একটা টিপস স্টার এই ফোনটির স্পেসিফিকেশন তার টুইটার একাউন্টে প্রকাশ করেছে। পরিচিত টিপস স্টার Yogesh Brar তার একটি টুইটার পোস্টে ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ করেছে। পোস্টটিতে রয়েছে Xiaomi 13 Ultra স্মার্টফোনটিতে  12GB থেকে 16GB পর্যন্ত RAM থাকতে পারে। যদিও এখানে RAM এবং স্টোরেজ টাইপ কি হবে সেটা জানানো হয়নি। কিন্তু যেহেতু এটি একটি হাই এনডের স্মার্টফোন সেহেতু এই স্মার্টফোনটিতে LPDDR5X RAM দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইন্টারনাল স্টোরেজ হিসাবে 256GB UFS 4.0 স্টোরেজ দেয়া হতে পারে।

পোস্টটিতে ফোনটির ব্যাটারি সম্পর্কেও জানানো হয়েছে যে 4900mAh ব্যাটারি থাকতে পারে। সঙ্গে একটি 90W এর ওয়্যার্ড ফার্স্ট চার্জার দেওয়া হতে পারে। একই সঙ্গে ফোনটি 50W ওয়ারলেস চার্জিং সাপোর্ট করবে বলে জানা যাচ্ছে। অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে এটি অ্যান্ড্রয়েড 13 বেসড MIUI 14 সঙ্গে আসতে পারে। এই সিরিজের ফোনগুলিতে কোম্পানি Leica ক্যামেরা ব্যবহার করেছে অর্থাৎ এই ফোনটিতেও এই ক্যামেরা দেখা যেতে পারে। টিপস স্টারের কথা অনুযায়ী এই স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকতে পারে। স্মার্টফোনটিতে কোআড কোর সেটাপ দেখা যেতে পারে। সেকেন্ডারি সেন্সর হিসাবে একটি পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের দুটি সাপোর্টটিভ ক্যামেরা হ্যান্ডসেটটিতে থাকবে বলে জানা যাচ্ছে।

সেলফি এবং ভিডিও কলিং এর জন্য স্মার্ট ফোনটিতে ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর দেখা যেতে পারে। ফোনটিতে একটি 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে  দেয়া হবে বলে জানা যাচ্ছে। কোনটিতে 120Hz রিফ্রেসরেট ডিসপ্লে থাকতে পারে। যদিও কোম্পানি এই স্মার্টফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কোনো রকম সংকেত দেয়নি। কিন্তু এটা অনুমান করা যায় যে আগামী দু এক সপ্তাহের মধ্যেই স্মার্টফোনটি মার্কেটে আসতে চলেছে।

আপনার জন্য আরো

1.5000mAh এর ব্যাটারি এবং 8MP ক্যামেরার সাথে 7th এপ্রিল লঞ্চ হতে চলেছে Poco C51

2.মাত্র ১০ হাজার টাকার মধ্যে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির সাথে পাওয়া যাচ্ছে Redmi 12C

3.ভারতে লঞ্চ হল রেডমি-র নতুন ফোন Redmi Note 12 5G

4.40000 হাজার টাকার মধ্যে 5 টি সেরা স্মার্টফোন

Leave a Comment