সকলের কাছে এই মেসেঞ্জিং অ্যাপ হোয়াটসঅ্যাপ খুবই জনকপ্রিয়। কিছুদিন আগেই এই হোয়াটসঅ্যাপ মেটা AI অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে। মেটা AI-এর কাছে যেকোনো বিষয়ে প্রশ্ন করলে মুহূর্তেই উত্তর পাওয়া যাচ্ছে। জানেন কি হোয়াটসঅ্যাপ এই চ্যাটবটে এবার আরও আকর্ষণীয় ফিচার যোগ করতে চলেছে।
বর্তমান সময়ে আট থেকে আশি কমবেশি সকলেই হোয়াটসঅ্যাপে সড়গড়। রাতদিন এই মেসেঞ্জিং অ্যাপে ব্যস্ত থাকেন সকলে। এই কারণের জন্যই হোয়াটসঅ্যাপ সবসময় চেষ্টা করে ব্যবহারকারীদের জন্য নতুন নতুন আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ যেমন মেটা AI চ্যাটবট ফিচার নিয়ে এসেছে। কিন্তু এবার সেই অভিজ্ঞতায় বড় বদল আসতে চলেছে। এবার মেটা AI-এর সঙ্গে ব্যবহারকারীরা ভয়েস চ্যাটও করতে পারবে। এখন এটা নিয়েই পরীক্ষা নিরীক্ষা চলছে। এর আগে চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও অন্যান্য চ্যাটবটের ক্ষেত্রে এই ভয়েস চ্যাট চালু থাকলেও হোয়াটসঅ্যাপে তা চালু ছিল না।ওয়েবিটাইনফোর সূত্রের দাবি, ব্যবহারকারীদের কোনও সমস্যা হলে সেই মোড থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। যখন তখন চ্যাট ছেড়েও আসতে পারবেন ও টেক্সট মোডেও কথা বলতে পারবেন।
এদিকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে। হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে অগমেন্টেড রিয়ালিটি তথা AI ফিল্টার। এই ফিল্টারটা ব্যবহারকারীরা স্ন্যাপচ্যাটের ফিল্টারের মতোই ব্যবহার করতে পারবে। ভিডিও কল চলাকালীন ব্যবহারকারীরা নিজেদের মুখে AI ফিল্টার লাগাতে পারবে। নানা ধরনের এফেক্টসও বেছে নেওয়ার সুযোগ পাবে। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো বৈশিষ্ট্য থাকবে। শুধুমাত্র নিজের মুখেই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করার সুবিধা থাকবে। ব্যাকগ্রাউন্ড এডিটিং টুল ব্যবহার করে ব্যবহারকারীরা তাঁদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন।
আবার ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনও রয়েছে।
আপনাদের জন্য আরো
1.WhatsApp স্টেটাসেও আসছে এবার রি-শেয়ার অপশন ! ব্যাপারটা আসলে কি ?
2.WhatsApp বন্ধ করতে চলেছে ভারতে পরিষেবা ! কি জানাল সংস্থা ?
3.হোয়াটসঅ্যাপ-এ ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ফাইল ! আসছে নতুন ফিচার