Google Chrome ব্যবহার করেন ? সতর্ক হোন তাড়াতাড়ি, সাবধান করল কেন্দ্রীয় সংস্থা

আজও সারা বিশ্ব জুড়ে ব্রাউজার হিসেবে গুগল ক্রোম প্রথম স্থানে। এই গুগল ক্রোম সম্পর্কে নতুন উপদেশ জারি করল কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় সংস্থা জানিয়েছেন, আগে থেকে সতর্ক না হলে হ্যাকাররা ব্যবহারকারীদের সমস্ত ডিভাইস সম্পূর্ণভাবে সংযত করে নিতে পারে, এমন সংশয় রয়েছে। চুরি করে নিতে পারে গুরুত্বপূর্ণ তথ্য, ইনস্টল করে নিতে পারে ক্ষতিকারক সফটওয়্যার। এখান থেকে অন্য পদ্ধতিতেও আক্রমণ করতে পারে। CERT-In তথা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম নামের কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, এমন পরিস্থিতিতে কি করা উচিত।

CERT-In এই বিষয়টিকে অত্যন্ত বিপদজনক বলে জানিয়েছেন। প্রযুক্তির খুঁটিনাটি-সহ জানিয়ে দেওয়া হয়েছে উইন্ডোজ ও ম্যাক ইউজারদের ক্ষেত্রে গুগল ক্রোমের 125.0.6422.76/.77-এর আগের সব ভার্শনই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার লিনাক্সের ক্ষেত্রে 125.0.6422.76 ভার্শনের আগের সব ভার্শনই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব ভুল গুলো যাতে না হয় তার জন্য ব্যবহারকারীদের তাড়াতাড়ি গুগল ক্রোম আপডেট করতে বলা হচ্ছে। গুগল ক্রোম আপডেট করার জন্য, গুগল ক্রোম-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। গুগল ক্রোম-কে এখান থেকেই আপডেট করতে হবে। গুগল ক্রোম আপডেট করলেই সুরক্ষিত থাকতে পারবে ব্যবহারকারীরা। এই জন্য উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের 125.0.6422.76/.77 ও লিনাস্ক ব্যবহারকারীদের 125.0.6422.76 ভার্শন ব্যবহার করার জন্য আদেশ দেওয়া হয়েছে।

ক্রোম আপডেট করার জন্য অনেক সময় দেখা যায় অটোমেটিক আপডেট অন করায় থাকে। এর জন্য কোনো বিপদ হবে না। পাশাপাশি প্রতিদিন কুকি, ক্যাশে ডিলিট করা উচিত। ডিলিট করতে পারেন যেকোনো হিস্ট্রিও। এর ফলে কোনো হ্যাকার যদি ট্র্যাক করতে চাইলেও করতে পারবে না। তাছাড়াও কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা উচিত না। আবার একটু সন্দেহজনক কিছু দেখতে পেলে বা কোনো কিছুতে সন্দেহ থাকলে সতর্ক হওয়া দরকার। অপ্রয়োজনীয় ব্রাউজার প্লাগইন টার্ন অফ করে রাখতে হবে। অনেক সময় এর মধ্যে দিয়েও আপনার সিস্টেম দখল করে নিতে পারে হ্যাকাররা।

আপনাদের জন্য আরো

1.Free Recharge-এর লোভ দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর নাম করে ! সাবধান ফাঁদে পা দিলেই নিমিষে অ্যাকাউন্ট ফাঁকা

2.বড় পরিবর্তন ইনস্টাগ্রাম, এরাতে পারবেন না এসব বিজ্ঞাপনগুলি 

3.Mobile flash দিনের বেলা ছবি তোলার সময় কি ব্যবহার করা উচিত ? সঠিক উত্তর জেনে নিন

4.ফোন হারিয়ে গেছে চিন্তা হচ্ছে ? গুগল বন্ধু আপনার ব্যক্তিগত ছবি, তথ্যকে সুরক্ষিত রাখবে

Leave a Comment