এখনকার দিনে বৃষ্টির ঠিক নেই যখন তখন শুরু হয়ে যায়, আর সেই সঙ্গে বজ্রপাতও হয়ে থাকে। একটা জিনিস জানেন কি ? একটি সাধারণ বজ্রপাতের ফ্ল্যাশ প্রায় 300 মিলিয়ন ভোল্ট তৈরী করে এবং প্রায় 30,000 এম্পিয়ার-এর বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। যেখানে আমাদের সাধারণ বাড়িতে 220 ভোল্ট-এর বিদ্যুৎ ব্যবহার করে থাকি।
বজ্রপাতের সময় বাইরে বিভিন্ন ধরণের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ঠিক তেমনি বজ্রপাতের সময় ঘরে থাকা ইলেকট্রিক ডিভাইসেরও ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে। আবার খারাপও হয়ে যেতে পারে ঘরে থাকা যন্ত্রপাতি। যখন বজ্রপাত হয় তখন বাড়িতে থাকা টিভি, ফ্রিজের প্লাগ খুলে রাখা উচতি। কিন্তু বজ্রপাতের সময় মোবাইল-ল্যাপটপ কি করতে হয় জানেন ?
যখন বজ্রপাত হয় তখন শুধু ঘরে থাকলেই হয় না। যেসব ইলেকট্রনিক ডিভাইস প্লাগ ইন করা থাকে তাদের থেকেও দূরে থাকতে হয়। বৈজ্ঞানিকরা বলেছেন, দেওয়ালে প্লাগ ইন যেকোনো ইলেকট্রনিক জিনিস বজ্রপাতের সময় বিপদ জনক হয়ে থাকে, কারণ এগুলো বাইরের তারের সাথে যুক্ত করা থাকে। বজ্রপাতের সময় যদি মোবাইল বা ল্যাপটপ প্লাগ ইন করা থাকে বা চার্জে বসানো থাকে তাহলে সেটাও বিপদের সমান।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জনক জন জেনসেনিয়াস বলছেন, বজ্রপাত হওয়ার সময় বাড়ির বাইরে নয়, বাড়ির ভেতরে থাকতে হবে। এই সময় ইলেকট্রনিক ডিভাইস গুলোকে প্লাগ ইন করে না রাখায় ভালো। বজ্রপাত শেষ হলে আরও 30 মিনিট বাড়িতে থাকতে হবে।
মোবাইল ফোন ব্যাবহারকারীরা মনে করেন, বজ্রপাত মোবাইল ফোনকে আকর্ষণ করে। কিন্তু এটি একেবারে ভুল ধারণা। বজ্রপাত নিরাপত্তা বৈজ্ঞানিকরা বলেছেন, বজ্রপাত কখনোই মোবাইল ফোনকে আকর্ষণ করে না, তবে এটা ঠিক যে মোবাইল ফোনে বাজ পড়লে পুড়ে যাওয়ার বা গোলে যাওয়ার সম্ভবনা থাকে। আর এখান থেকে তৈরি হয়েছে ভুল ধারণাটি।
বৈজ্ঞানিকরা বলেছেন, বজ্রপাতকে কোনো জিনিস বা কোনো কিছুই আকর্ষণ করতে পারে না। কিন্তু যেসব বস্তু তারের সাথে যুক্ত থাকে তার মধ্যে দিয়ে বজ্রপাত প্রবাহিত হয়ে থাকে। তাই বজ্রপাতের সাথে মোবাইলের কোনো সম্পর্ক নেই। বজ্রপাতের সময় ফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস বা ইলেকট্রিক জিনিসপত্র চেষ্টা করতে হবে ঘরের ভেতরে রাখার। আবার এটার দিকেও খেয়াল রাখতে হবে কোনো ডিভাইস বা ইলেকট্রনিক কোনো কিছু যেন জানালার ধারে না থাকে।
আপনাদের জন্য আরো
1.SPAM call ও মেসেজ থেকে এবার পাবেন মুক্তি, হতে চলেছে বড় পরিবর্তন
2.ফোনের ব্যাটারি গরমে ফেটে যেতে পারে, ব্যাটারি বাঁচাতে কি করবেন ! জেনে নিন কিছু টিপস
3.CCTV বাড়িতে লাগাতে চাইছেন, তাহলে জেনে রাখুন ৪ টি জিনিস ! না হলে ঘটতে পারে বিপদ
4.Instagram Password ভুলে গেলেও সহজেই ফিরে পাবেন ! জেনে নিন কিছু টিপস