মে মাসেই বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এর মধ্যে বেশ কিছু নামিদামি কোম্পানির মোবাইলে এই লিস্টে রয়েছে। যেমন-Google,Poco, Huawei,Sony,Realme ইত্যাদি। আপনি যদি একটি নতুন ফোন কেনার কথা ভাবেন তাহলে এই খবরটি আপনার জন্য উপযোগী হতে পারে। আমরা আপনাদের জানাতে চলেছি যে এই সপ্তাহে কোন কোন স্মার্টফোন মার্কেটে আসতে চলেছে।
Poco F5
এই স্মার্ট ফোন কোম্পানি মে মাসের ৯ তারিখে লঞ্চ করতে চলেছে দুটি মোবাইল যেখানে থাকছে Poco F5 এবং Poco F5 Pro । এরমধ্যে Snapdragon 7+Gen 2 প্রফেসর দেখা যাবে Poco F5 স্মার্টফোনটিতে এবং Poco F5 Pro তে থাকবে Snapdragon 8+ Gen1 SoC । ফোনে 256GB পর্যন্ত স্টোরেজ দেখা যেতে পারে। ডিসপ্লে হিসেবে QHD+ ডিসপ্লে থাকতে পারে।
Realme 11
এই স্মার্টফোনটি মে মাসের ১০ তারিখে চীনে লঞ্চ হতে চলেছে। এই ফোনটি তিনটি মডেল অপশনে অ্যাভেলেবল থাকবে Realme 11,Realme 11 Pro, Realme 11 Pro+। এরমধ্যে Realme 11Pro+হাই এন্ডের স্মার্টফোন হতে পারে। কোনটিতে Mediatek 7050 চিপসের ব্যবহার করা হতে পারে। 200MP ক্যামেরা দেখা যেতে পারে। এছাড়া ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা চার্জ করবার জন্য 100W চার্জার দেয়া হতে পারে। ডিসপ্লের কথা বলতে গেলে একটি FullHD+ 120Hz রিফ্রেসরেট যুক্ত ডিসপ্লে থাকতে পারে।
Google Pixel 7a, Pixel Fold
এই স্মার্টফোনটি মে মাসের ১০ তারিখে প্রকাশ্যে আসতে চলেছে। একই সঙ্গে প্রকাশ্যে আসতে চলেছে Pixel Fold ।Pixel 7a স্মার্টফোনটিতে 6.1 ইঞ্চির একটি FHD+ডিসপ্লে দেখা যেতে পারে। এতে 90Hz রিফ্রেশ রেট পাওয়া যেতে পারে। রিয়ার ক্যামেরা হিসেবে 64MP মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হতে পারে। এছাড়া ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। Pixel Fold স্মার্টফোনটি তে 7.6 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হতে পারে তার মধ্যে 5.8 ইঞ্চির কভার স্ক্রিন হবে বলে জানা যাচ্ছে।
Huawei P60
মে মাসের ৯ তারিখে এই ফোনটি লঞ্চ হতে পারে। এছাড়া কোম্পানি Huawei Mate X3 স্মার্ট ফোন কি ও কোম্পানি লঞ্চ করতে পারে বলে জানা যাচ্ছে। P60 স্মার্টফোনের সিরিজে তিনটি মডেল লঞ্চ করা হতে পারে Huawei P60,Huawei P60 Pro এবং Huawei P60 Art। ফোনটিতে OLED 120Hz যুক্ত ডিসপ্লে দেয়া হয়েছে। প্রসেসর হিসেবে Snapdragon 8+Gen 1 প্রসেসর দেওয়া হতে পারে। ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের মেন সেন্সর দেওয়া হতে পারে।
Huawei Mate X3 ফোল্ডেবল স্মার্টফোনটিতে 7.85 ইঞ্চির ডিসপ্লে দেয়া হবে বলে জানা যাচ্ছে। স্মার্টফোনটিতে পেরিস্কোপ ক্যামেরা দেয়া হতে পারে।
Sony Xperia 1V
মে মাসের আগামী সপ্তাহের মধ্যেই লঞ্চ হওয়া স্মার্টফোন গুলির মধ্যে Sony Xperia 1V নাম রয়েছে। স্মার্টফোনটির মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রফেসর থাকতে পারে। ডিসপ্লে হিসাবে 4k রেজুলেশন যুক্ত 120Hz ডিসপ্লে থাকতে পারে। ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটাপ দেখা যেতে পারে। 3.5mm হেডফোন যাক থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
আপনার জন্য আরো
1.Motorola Edge 40 লঞ্চ হলো 8GB RAM , 50MP ক্যামেরা এবং 4400mAh ব্যাটারি সহ, জানুন বিস্তারিত
2.শুরু হয়ে গেলো Amazon Great Summer Sale 2023 দাম কমলো OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনটির
3.Samsung Galaxy S23 FE 5G স্পেসিফিকেশন লিক জানুন কি কি স্পেশাল থাকছে
4.Google থেকে Realme, Poco এবং Motorola-র এই স্মার্টফোনগুলি 2023 সালের মে মাসে হবে লঞ্চ