VAIO ব্রাজিলে তাদের TL10 অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করেছে। এটি একটি টু ইন ওয়ান ট্যাবলেট। আপনি এটি ল্যাপটপ হিসেবে এবং একই সঙ্গে ট্যাব হিসেবে ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে একটি পোর্টেবল কিবোর্ড দেয়া হয়েছে। VAIO ব্র্যান্ড আগে SONY ব্র্যান্ডের সঙ্গে একসঙ্গে কাজ করত কিন্তু প্রায় এক দশক হয়ে গেল দুটি কোম্পানি আলাদা আলাদা ভাবে কাজ করে।
কম্পিউটার মার্কেটে দুটি কোম্পানি এখনো বর্তমান রয়েছে। এখানে আমরা VAIO TL10 এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে আপনাদের জানাবো
VAIO TL10 স্পেসিফিকেশন এবং ফিচার
এই টু ইন ওয়ান ডিভাইস টি তে একটি 10.4 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজুলেশন 2000 x 1200 পিক্সেল। ডিভাইসটিতে UNISOC Huben T616 প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজের কথা বলতে গেলে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM রয়েছে। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে প্রাইমারি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে অন্যদিকে সেলফির জন্য 5 মেগাপিক্সেলের সেন্সর দেয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম, 4G LTE ,ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.0 দেওয়া হয়েছে। এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের উপর কাজ করে। অন্য ফিচারের কথা বলতে গেলে ট্যাবলেটটিতে ডুয়াল স্টিরিও স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক দেয়া হয়েছে। ব্যাটারির কথা বলতে গেলে 7000mAh এর ব্যাটারি দেয়া হয়েছে যা চার্জ করবার জন্য 18w চার্জার দেওয়া হয়েছে।
VAIO TL10 দাম এবং উপলব্ধতা
ট্যাবলেটটির দাম ব্রাজিলিয়ান রিয়ালে 1799 অর্থাৎ মোটামুটি 29,691 টাকা। উপলব্ধতার কথা বলতে গেলে এটি ব্রাজিলে পাওয়া যাবে। এই মুহূর্তে এমন কোন খবর পাওয়া যাচ্ছে না যে এই ট্যাবলেটটি অন্য দেশের বাজারে পাওয়া যাবে কিনা।
আপনার জন্য আরো
1.Amazon সেলে বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে iPhone 14 এবং iPhone 14 Pro Max
2.গিকবেঞ্চে দেখা গেলো Vivo Y78 এবং Vivo Y78m এই স্মার্টফোন দুটি জেনে নিন এর ফিচার্স এবং স্পেসিফিকেশন্স
3.Upcoming Smartphone May 2023
4.Amazon Great Summer Sale 2023 Air Conditioner পাওয়া যাচ্ছে অর্ধেক দামে