নভেম্বর মাসের সেরা ৬ টি সরকারি চাকরির বিষয় সম্পর্কে জানতে হলে আমাদের এই পোস্টটি পড়ুন। এই পোস্টটিতে আমরা আপনাদের ৬ টি সরকারি চাকরির বিষয় সম্পর্কে বিস্তারে জানাবো। আসুন তাহলে জেনে নেওয়া যাক।
1। Intelligence Bureau Security Assistant & MTS Recruitment 2023
টোটাল ভ্যাকেন্সি : 677
সংক্ষিপ্ত তথ্য
IB অর্থাৎ Intelligence Bureau একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে শূন্যপদে Security Assistant এবং MTS এর জন্য। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা বিজ্ঞপ্তি পড়তে এবং অনলাইনে আবেদন করতে পারেন।
গুরুত্বপূর্ণ ডেটস
- অনলাইনে আবেদনের শুরুর তারিখ: 14-10-2023
- অনলাইনে আবেদনের শেষ তারিখ: 13-11-2023
আবেদন ফি
- Recruitment Processing Charges: Rs.450/-
- পরীক্ষার ফি :- Rs.50/-
- সমস্ত প্রার্থী :- Rs. 500/-
- পেমেন্ট মোড :- অনলাইন
বয়স সীমা (13-11-2023 অনুযায়ী)
- নূন্যতম বয়স :- 18 বছর
- উর্দ্ধতম বয়স সীমা :- 27 বছর
কোয়ালিফিকেশন
প্রার্থীদের দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
Vacancy Details | |
Category Name | Total |
Security Assistant/ Motor Transport | 362 |
MTS/ Gen | 315 |
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে পারেন | |
Important Links | |
Apply Online (14-10-2023) | Click Here |
Notification | Click Here |
Official Website | Click Here |
2l AAICLAS Assistant (Security) Recruitment 2023 – Apply Online for 436 Posts
এই পোস্টটির বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
3l Assam rifles vacancy 2023
Post :- টেকনিক্যাল এবং ট্রেডসম্যান
কোয়ালিফিকেশন :- 10th /12th / Graduation
বয়সসীমা :- 18 থেকে 23 / 18 থেকে 25
গুরুত্বপূর্ণ ডেটস
- অনলাইনে আবেদনের শেষ তারিখ : 19 /11 /2023
ওয়েবসাইট : www.assamrifels.gov.in
4। Delhi Police Civilian Vacancy
পোস্ট :- Water Carrier, Mali, Daftari, CooK , Sweeper
কোয়ালিফিকেশন :- প্রার্থীদের দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা :- 18 থেকে 27
ওয়েবসাইট :- https://ssc.nic.in/
5। SSC GD Vacancy 2023-24
টোটাল ভ্যাকেন্সি :- 40000
কোয়ালিফিকেশন্স :- প্রার্থীদের দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা :- 18 থেকে 23 (SC, ST, OBC)
গুরুত্বপূর্ণ ডেটস
- অনলাইনে আবেদন শুরুর তারিখ : 24 /11/2023
- অনলাইনে আবেদনের শেষ তারিখ : 28/12/2023
ওয়েবসাইট :-
6। SBI Clerk vacancy 2023
টোটাল ভ্যাকেন্সি :- 5000 +
কোয়ালিফিকেশন :- Graduation
বয়সসীমা :- 20 থেকে 28
সিলেকশন প্রসেস
- Preliminary Exam
- Mains Exam
- Language Test
ওয়েবসাইট :- https://sbi.co.in/web/careers/current-openings