বর্তমানে আপনি যদি জমির খাজনা দিতে চান তাহলে আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে। আগে অফলাইনে খাজনা পেমেন্টের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বন্ধ। আপনি অনলাইনে নিজে অথবা নিকটবর্তী কোন সাইবার ক্যাফেতে গিয়ে খুব সহজেই আপনার জমির খাজনা পেমেন্ট করতে পারবেন।
পশ্চিমবঙ্গ সরকার banglarbhumi.gov.in ওয়েবসাইটটি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের যাবতীয় কাজের জন্য তৈরি করেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই খাজনা পেমেন্ট করতে পারবেন।
খাজনা পেমেন্ট করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
- আপনি যদি আগে অনলাইন বা অফলাইন খাজনা পেমেন্ট করে থাকেন তার রিসিপ্ট কপি।
- ফোন নাম্বার
- ইমেইল আইডি
- যে জমির খাজনা দিবেন তার পর্চা
অনলাইন জমির খাজনা পেমেন্ট করার পদ্ধতি
1.প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন তারপর বাংলার ভূমি ওয়েবসাইটে banglarbhumi.gov.in যান।
2. তারপর আপনার সামনে একটি ওয়েবসাইট খুলে যাবে সেখান থেকে Sign up অপশনটিতে ক্লিক করুন।
3. তারপর আপনার মোবাইল নম্বর এবং নাম দিয়ে প্রথমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে।
4. এরপর Sign in অপশনটিতে ক্লিক করুন এবং আপনার ইউজার আইডি, পাসওয়ার্ডটি এবং ক্যাপচা কোড এন্টার করে লগইন করুন।
5. তারপর Cityzen Service বলে যে অপশনটি আছে তার ওপর ক্লিক করুন।
6. এরপর Online Application অপশনটিতে ক্লিক করুন দেখবেন তার মধ্যে অনেকগুলি অপশন দেখাচ্ছে।
7. সেখান থেকে Land Revenue(khajna) Application অপশনটিতে ক্লিক করুন।
8. এরপর দেখবেন আপনার সামনে একটি ফর্ম খুলে যাচ্ছে সেখানে আপনার ডিসট্রিক্ট, ব্লক এবং মৌজা সিলেক্ট করুন তারপর অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করুন।
9. তারপর আপনার নাম ,আপনার বাবার নাম এবং ঠিকানা টাইপ করুন।
10. এরপর আপনার মোবাইল নাম্বারটি টাইপ করুন এবং আপনার মোবাইলে যে OTP আসবে সেটি মোবাইল ওটিপি বক্সটিতে লিখে দিন। একইভাবে আপনার ইমেইল আইডিটি টাইপ করুন এবং যে ওটিপি আসবে সেটি ইমেইল ওটিপি বক্সে লিখে দিন।
11. তারপর আপনার জেন্ডার এবং কাস্ট সিলেক্ট করুন।
12. এরপর রেভিনিউ ডিপজিশন সেকশনে রিলেশনশিপ বলে যে অপশনটি থাকবে সেখান থেকে যার নামে খাজনা কাটতে চাইছেন সেটি সিলেক্ট করুন। আপনার নিজের নামে হলে Self অপশনটি সিলেক্ট করবেন।
13. তারপর পর্চা থেকে দেখে আপনার খতিয়ান নম্বরটি বসাবেন এবং কিবোর্ড থেকে ট্যাব অপশনটি তে ক্লিক করবেন। তারপর আপনার সামনে কি পপ আপ আসবে সেখান থেকে আপনাকে Yes অপশনটিতে ক্লিক করতে হবে।
14. এরপর আপনার খতিয়ানে যতগুলি দাগ আছে তার সম্পূর্ণ ডিটেলস নিচে দেখাবে। আপনি যে দাগ নম্বরটির খাজনা দিতে চান সেটি সিলেক্ট করুন।
15. তারপর Use of Land অপশন থেকে আপনার জমিটি যে কাজে ব্যবহার করা হয় সেটি সিলেক্ট করুন।
16. এরপর আপনার কাছে আন রেকর্ডেড প্রপার্টি থাকলে Yes অপশনটিতে ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে No অপশনটিতে ক্লিক করুন।
17. তারপর জমির যাবতীয় details একে একে পূরণ করতে হবে।
