ইউটিউব ছাড়া আমাদের একদিনও চলে না, জানেন কি ইউটিউব তৈরি করেছিলেন এক বাঙালি ?

বর্তমান সময়ে আমাদের অবসর জীবনযাপনের বড় সঙ্গী হল ইউটিউব। যেকোনো ধরণের বিষয়, যেকোনো ধরণের ভিডিও বা অডিও দেখার জন্য বা শোনার জন্য আমার ইউটিউব ব্যবহার করে থাকি। আর এখন বর্তমানে ইউটিউব মানেই গুগলের একটি প্রোডাক্ট।

কিন্তু একটা কথা জানেন কি ? ইউটিউব গুগল তৈরি করেনি। বরং ইউটিউব তৈরির নেপথ্যে রয়েছেন এক বাঙালি। এই বাঙালির কালজয়ী ভাবনার কারণেই ইউটিউব এখন বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম।

সময়টা ছিল ২০০৫ সাল ভ্যালেন্টাইনস ডে-র দিন স্যাড হার্লে, স্টিভ চেন এবং জাবেদ করিম এই তিনজন মিলে ইউটিউব লঞ্চ করেছিলেন। এর মধ্যে জাবেদ করিম ছিলেন বাংলাদেশি। মইনুল করিম ছিল জাবেদের বাবার নাম। ইউটিউবের প্রতিষ্ঠাতা তিন বন্ধুই এক সময়ে কাজ করতেন অনলাইন পেমেন্ট সংস্থা পেপাল-এ।

২০০৫ সালেই ২৩ এপ্রিল প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করা হয়। প্রথম ইউটিউবে যে ভিডিওটি আপলোড করা হয়, সেটি জাবেদ করিমই করেছিলেন ‘মি অ্যাট দ্য জু’ নামে। ইউটিউবে এখনও রয়েছে এই ভিডিওটি।

তিন বন্ধু মিলে এমন একটি ভিডিও প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, যেখানে ভিডিও আপলোড করলে দেখা যাবে সারা বিশ্বে। গুগল বুঝতে পেরে ছিল ইউটিউব ভবিষ্যতে সারা বিশ্বের বিনোদনের সংজ্ঞা বদলে দেবে।

এক বছরের মধ্যেই, অর্থাৎ ২০০৬ সালে ১৪ হাজার কোটি টাকায় ইউটিউবকে কিনে নেয় গুগল। বর্তমানে জাবেদ বিভিন্ন সংস্থায় টাকা লগ্নি করেন, ইউটিউবের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই।

আপনাদের জন্য আরো

1.Amazon থেকে ফোন কিনুন ! আর পেয়ে যান, গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যালে বিরাট ছাড়

2.ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পিন করার উপায় ! আর খুঁজতে হবে না স্ক্রল করে, দেখে নিন এক নজরে

3.WhatsApp স্টেটাসেও আসছে এবার রি-শেয়ার অপশন ! ব্যাপারটা আসলে কি ?

4.WhatsApp বন্ধ করতে চলেছে ভারতে পরিষেবা ! কি জানাল সংস্থা ?

Leave a Comment