Xiaomi 13 Lite 128GB ভেরিয়েন্টটি লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গেলো প্রাইস

চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi আগামী MWC ইভেন্টে বেশ কিছু নতুন ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এতে রয়েছে Xiaomi 13, Xiaomi 13 Pro এবং Xiaomi 13 Lite। সম্প্রতি ফাঁস হওয়া একটি আনবক্সিং ভিডিও থেকে জানা গেছে যে Xiaomi 13 Lite স্মার্টফোনটি Xiaomi CIVI 2-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে। টিপ্সটার Roland Quandt
Xiaomi 13 Lite ফোনটির স্টার্টিং প্রাইসের কথা জানিয়েছে। তিনি বলেছেন যে এর 128GB স্টোরেজ বেস সহ মডেলটির দাম হবে 499 ইউরো। আরেকটি অন্য ফাঁস থেকে জানা গেছে যে এই স্মার্টফোনটির 256FB মডেলটির প্রাইস হবে 549 ইউরো। এতে 12GB RAM রয়েছে। এই কারণে, এই স্মার্টফোনের বেস মডেলে 8GB RAM থাকতে পারে।

Xiaomi 13 Lite স্মার্টফোনটির স্পেসিফিকেশন

এই স্মার্টফোনটিতে Xiaomi CIVI 2 এর মতো স্পেসিফিকেশন থাকতে পারে। ফোনটিতে 6.55 ইঞ্চি AMOLED স্ক্রীন এবং Full HD+ রেজোলিউশন সহ 120Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লেতে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি কাটআউট থাকবে। এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর দেওয়া যেতে পারে। এর ব্যাটারি 4,500mAh হতে পারে যা 67W ফাস্ট বায়ার্ড চার্জিং সাপোর্ট করতে পারে। Xiaomi 13 Lite এর ফ্রন্ট ক্যামেরা সিস্টেমে ডুয়াল 32 মেগাপিক্সেল এর সেন্সর থাকতে পারে। এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া থাকতে পারে। এছাড়াও এতে একটি 50-মেগাপিক্সেল এর Sony IMX766 প্রাইমারি সেন্সর, একটি 20-মেগাপিক্সেল এর Sony IMX376K আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে।

ভারতীয় স্মার্টফোন মার্কেটে অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত শিপমেন্টে 27 শতাংশের বেশি হ্রাস সত্ত্বেও Xiaomi বাজারে এক নম্বর স্থানে রয়েছে। এই সময়ের মধ্যে স্মার্টফোনের শিপমেন্ট 2.96 কোটিতে কমেছে। আগের বছরের একই সময়ে তা ছিল ৪.০৬ কোটি। Xiaomi বার্ষিক ভিত্তিতে এবং ডিসেম্বরের বাজারে প্রথম অবস্থান অর্জন করেছে। তবে বছরভিত্তিক ভিত্তিতে কোম্পানির চালানে বড় ধরনের পতন হয়েছে। Xiaomi এর বাজার শেয়ার ডিসেম্বর মাসের দিকে 18.6 শতাংশ এবং বার্ষিক ভিত্তিতে 21 শতাংশে দাঁড়িয়েছে ৷ Xiaomi এর শিপমেন্ট অক্টোবর-ডিসেম্বর মাসে 38.3 শতাংশ এবং বছরে প্রায় 25 শতাংশ কমেছে৷

আপনার জন্য আরো

1.রঙ পরিবর্তনকারী Vivo Y100 5G ফোন 8GB RAM, 4500mAh ব্যাটারি, 900 Dimensity সহ লঞ্চ হল ভারতে

2.Realme GT Neo 5 মাত্র 80 সেকেন্ডে 20% চার্জ, 16GB RAM, Snapdragon 8+ Gen সহ লঞ্চ হলো

3.খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Lava Blaze 5G এর 6GB RAM ভেরিয়েন্টটি

4.5000mAh এর ব্যাটারির সাথে Tecno কোম্পানির আরেকটি ফোন Pop 7 Pro খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে

Leave a Comment