18. এরপর Proceed Further বাটনটিতে ক্লিক করুন। তারপর আপনার সামনে একটি কনফার্মেশন ডায়লগ বক্স আসবে। আপনার ফ্যামিলি মেম্বারের অন্য কারো যদি কোন জমি থাকে আপনি সেটাও এখান থেকে যুক্ত করতে পারেন খাজনা পেমেন্টের জন্য আর যদি না থাকে তাহলে No অপশনটিতে ক্লিক করুন।
19. তারপর লাস্ট খাজনা দেওয়ার বাংলা সালটি আপনাকে লিখতে হবে। খাজনা রশিদে খাজনার নম্বর এবং তারিক দেওয়া থাকে সেটা ফর্মে লিখতে হবে।
20. এরপর খাজনার রশিদটি স্ক্যান করে আপলোড করতে হবে। স্ক্যান ডকুমেন্টটি পিডিএফ আকারে আপলোড করতে হবে এবং সর্বোচ্চ সাইজ 2mb মধ্যে হতে হবে।
21. তারপর ক্যাপচাটি টাইপ করে চেকবক্সে ক্লিক করতে হবে এবং Submit অপশনটিতে ক্লিক করতে হবে।
22. এরপর এপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ ফর খাজনা বলে একটি প্রপাপ আপনাদের সামনে আসবে সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বরটি লেখা থাকবে সেটা আপনারা নোট করে রাখবেন। তারপর ok অপশনটিতে ক্লিক করবেন।
23. তারপর ফিস পেমেন্ট বলে একটি অপশন আসবে তার উপর ক্লিক করতে হবে । এরপর আপনার সামনে পেমেন্টের গেটওয়ে খুলে যাবে সেখান থেকে টাকাটা পেমেন্ট করতে হবে। সার্ভার ডাউন এর কারণে পেমেন্ট করা না গেলে অনলাইন অ্যাপ্লিকেশন অপশন থেকে Fees payment অপশন থেকেও আপনারা পেমেন্ট করতে পারেন।
24. এরপর আপনি পেমেন্ট রিসিভটি ডাউনলোড করে রেখে দেবেন। রশিদে GRN নাম্বার এবং পেমেন্ট রেফারেন্স নাম্বার দেয়া থাকবে যা আপনার খাজনা রিসিপ্ট ডাউনলোড করতে কাজে লাগবে।
25. খাজনা রিসিপ্ট ডাউনলোড করার জন্য বাংলার ভূমি ওয়েবসাইটে যেতে হবে তারপর সেখান থেকে Citizen Service এ ক্লিক করতে হবে।
26. তারপর আপনার সামনে GRN Search অপশনটি আসবে তার ওপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটি GRN চালানের পেজ খুলে যাবে।
27. এরপর Request Type অপশনে Revenue সিলেট করুন।
28. তারপর GRN নম্বরটি লিখুন এবং Application no বক্সটিতে অ্যাপ্লিকেশন নম্বর যেটি REV দিয়ে শুরু হচ্ছে সেটি লিখুন।
29. এরপর ক্যাপচা কোড টি টাইপ করুন এবং সাবমিট অপশনটিতে ক্লিক করুন। তারপর আপনি কবে পেমেন্ট করেছেন কত টাকা পেমেন্ট করেছেন সমস্ত ডিটেলস দেখাবে এরপর আপনি Continue অপশনটিতে ক্লিক করুন।
30. তারপর আপনাকে আবার Citizen Service অপশনে গিয়ে Application Receipt reprint অপশনটিতে ক্লিক করতে হবে।
31.এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে সেখানে Request Type অপশনে Revenue Receipt সিলেক্ট করুন।
32. তারপর আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি টাইপ করুন যেটা REV দিয়ে শুরু হচ্ছে ।
33. এরপর খতিয়ান নাম্বার অপশনটিতে ক্লিক করলেই আপনার খতিয়ান নম্বরটি এখানে চলে আসবে যদি সার্ভার সমস্যা থাকে তাহলে খতিয়ান নম্বরটি নাও আসতে পারে। সেক্ষেত্রে কিছুক্ষণ পরে চেষ্টা করুন।
34. তারপর ক্যাপচা কোডটি টাইপ করুন এবং সাবমিট অপশনটিতে ক্লিক করুন।
35. এরপর দেখবেন আপনার খাজানার রশিদ টি ডাউনলোড হয়ে যাবে সেটি আপনারা সেভ করে রেখে দিতে পারেন।
আপনার জন্য আরো
1.অনলাইনে বার্থ সার্টিফিকেট কীভাবে সংশোধন করবেন ?
2.নাম ধরে জন্ম সার্টিফিকেট কীভাবে সন্ধান করবেন ?