প্রকাশ হলো Vivo Y02T এর স্পেসিফিকেশন্স, 13MP ক্যামেরা এবং 8GB RAM সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে

Vivo তার Vivo Y02T স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে বলে জানা গেছে। Vivo গত বছরের ডিসেম্বর মাসে ভারতে Vivo Y02 স্মার্টফোনটি লঞ্চ করেছিল, যেখানে গত মাসে Vivo Y02A দেশে প্রবেশ করেছিল। এখন ধারণা করা হচ্ছে যে খুব শীঘ্রই Vivo -র নতুন স্মার্টফোন নক করতে চলেছে।Vivo এর আসন্ন স্মার্টফোন Vivo Y02T ইতিমধ্যে BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। এই পোস্টটিতে আমরা আপনাদের Vivo Y02T স্মার্টফোনটির ফিচার্স এবং স্পেসিফিকেশন্স সম্পর্কে বিস্তারে জানাবো। চলুন তাহলে Vivo -র এই নতুন স্মার্টফোনটির বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo-এর আপকামিং স্মার্টফোনটি মে মাসের দিকে লঞ্চ হতে পারে। এখন টিপস্টার পরস গুগলানি স্মার্টফোনের অনেক বিবরণ প্রকাশ করেছেন। টিপস্টার দ্বারা শেয়ার করা ফটো সম্পর্কে কথা বললে, এই ফোনটি অনেকটা আগে লঞ্চ হওয়া Vivo Y02 এবং Y02A এর মতো দেখাচ্ছে। এই স্মার্টফোনটির রিয়ারে একটি সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে, যা বক্সি ডিজাইনের। আর এর ফ্রন্ট প্যানেলে মোটা বেজেল সহ ওয়াটারড্রপ নচ দেখা যেতে পারে। দামের কথা বললে, ভারতীয় বাজারে Vivo Y02T এর দাম হবে 9,490 টাকা।

স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, গুজব অনুসারে, Vivo Y02T-এ একটি 6.5-ইঞ্চির Full HD+ ডিসপ্লে থাকবে। যদিও এখনো ডিসপ্লের ধরণ সম্পর্কে কিছু প্রকাশ
হয়নি। ধারণা করা হচ্ছে এটি LCD স্ক্রিন হতে পারে। Vivo Y02T 4G -তে MediaTek Helio সিরিজ প্রসেসর দেওয়া যেতে পারে। স্টোরেজের কথা বললে, এই ফোনে 4GB RAM পাওয়া যাবে, যা ভার্চুয়াল RAM ফিচারের মাধ্যমে 4GB পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়াও ফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া যেতে পারে।

ক্যামেরা সেটআপের কথা বললে, এই Vivo -র এই ফোনটির রিয়ারে একটি 13-মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 5-মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ব্যাটারি ব্যাকআপের জন্য Vivo Y02T 4G -তে 5,000mAh এর ব্যাটারি দেওয়া যেতে পারে যা দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হতে পারে। ব্যাটারিটি 18W ফাস্ট চার্জিং থেকে সাপোর্টও পাবে।

আপনার জন্য আরো

1.গিকবেঞ্চে দেখা গেলো Vivo Y78 এবং Vivo Y78m এই স্মার্টফোন দুটি 

2.Redmi Note 12R Pro লঞ্চ হয়ে গেল চীনে জানুন স্পেসিফিকেশন ও দাম

3.লঞ্চের আগেই লিক হয়ে গেলো Motorola Razr 40 -এর স্পেসিফিকেশন্স, জানুন বিস্তারিত

4.Oppo A1 Vitality Edition: Oppo নিয়ে আসলো 20GB RAM যুক্ত স্মার্টফোন জানুন বিস্তারিত

Leave a Comment