11th এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Vivo T2 5G সিরিজ

চাইনিজ স্মার্টফোন মেকার Vivo 11th এপ্রিল ভারতে তাদের T2 5G সিরিজ লঞ্চ করবে। এতে Vivo T2 5G এবং Vivo T2x 5G স্মার্টফোন রয়েছে। এটি গত বছর লঞ্চ হওয়া Vivo T1 সিরিজের বদলে জায়গা নিচ্ছে। নতুন স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য ফ্লিপকার্ট মাইক্রোসাইটে পাওয়া যাচ্ছে। কোম্পানি এই স্মার্টফোনটির ডিজাইন সম্পর্কে আভাস দিয়েছে। ফোনটিতে Snapdragon SoC ব্যবহার করা হয়েছে।

এই স্মার্টফোনগুলি Flipkart, Vivo-এর ওয়েবসাইট এবং নির্বাচিত খুচরা দোকানগুলির মাধ্যমে কেনা যাবে ৷ এই স্মার্টফোনটি Blue এবং Gold কালারে উপলব্ধ হতে পারে। ফোনটিতে Full HD+ AMOLED ডিসপ্লে 1,300 এর পিক ব্রাইটনেস এবং 360 Hz এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে। কোম্পানি জানিয়েছে যে এই স্মার্টফোনগুলির ক্যামেরা সম্পর্কে তথ্য 7 এপ্রিল এবং প্রসেসর সম্পর্কে 9 এপ্রিল দেওয়া হবে। তবে এগুলোর মধ্যে Qualcomm-এর Snapdragon SoC- থাকার ইঙ্গিত রয়েছে। কোম্পানি পেস করবে।

এর মধ্যে Vivo T2 5G-তে 64-মেগাপিক্সেলের রিয়ার প্রাইমারি ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট থাকতে পারে। এটি 6 GB RAM + 128 GB স্টোরেজ এবং 8 GB RAM + 128 GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। Vivo T2x 5G ফোনটি 4 GB RAM + 128 GB স্টোরেজ, 6 GB RAM + 128 GB স্টোরেজ এবং 8 GB RAM + 128 GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি কোম্পানি বাংলাদেশে একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন Vivo Y02A লঞ্চ করেছে। এটির ডিজাইন এবং স্পেসিফিকেশন Vivo Y02 এর মতোই রয়েছে। এতে 3 GB RAM এবং 5m000 mAh এর ব্যাটারি রয়েছে। MediaTek এর Helio P35 প্রসেসর এবং দুটি ক্যামেরা এতে দেওয়া হয়েছে। এর রিয়ার মেইন ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের আর সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের। ফোনটির রিয়ারে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। ফোনটি খুব শীঘ্রই অন্যান্য মার্কেটেও লঞ্চ করা হবে। তবে এই বিষয়ে কোম্পানির তরফ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কেট রিসার্চ ফর্ম ক্যানালিসের রিপোর্ট অনুসারে, গত বছর দেশের স্মার্টফোন মার্কেটে Vivo প্রায় 6.4 মিলিয়ন ইউনিট এর শিপমেন্ট চালানের সাথে দ্বিতীয় স্থানে ছিল। Vivo -এর বেশিরভাগ বিক্রয় অফলাইনেই হয়।

আপনার জন্য আরো

1.5000mAh এর ব্যাটারি এবং 8MP ক্যামেরার সাথে 7th এপ্রিল লঞ্চ হতে চলেছে Poco C51

2.মাত্র ১০ হাজার টাকার মধ্যে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির সাথে পাওয়া যাচ্ছে Redmi 12C

3.2023 সালের 3rd এপ্রিল লঞ্চ হতে চলেছে Realme GT Neo 5 SE স্মার্টফোনটি

4.ভারতে লঞ্চ হল রেডমি-র নতুন ফোন Redmi Note 12 5G

Leave a Comment