কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ সংসদে বাজেট পেশ করেছেন। অর্থমন্ত্রী তাঁর একাধিক বড় ঘোষণা করেছেন কর্মসংস্থান ও দেশের উন্নয়ন নিয়ে। এরসঙ্গে আর অনেক ঘোষণা করেছেন তিনি, যা জনগণের জন্য দারুন স্বস্তি এনে দিয়েছে।
সংসদে বাজেট স্পিচে সোনা-রূপোর দাম কমানোর একটি বড় ঘোষণা করেছেন। এছাড়াও, দাম কমতে চলেছে মোবাইল ফোন এবং চার্জারের। সরকার মোবাইল ফোন এবং চার্জারের উপর খাজনা ২০% থেকে কমিয়ে করেছে ১৫%। এর মানে হল, এখন আপনি যদি কোনো ফোন কেনেন, তাহলে আপনাকে ৫% টাকা কম দিতে হবে।
এবার অনেকের মনেই প্রশ্ন যে, এখন যদি ২০ হাজার টাকার ফোন কেনা হয় তাহলে আগের থেকে কত টাকা কম দিতে হবে ?
২০ হাজার টাকার ২০% হিসাবে হয় ৪০০০ টাকা খাজনা। তাহলে ৪০০০ টাকা কাস্টম শুল্ক চার্জ করার পর ফোনের দাম হয়ে যায় ২৪০০০ টাকা, যে টাকা আপনাকে আগে দিতে হত।
উদহারণ স্বরূপ বলা যায়, যে ফোনের জন্য আগে আপনাকে ২৪০০০ টাকা খরচ করতে হত, এখন আপনাকে খরচ করতে হবে ২৪০০০ টাকা। এরফলে আপনার ১০০০ টাকা বাঁচতে পারে।
এবার বলা যাক চার্জারের কথা। আগে চার্জারে ২০% কাস্টম শুল্ক থাকলে ১০০০ টাকার চার্জারে দিতে হত ২০০ টাকা। ফলে চার্জারের দাম হয়ে যেত ১২০০ টাকা।
এখন খাজনা কমানোর পর, কোনো চার্জারের দাম যদি ১২০০ টাকা হয় তাহলে এখন আপনি ওই একই চার্জার পেয়ে যাবেন ১১৫০ টাকায়।
অর্থাৎ, ২০০০০ টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি ফোন কেনে তাহলে এবার থেকে প্রায় ১০০০ টাকা সাশ্রয় করতে পারবেন। এই একই সুবিধা পেয়ে যাবেন চার্জার কেনার ক্ষেত্রেও।
আপনাদের জন্য আরো
1.Phone-এর ব্যাটারি গরমে ফেটে যেতে পারে, বিপদ এড়াতে ৫টি বিষয়ে সাবধান থাকুন
2.Mobile রিচার্জের খরচ বৃদ্ধিতে দুঃশ্চিন্তায় গ্রাহকরা, হস্তক্ষেপ করবে কেন্দ্র ? কি বললো TRAI
3.BSNL এখন ‘সস্তা’ ! Jio, Vodafone, Airtel বাড়িয়েছে প্ল্যান খরচ, গ্রাহকরা আগ্রহী বিএসএনএলে
4.সিম সোয়াইপ স্ক্যাম থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন ! জেনে নিন