Washing Machine বর্ষাকালে খারাপ হবে এই ভুলে ! সচেতন না হলে কাপড়-স্বাস্থ্য দুইয়েরই ক্ষতি, ঘটতে পারে বিপদ

বর্তমানে প্রায় ঘরে রয়েছে ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিন-এর সাহায্যে জামাকাপড় ধোয়ার ঝামেলা এখন অনেক সহজ হয়ে গেছে। কোনও রকম খাটা-খাটনি ছাড়াই এতে জামাকাপড় খুব ভালভাবে পরিষ্কার হয় এবং অনেকটা সময়ও বাঁচে। বর্ষাকালে প্রতিটি ইলেকট্রনিক জিনিসপত্রে যেমন যত্ন নেওয়া প্রয়োজন, ঠিক তেমনই ওয়াশিং মেশিনেরও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

বর্ষাকালে ওয়াশিং মেশিনের ঠিকঠাকভাবে যত্ন না নিলে, ওয়াশিং মেশিনে ফাঙ্গাসের ছোপ ছোপ দাগ হওয়ার সম্ভবনা থাকে। বর্ষাকালে এই ফাঙ্গাসের সাথে আর একটি অবস্থাও হয়ে থাকে, যার কারণে জামাকাপড় দিয়ে গন্ধ বার হওয়া শুরু করে।

তাই বর্ষাকালে এমন কোনও ভুল করা উচিত নয়, যার কারণে ওয়াশিং মেশিনে কোনও সমস্যা দেখা দিতে পারে। যার ফলে জামাকাপড়ে গন্ধ হতে শুরু করে।

সেমি-অটোমেটিক বা অটোমেটিক ওয়াশিং মেশিন, যেটাই হোক না কেন, ওয়াশিং মেশিনে জামাকাপড় ধোয়ার পরে একটা জিনিস সকলেরই বিশেষ করে খেয়াল রাখা দরকার। বিশেষ করে বর্ষাকালের সময় এই দিকে নজর দেওয়া প্রয়োজন। তাই জামাকাপড় ধোয়ার সঙ্গে সঙ্গে কখনোই ওয়াশিং মেশিনের ঢাকনা বন্ধ করা উচিত নয়।

জামাকাপড় ধোয়ার পরে, ওয়াশিং মেশিনের মধ্যে আর্দ্রতা থাকে এর পরিমান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ওয়াশিং মেশিন ব্যবহার করার পর ঢাকনা বন্ধ করে দিলে, সেখানে ফাঙ্গাসের আক্রমণের ফলে ছোপ ছোপ দাগ সৃষ্টি হওয়ার সম্ভবনা থাকে এবং দুর্গন্ধও বের হতে থাকে। এর ফলে বর্ষাকালের সময় ওয়াশিং মেশিনে এই কাজ গুলি ভুলেও করা যাবে না।

কেউ যদি বর্ষাকালে জামাকাপড় ধোয়ার পর ওয়াশিং মেশিনের ঢাকনা বন্ধ করে দেয়, তাহলে তারপর আবার যদি কাপড় ধোয়ার জন্য মেশিনে কাপড় রাখে, তাহলে কাপড়ে দুর্গন্ধ হওয়ার সম্ভবনা থাকে। তাই কাপড় ধোয়ার পর মেশিনের ঢাকনাটা কিছুক্ষনের জন্য খোলা রেখে দিতে হবে, যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকতে পারে এবং ওয়াশিং মেশিনটি সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে।

ওয়াশিং মেশিনের ফিল্টারের দিকে বিশেষভাবে মনোযোগ দেওয়াটাও গুরুত্বপূর্ণ বিষয়। অটোমেটিক ওয়াশিং মেশিনের ভিতরে একটি ফিল্টার ইনস্টল করা আছে। যা জামাকাপড় ধোয়ার সময় সুতো এবং তুলো সংগ্রহ করে থাকে। তাই জামাকাপড় ধোয়ার আগে মনের করে ফিল্টার পরিষ্কার করে নিতে হবে। এর ফলে ওয়াশিং মেশিন অনেকদিন ধরে ভাল থাকবে এবং বর্ষাকালেও মেশিনে কোনও সমস্যা হবে না।

আপনাদের জন্য আরো

1.TF কার্ড নাকি Micro SD কার্ড ? কোনটা কেনা ভাল ? কেনার আগে জেনে নিন

2.Phone-এর ব্যাটারি গরমে ফেটে যেতে পারে, বিপদ এড়াতে ৫টি বিষয়ে সাবধান থাকুন

3.BSNL-এর চুক্তি টাটার সঙ্গে ! 4G আরও সস্তায় ?

4.WhatsApp-এ খুব তাড়াতাড়ি হতে চলেছে বড় বদল ! ভেরিফায়েড ব্যাজ নিয়ে বিরাট খবর, কারা কারা পাবেন এই সুবিধা

Leave a Comment