Google Pay থেকে লেনদেনের হিস্ট্রি মুছতে চান ? জেনে নিন সহজ পদ্ধতি

UPI-এর মাধ্যমে টাকা পাঠাতে Google Pay’র জনকপ্রিয়তা যথেষ্টই। এর মূল দুটি কারণ আছে। এক, Google Pay’র মাধ্যমে টাকা পাঠানোর পদ্ধতি খুবই সহজ। দুই, এই UPI অত্যন্ত নিরাপদ। জানেন কি, Google Pay আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি নিজেদের কাছে রেখে দেয় ? কিন্তু আপনি চাইলেই তা সহজেই মুছে ফেলতে পারবেন। জেনে নিন কিভাবে তা করবেন।

প্রথমে Google Pay অ্যাপটি খুলে প্রোফাইল সেকশনে ট্যাপ করুন। এরপর স্ক্রল করে ট্যাপ সেটিংসে যান। এরপর সেখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে। তারপর ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশন অপশনে ট্যাপ করে গুগল অ্যাকাউন্ট লিঙ্কে ক্লিক করুন। এরপর আপনি একেবারে গুগল অ্যাকাউন্টস পেজে পৌঁছে যাবেন। এবার পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনস অপশনে গিয়ে পেমেন্ট ইনফোতে যান। সেখান থেকে ট্যাপ করে যান ম্যানেজ এক্সপিরিয়েন্সে। এর পর পেমেন্টস ট্রানজ্যাকশনস অ্যান্ড অ্যাক্টিভিটিতে গেলেই পেয়ে যাবেন Google Pay ট্রানজ্যাকশনসের লিস্ট। এবার চাইলেই এক এক করে ডিলিট করে দিতে পারেন লেনদেনের হিস্ট্রি। আবার একেবারেও ডিলিট করে দিতে পারেন সবটা।

আবার আপনি যদি ডেস্কটপে Google Pay খোলেন, সেক্ষেত্রেও আপনি হিস্ট্রি মুছে ফেলতে পারবেন। সেইজন্য https://myaccount.google.com/ এই লিংকে ক্লিক করুন। তারপর আপনি পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনস অপশনে যান। এরপর সেখান থেকে পেমেন্ট ইনফোতে ও তারপর তাতে ক্লিক করে পেমেন্টস ট্রানজ্যাকশনস অ্যান্ড অ্যাক্টিভিটি অপশনে যান। ঠিক একইভাবে Google Pay ট্রানজ্যাকশনসের লিস্ট পেয়ে যাবেন। তারপর একে একে ডিলিট করে দিতে পারবেন ও চাইলে একেবারেও ডিলিট করে দিতে পারেন লেনদেনের হিস্ট্রি।

Google Pay ডিলিট করবেন কীভাবে ?

প্রথমে https://myaccount.google.com/ এই অপশনে গিয়ে ডেটা অ্যান্ড প্রাইভেসি পলিসিতে যেতে হবে। সেখান থেকে ডিলিট গুগল সার্ভিসে। তারপর সেখানে Google Pay সার্ভিস খুঁজে নিয়ে ডানদিকের ডাস্টবিন অপশনে ক্লিক করুন। একটি ওয়ার্নিং মেসেজ পাবেন। সেই অনুযায়ী ইনস্ট্রাকশন মেনে ডিলিট করে দিতে পারবেন আপনার অ্যাকাউন্টটি। একেবারে পুরোপুরিভাবে ডিলিট করে দিতেও পারবেন।

আপনাদের জন্য আরো

1.Washing Machine-এর ভিতরের এই ‘ছোট্ট জিনিসটা’ যেন ‘প্রাণ ভোমরা’ ! চালানোর আগে দেখে না নিলে কাপড় থাকবে নোংরাই

2.ISRO- র ঐতিহাসিক পদক্ষেপ SSLV-D3 রকেট লঞ্চ

3.মোবাইল ফোন নম্বরের নয়া নিয়ম চালু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে ! এই নম্বর গুলিকে দু’বছরের জন্য ব্ল্যাকলিস্টে করা হবে

4.Instagram এবার ‘ম্যাপ ফিচার’ নিয়ে হাজির ! ব্যপারটা কী ?

Leave a Comment