Sim card রিচার্জ -এর নতুন নিয়ম আনছে TRAI ! দীর্ঘদিন সিম কার্ড রিচার্জ না করলেও দিতে হবে চার্জ

আপনার মোবাইলে আপনি যদি 2টি সিম কার্ড ব্যবহার করেন। সেই 2টি সিম কার্ডের মধ্যে একটি সিমে কোনো ধরণের রিচার্জ করেন না, সিমটিকে একদম ব্যবহারহীন ভাবে রেখে দিয়েছেন। তাহলে আপনাকে ওই সিম কার্ডটির জন্য বেশি চার্জ দিতে হতে পারে। নবভারত টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই বেশি চার্জটা বছর ভিত্তিক ভাবে নেওয়া হবে।

সম্প্রতি (TRAI) অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া মোবাইল ফোন বা ল্যান্ডলাইন নম্বরের জন্য মোবাইল অপারেটরদের ওপর চার্জ করার একটি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে ব্যবহারকারিদের কাছ থেকে অপারেটরা বেশি চার্জ নিতে পারবে।

নিয়ম অনুযায়ী, কোনো সিম কার্ড বেশ অনেকদিন ধরে রিচার্জ না করলে বন্ধ করে দেওয়া হবে। এই কারণের জন্য, মোবাইল অপারেটরদের উপর জরিমানা স্থাপনের জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) একটি সিদ্ধান্ত নিয়েছে। জরিমানা স্থাপনের দায় টেলিকম সংস্থা গুলো যাতে সাধারণ ব্যবহারকারীদের ওপর ফেলে দিতে পারে।

কেন এই চার্জ আদায় করা হচ্ছে ?

দেশে প্রচুর পরিমানে নম্বর ঘাটতির সমস্যা হচ্ছে। অনেক স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে দুটি সিম কার্ড ব্যবহার করে থাকে। এর মধ্যে বেশির ভাগ ব্যবহারকারী একটি সিম কার্ডে কোনো রকম রিচার্জ করে না। আবার এমনও কিছু ব্যবহারকারী আছে যারা একসঙ্গে অনেক গুলি সিম কার্ড ব্যবহার করেন। এই কারণের জন্য টেলিকম সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে।

19% মোবাইল নম্বরই অব্যবহার্য

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) -এর তথ্য থেকে জানা গেছে, বর্তমানে 219.14 মিলিয়নেরও বেশি মোবাইল নম্বর ব্ল্যাকলিস্টিং -এর অন্তর্গত। যেসব নম্বর গুলো দীর্ঘদিন ধরে বন্ধ। এইভাবে দেশের মোট মোবাইল নম্বরের প্রায় 19% নম্বর নষ্ট হচ্ছে, যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, BSNL সিম কার্ডের হোম ডেলিভারি শুরু করা হয়েছে। এই BSNL সিম কার্ড গ্রাহকরা ঘরে বসে অর্ডার করতে পারবেন। জানা গেছে বর্তমানে, শুধুমাত্র গুরুগ্রাম এবং গাজিয়াবাদে শুরু করা হয়েছে। কিছু দিন পর থেকে সারা দেশেও এটি শুরু হওয়ার সম্ভবনা আছে। বর্তমানে এই পরিষেবাটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে।

আপনি যদি সিম কার্ড অর্ডার করতে চান, তাহলে আপনাকে প্লে স্টোর থেকে প্রুন অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর আপনার ডিটেলস সেখানে দিতে হবে। ফোন নম্বর এবং যে জায়গায় ডেলিভারির হবে তার ঠিকানাও দিতে হবে।

আপনাদের জন্য আরো

1.Google -এর কাছে মানুষ সব থেকে বেশি কি জানতে চায় জানেন কি ? তাহলে জেনে নিন সেই প্রশ্নোত্তর

2.WhatsApp -এ আবার নতুন চমক ! WhatsApp ব্যবহারকারীরা পাবেন নতুন এই ফিচারের সুবিধা

3.Google এবার মুছে দেবে লোকেশনের সব হিস্ট্রি ! এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ?

4.YouTube Music থেকে শুনতে পারবেন আপনার মনে না পরা গান ! আর চিন্তা নেই, জেনে নিন পদ্ধতি

Leave a Comment