Vivo Y56 5G স্মার্টফোনটির বিক্রি শুরু হয়ে গেছে জানুন ফিচার এবং দাম

Vivo তাদের একটি নতুন 5G স্মার্টফোন Y56 লঞ্চ করেছে। অফলাইন স্টোরগুলিতে এই স্মার্টফোনটি বিক্রি শুরু হয়ে গেছে।  এছাড়া vivo’র নতুন ওয়াই সিরিজের স্মার্টফোনগুলি অফিশিয়াল ওয়েবসাইটে দেখা গেছে যেখানে তাদের স্পেসিফিকেশন গুলি জানা যাচ্ছে। Y56 স্মার্টফোনটি প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিকের বডি দিয়ে তৈরি করা হয়েছে। আপনি যদি Vivo নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে যান । 

Vivo Y56 5G স্মার্টফোনটির স্পেসিফিকেশন

স্মার্টফোনটিতে একটি 6.58 ইঞ্চির IPS LCD Full HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজুলেশন 2408 x 1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট 60Hz। ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ কাটআউট দেয়া হয়েছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimencity 700 Soc 5G প্রসেসর। ফোনটিতে 8 GB Ram ব্যবহার করা হয়েছে। Vivo Y56 স্মার্টফোনটিতে 5000mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে স্মার্ট ফোনটি চার্জ করবার জন্য একটি 18 wat এর চার্জার দেয়া হয়েছে। ফোনটি এন্ড্রয়েড 13 তে কাজ করে। সুরক্ষার কথা বলতে গেলে ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক এর সুবিধা দেওয়া হয়েছে।

ফোনটিতে একটি 50 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেয়া হয়েছে। সেলফির জন্য একটি 16 মেগাপিক্সেলের  ক্যামেরা দেয়া হয়েছে । ক্যামেরা ফিচার হিসাবে night mode, প্যানোরোমা মোড, পোর্ট্রেট মোড, লাইভ ফটো এবং স্লো মোশন এর মত একাধিক ফিচার দেয়া হয়েছে। কানেকটিভিটির জন্য ফোনটিতে ওয়াইফাই ব্লুটুথ 5.1 এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেয়া হয়েছে।

কোনটি লম্বায় 164.05mm , চওড়ায় 75.60mm এবং 8.15 mm মোটা । ফোনটির ওজন 184 গ্রাম। 

স্মার্টফোনটির 8GB Ram+128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 19,999 টাকা হতে পারে বলে অফলাইন স্টোর থেকে জানা গেছে। তবে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মার্ট ফোন টির দাম 24,999 টাকা দেওয়া রয়েছে।

আপনার জন্য আরো

1.Xiaomi 13 Lite 128GB ভেরিয়েন্টটি লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গেলো প্রাইস

2.রঙ পরিবর্তনকারী Vivo Y100 5G ফোন 8GB RAM, 4500mAh ব্যাটারি, 900 Dimensity সহ লঞ্চ হল ভারতে

3.সেট টপ বক্স ছাড়াই দেখতে পারবেন ২০০ টি ফ্রি চ্যানেল, জানুন সরকারি পরিকল্পনা

4.Realme GT Neo 5 মাত্র 80 সেকেন্ডে 20% চার্জ, 16GB RAM, Snapdragon 8+ Gen সহ লঞ্চ হলো, জেনে নিন এর দাম এবং ফিচার্স

Leave a Comment