আজকালকার দিনে Facebook এ সুন্দর সুন্দর ফটো দিয়ে Story দেওয়া, Whatsapp এ Status দেওয়া, Instagram এ Reels বানানো এবং ফটো পোস্ট করা এই সব কিছুই ট্রেন্ডিং ব্যাপার হয়ে গেছে। আর এই সব কিছু জন্য আপনাদের মনের মতো ফটোর প্রয়োজন হয়। ফটো তো আপনারা নিজেদের ফোন থেকেই তুলে নিতে পারবেন কিন্তু ফটোটা তোলার পর সেটাকে এডিট করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা ফটো এডিটিং অ্যাপ ইউজ করতে পারেন। আপনারা যদি ল্যাপটপ বা কম্পিউটার ব্যাবহার করে থাকেন তাহলে সেখানে আপনারা ফটো এডিট করার জন্য বিভিন্ন ধরণের সফটওয়্যার পেয়ে যাবেন। Photoshop সফটওয়্যারটি সবচেয়ে বেশি ইউজ করা হয়। আপনারা যখন কোনো স্টুডিওতে ফটো তুলতে যাবেন তখন লক্ষ্য করে দেখবেন যে তারাও এই সফটওয়্যারটি ব্যবহার করেই ফটো এডিট করে।
ফোনের ক্ষেত্রেও এরকম বিভিন্ন ধরণের Photo Editing app আছে। যেটি ব্যবহার করে আপনারা নিজেদের ফোন থেকে তোলা ফটোটি এডিট করে আরও সুন্দর করে তুলতে পারবেন। আপনারা অ্যান্ড্রয়েড ফোনের জন্য প্লে স্টোরে সার্চ করলে অনেক Photo Editing অ্যাপ পেয়ে যাবেন। এক একটি app এর ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। এই app গুলি আপনারা ফ্রীতেই ইউজ করতে পারবেন। অবশ্যই app গুলির প্রিমিয়াম ভার্সন রয়েছে, কিন্তু ফ্রীতেও আপনারা অনেক কিছুই ফিচার্স পেয়ে যাবেন। এই সমস্ত app গুলি আপনাকে আপনার ক্যামেরায় তোলা ফটো গুলোকে আরও বেশি সুন্দর করতে সাহায্য করবে। এই পোস্টটিতে আমি আপনাদের ৫ টি সেরা Photo Editing অ্যাপ সম্পর্কে জানাবো। যেগুলি আপনাদের সাধারণ ফটোকে এডিট করতে সাহায্য করবে।
চলুন তাহলে সেই সেরা ৫ টি app সম্পর্কে জেনে নেওয়া যাক
B612 Camera & Photo/Video editor ফ্রী ফটো এডিটর
B612 এই অ্যাপটি মূলত একটি ক্যামেরা app হিসাবে পরিচিত। 116MB এর এই B612 অ্যাপটির জন্য প্লে স্টোরে 4.2 রেটিং রয়েছে। 7 মিলিয়নেরও বেশি রিভিউ রয়েছে এই app টির। 500 মিলিয়নের বেশি ইউজাররা এই app টি ব্যবহার করেন। কেননা এই app এর মাধ্যমে আপনারা দারুন দারুন এডিট এর সাথে ফটো তুলতে পারবেন। অর্থাৎ আপনারা যখন ফটো তুলবেন সেই সময়ই নানা ধরণের এডিট অপশন সিলেট করে ফটো তুলতে পারবেন। এক্ষেত্রে পরে আর আপনাদের আলাদা করে ফোটোটিকে এডিট করতে হবে না। এছাড়াও যদি আপনার ফোনে আগে থেকে আপনার কোনো সাধারণ ফটো তোলা থাকে তাহলে আপনি এই app টির মাধ্যমে আপনার সেই ফোটোটিকেও এডিট করতে পারবেন। অন্যান্য app গুলির মতো এই এপ্লিকেশানেও আপনারা ফটো এডিট করার জন্য FX ছাড়াও আরো একাধিক অপশন পেয়ে যাবেন।
