ওয়াইফাই ও হটস্পট ফোনে আছে দু’টোই, বলুন তো এদের মধ্যে পার্থক্য কি ? ৯৯% ভুল উত্তর দিয়েছেন

ওয়াইফাই এবং হটস্পট দুটোই আলাদা আলাদা তার ছাড়াই ইন্টারনেট কানেকশন করা যায়। কিন্তু দুটো ইন্টারনেটের আলাদা পদ্ধতি। অনেক মানুষই এই ওয়াইফাই এবং হটস্পটের মধ্যে পার্থক্য কী বুঝতে পারেন না। কিন্তু ডিজিটাল যুগে এটা জানা অত্যন্ত জরুরি।

ওয়াইফাই: ওয়াইফাই হল লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের জন্য বেতার যোগাযোগ প্রযুক্তির একটা রূপ। এর সংযোগ স্থাপনের জন্য 2.4 GHz এর রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ডের অধীনে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহার করা হয়। হটস্পট তৈরি করতে ওয়্যারলেস ডিভাইস ব্যবহার করে ওয়াইফাই আনা হয়।

ডিভাইসে যদি ওয়াইফাই চালু করা না থাকে তাহলে ব্যবহারকারী হটস্পট কানেক্ট করতে পারবেন না। ওয়াইফাই সম্পূর্ণ নিরাপদ কানেকশন। ওয়াইফাই একসাথে অনেকগুলো কাজ করতে পারে। সাধারণত কম্পিউটার, প্রিন্টার, গেম কনসোল ইত্যাদি কানেকশন করতে ওয়াইফাই ব্যবহার করা হয়।

হটস্পট: ওয়াইফাই-এর সাহায্যে হটস্পট তৈরি করা হয়। এই সিস্টেম তার সীমার মধ্যে থাকা সমস্ত ডিভাইসে ওয়াইফাই-এর মাধ্যমে ওয়্যারলেন্স ইন্টারনেট ব্যবহার করতে পারেন ব্যবহারকারী। একটা অ্যাক্সেস পয়েন্ট ডিভাইস একটাই হটস্পট তৈরি করতে পারে।

মূল পার্থক্য: ওয়াইফাই সিস্টেম ইন্টারনেট পরিষেবা গ্রহণ করে। আর হটস্পট ইন্টারনেট পরিষেবা দেয়।

এক কথায় বলা যায় এই দুটি একে ওপরের পরিপূরক। ওয়াইফাই ছাড়া হটস্পট অসম্ভব। ওয়াইফাই একাধিক ডিভাইসে হটস্পট নেটওয়ার্ক পরিষেবা দিয়ে থাকে।

ওয়াইফাই তৈরি করার জন্য অ্যাক্সেস পয়েন্ট এবং ওয়্যারলেস ডিভাইস প্রয়োজন। অন্য দিকে, হটস্পট তৈরি করার জন্য প্রয়োজন অ্যাক্সেস পয়েন্ট ডিভাইসের সঙ্গে সংযুক্ত রাউটার।

ওয়াইফাইতে ইন্টারনেটের স্পিড অনেক বেশি হয়ে থাকে। আবার এদিকে হটস্পটে ইন্টারনেটের স্পিড অনেকটা কম।

নির্দিষ্ট ইন্টারনেট প্রদানকারী সংস্থা ওয়াইফাই পরিষেবা দেয়। হটস্পট পরিষেবা দেয় মূলত ফোন বা সেলুলার সংস্থাগুলিতে।

ওয়াইফাই একটি নিরাপদ কানেকশন। হটস্পট যে-কোনও জায়গায় ব্যবহার করা যায়। ফলে ব্যক্তিগত ওয়াইফাই সিস্টেমের তুলনায় কম নিরাপদ।

ওয়াইফাই যোগাযোগের জন্য 2.4 GHz রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ডের অধীনে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহার করা হয়। অন্য দিকে, হটস্পট ইন্টারনেট শেয়ারিং একটি অ্যাক্সেস পয়েন্টে বিভিন্ন ডিভাইসকে সংযুক্ত করতে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে।

আপনাদের জন্য আরো

1.‘বিগ বিলিয়ন ডে’ সেল এবার কবে থেকে ? তারিখ জানা গেল ! পুজোর আগে বাম্পার ছাড়

2.BSNL খুব তাড়াতাড়ি দেশজুড়ে 4G পরিষেবা শুরু করবে ! কবে আসবে 5G ?

3.আধার-এর মেয়াদ ১০ বছর পেরিয়েছে ? জেনে নিন বিনা খরচে আপডেটের পদ্ধতি

4.Jio বিনামূল্যে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ দেবে ! পাওয়া যাবে বাড়তি সুবিধাও

Leave a Comment