PIN-এর ফুল ফর্ম কি বলুন তো ? অধিকাংশ মানুষ ভুল উত্তর দিয়েছেন ! আপনি ঠিকটা জানেন ?

বর্তমান সময় অনেক আধুনিক হয়ে উঠেছে। কিন্তু আমাদের জানার কোনও শেষ নেই। আমাদের জানার পরিধির বাইরেও, আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য। যা শুনলে আমরা অবাক হয়ে যায়। এমনটাও যে হতে পারে তা ভাবায় যায় না। উত্তরটা জানার পর আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।

আজকাল অনেক পরীক্ষাতে দেখা যায় MCQ আসে। আর এই পরীক্ষায় পাস করার জন্য এসব জানা অত্যন্ত দরকার।

আবার অনেক সময় হয় কি, উত্তরটা আমাদের জানায় থাকে। শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।

আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল অধিকাংশ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।

আমরা সবাই জানি যে, যেকোনো ধরণের পরীক্ষাতে বা বিশেষ করে চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনও পরীক্ষাতে জেনারেল নলেজ থাকবেই থাকবে।

জেনালের নলেজের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা দরকার। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।

এরকম প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়েছেন অনেকেই। কিন্তু জানেন কি একটু বুদ্ধি খরচ করলেই এর উত্তর দেওয়া সম্ভব।

ATM এখন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। টাকা তুলতে গেলে আমাদের PIN তো দিতেই হবে। তবে PIN-এর Full Form অনেকেই জানেন না।

তাহলে জেনে রাখুন PIN -এর Full Form হল Personal Identification Number।

আপনাদের জন্য আরো

1.আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল-এ অর্ধেকের কম দামে পুজোতে বাড়িতে নিয়ে আসতে পারবেন নতুন টিভি, ফ্রিজ ! পাওয়া যাচ্ছে বিপুল ছাড়

2.‘দিওয়ালি সেল’-এ দুর্দান্ত অফার Mi-এর, ৭০% ছাড়ে পাবেন হোম অ্যাপ্লায়েন্স ! কবে থেকে শুরু ?

3.Jio-র বিনামূল্যে এক বছরের রিচার্জ ! এই সুযোগ পেতে পারেন আপনিও

4.Flipkart দেবে পুজোর মুখে অভাবনীয় অফার ! এত কম দামে আইফোন

Leave a Comment