চাইনিজ স্মার্টফোন মেকার Vivo octa-core Snapdragon 680 SoC সহ Vivo Y36 স্মার্টফোন লঞ্চ করেছে। এর 4G এবং 5G দুটি ভার্সন বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। এটি গত বছর লঞ্চ হওয়া Vivo Y35 কে প্রতিস্থাপন করবে। এর 4G ভার্সনে 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। কোম্পানি Y36 এর 5G ভার্সনের স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য দেয়নি।
Vivo Y36 এর স্পেসিফিকেশন্স
ফোনটিতে 6.64 ইঞ্চির ফুল HD + LCD ডিসপ্লে +90Hz রিফ্রেশ রেট এবং 650 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক FunTouch OS Out Of the box এর ওপরে চলে। এতে অক্টা-কোর স্ন্যাপড্রাগন 680 SoC 8 GB RAM এবং 256 GB স্টোরেজ দেওয়া হয়েছে। এক্সটার্নাল এসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। ফোনটিতে ডুয়েল ন্যানো সিম স্লট দেওয়া হয়েছে। এর ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিটে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। ফোনটির ফ্রন্টে ডিসপ্লের উপর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo Y36 স্মার্টফোনটিতে 5,000 mAh এর ব্যাটারি 44 W তারযুক্ত চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে এটি 15 মিনিটে 30 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে GPS, Bluetooth v5.1, NFC, এবং USB Type-C পোর্ট রয়েছে। ফোনটির আকার হলো 164.06mm x 76.17mm x 8.07mm এবং ওজন 202 গ্রাম। Vivo এই সপ্তাহে ভারতে তার Y100 এবং Y100A স্মার্টফোনের নির্বাচিত ভেরিয়েন্টের দাম কমিয়েছে। এর পরে, vivo Y100-এর 8GB + 128 GB ভেরিয়েন্টের দাম 23,999 টাকা এবং Y100A-এর 8 GB + 256 GB ভেরিয়েন্টের দাম কমিয়ে 25,999 টাকা করা হয়েছে। এছাড়াও, কিছু ব্যাঙ্কের কার্ড ব্যবহারে 2,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক নেওয়া যেতে পারে।
Vivo Y36 এর দাম এবং উপলব্ধতা
কোম্পানি এই স্মার্টফোনটি ইন্দোনেশিয়ায় 33,99,000 IDR (প্রায় 18,700 টাকা) লঞ্চ করেছে। ফোনটি Aqua Glitter এবং Meteor Black কালারে কেনা যাবে। এর জন্য ইন্দোনেশিয়ায় কোম্পানির অনলাইন স্টোরে প্রি-অর্ডার করা যেতে পারে। এই স্মার্টফোনটির 5G ভার্সনকে Crystal Green এবং Mystic Black কালারে উপলব্ধ করবে বলে জানা গেছে।
আপনার জন্য আরো
1.প্রকাশ হলো Vivo Y02T এর স্পেসিফিকেশন্স, 13MP ক্যামেরা এবং 8GB RAM সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে
2.গিকবেঞ্চে দেখা গেলো Vivo Y78 এবং Vivo Y78m এই স্মার্টফোন দুটি জেনে নিন এর ফিচার্স এবং স্পেসিফিকেশন্স
3.12GB RAM এবং 5,000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হলো Poco F5 5G, জানুন দাম এবং স্পেসিফিকেশন্স
4.Realme GT Neo 6 স্পেসিফিকেশন প্রকাশ্যে এলো জানুন বিস্তারিত