সিম কার্ড নতুন তুলতে চান, জেনে নিন নতুন নিয়ম ! জুলাই মাস থেকে নিয়মের কঠোরতা

TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সিম কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করেছে। আর এই নতুন নিয়ম এবছরের জুলাই মাস থেকেই সারা দেশে কার্যকরী হয়ে যাবে। এই নতুন নিয়ম করার একটাই কারণ। কারণটা হলো সাইবার ক্রাইম জালিয়াতির মতো ঘটনা গুলোকে বন্ধ করা। এই নিয়মে বলা হয়েছে যে, যদি কেউ নতুন সিম কার্ড নেয়, সেই সিম কার্ড সঙ্গে সঙ্গে পোর্ট করা যাবে না। একেই বলা হয় সিম কার্ড সোয়াপিং। সোয়াপিং মানে হলো এর মাধ্যমে সিম কার্ড তোলা যায়। সিম কার্ড ভেঙে গেলে বা সিম কার্ড হারিয়ে গেলে সিম সোয়াপিং করা হয়। এই সব কাজ বন্ধ করতে TRAI ঠিক করেছে নতুন নিয়ম চালু করার। এই নতুন নিয়মের কথা শোনার পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন এসেছে, কত দিন পর থেকে সিম কার্ড পোর্ট করা যাবে ? চলুন এবার জেনে নেওয়া যাক এই প্রশ্নের উত্তর।

কত দিন পর থেকে নতুন সিম কার্ড পোর্ট করা যাবে

আপনি যদি কোনো সিম কার্ড এক সিম থেকে অন্য সিমে করে থাকেন তাহলে নতুন সিম কার্ড নিয়ে সাথে সাথে পোর্ট করতে পারবেন না। নতুন সিম কার্ড পোর্ট করার জন্য আপনাকে অন্তত 7 দিন অপেক্ষা করে থাকে হবে। জালিয়াতি যাতে আর না হয় সেই জন্য TRAI এই সিদ্ধান্ত নিয়েছে। TRAI -এর মতে, এই নিয়মেই আটকানো যাবে জালিয়াতি।

TRAI থেকে তথ্য পাওয়া গেছে

ভারতের TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এ বিষয়ে একটি তথ্য পোস্ট করেছে। সেই তথ্যে বলা হয়েছে, সিম কার্ড এক সিম থেকে অন্য সিমে বদলানোর পর, 7 দিন পর পোর্ট করানো যাবে সিম কার্ড। কোনো ব্যক্তি যখন এক সিম থেকে অন্য সিমে সিম বদলায় ঠিক তখন থেকে সেই ব্যক্তির সমস্ত কল, মেসেজ, বা যেকোনো রকমের ওটিপি অন্য নম্বরে যেতে থাকে। সেই ব্যক্তির ব্যাঙ্ক
অ্যাকাউন্ট যতক্ষণ না খালি হচ্ছে, প্রতারকরা সেই সিম কার্ড ততক্ষন ব্যবহার করতে থাকে। এই সব জালিয়াতি গুলো বন্ধ করার জন্যই TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এই নতুন নিয়ম বার করেছে।

আপনাদের জন্য আরো

1.Google-এর বড় ঘোষণা, বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট ! জুন মাস থেকেই বদলাতে পারে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক, দেখে নিন

2.আরো বেশি নিরাপদ করবে জিমেইলের নতুন দুটি ফিচার 

3.ফোন-ল্যাপটপ বজ্রপাতের সময় কোথায় রাখা উচতি ? জেনে নিন

4.SPAM call ও মেসেজ থেকে এবার পাবেন মুক্তি, হতে চলেছে বড় পরিবর্তন

Leave a Comment