আপনার এই app টিকে নিজের ফোনে ডাউনলোড করলে মনের মতো করে নিজের ফটো গুলোকে এডিট করতে পারবেন। আপনারা খুব সহজেই এই app টি ইউজ করতে পারবেন। এমনকি এই app এর মাধ্যমে আপনারা ভিডিও এডিটিংও করতে পারবেন। এই app টি আমি নিজেও ইউজ করেছি। আর এটি একটি দারুন ফটো এডিটিং app।
PicsArt Photo and Video Editor ফটো এডিটিং app
PicsArt app টি অনেক অ্যান্ড্রয়েড ইউজাররাই ব্যবহার করেন। এটি একটি দারুন জনপ্রিয় app, এই অ্যাপটিতে আপনারা ফটো এডটি করার অনেক অপশন পেয়ে যাবেন। এই app টির সাহায্যে আপনি শুধুমাত্র ফটো এডিটিংই করতে পারবেন তা নয়, এই app এর সাহায্যে আপনি আপনার পছন্দ মতো লোগো বানাতে পারবেন, কোনো পোস্ট তৈরী করতে পারবেন এছাড়াও খুব সহজেই আপনার মনের মতো ফটো ডিজাইন করতে পারবেন। PicsArt app এর সাহায্যে আপনি আপনার সাধারণ ফটোকে বিভিন্ন কালার ফিল্টার ইউজ করে একটি নতুন লুক দিতে পারবেন। এই app এর মাধ্যমে আপনি আপনার ফটোর কোনো অংশ অথবা ব্যাকগ্রাউন্ড DSLR এর মতো Blur করতে পারবেন।
এই app টির মধ্যে একটি দারুন ফিচার রয়েছে যেটা হলো এই app এর সাহায্যে আপনারা কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তার জায়গায় অন্য কোনো ফটো অ্যাড করতে পারবেন। এছাড়াও এই app এ আরও বিভিন্ন ধরণের ফিচার রয়েছে, সেই সব ফিচার গুলো সম্পর্কে জানার জন্য আপনারা এই app টি প্লে-স্টোর থেকে ইন্সটল করে নিতে পারেন। 44MB এই app টির জন্য প্লে-স্টোরে রেটিং রয়েছে 4.2। 11 মিলিয়নেরও বেশি রিভিউ রয়েছে এই app টির। 500 মিলিয়নেরও বেশি ইউজাররা এই app টি ব্যবহার করেন।
Photo Lab Picture Editor & Art ফটো এডিটর
Photo Lab এই app টিও একটি দারুন জনপ্রিয় ফটো এডিটিং app। 17MB এর এই app টির জন্য প্লে-স্টোরে 4.0 রেটিং রয়েছে। এই app টির 2 মিলিয়নেরও বেশি রিভিউ রয়েছে। 100 মিলিয়নেরও বেশি ইউজার এই app টি ডাউনলোড করেছেন। Photo Lab অ্যাপটির ফিচার গুলোর থেকে PicsArt এর ফিচার গুলি একটু আলাদা। এখানেও আপনারা ফটো এডিট করার জন্য অনেক অপশন পেয়ে যাবেন। এই app টির আসল ফিচারটি হলো এখানে আগে থেকেই অনেক রকমের টেমপ্লেট রয়েছে শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে আপনি আপনার ফটো দেখে সেই টেমপ্লেট এর মতো এডিট করতে পারবেন। Photo Lab অ্যাপটিরফটো এডিটিং গুলো একটু অন্য রকমের, বলতে পারেন অনেকটা প্রো লেভেলের। এখানে ফটো এডিটিং শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমেই সম্পূর্ণ হয়ে যায়। শুধু আপনাকে একটি আপনার পছন্দ মতো টেমপ্লেট সিলেক্ট করতে হবে যেটির মতো আপনি আপনার ফোটোটিকে এডিট করতে চান। এই app টিতে দারুন দারুন টেমপ্লেট রয়েছে। তাই আপনারা যদি আপনাদের ফটো সুন্দর করে এডিট করতে চান তাহলে অবশ্যই Photo Lab অ্যাপটি ডাউনলোড করে নিন।
Adobe Lightroom:Photo Editor ফটো এডিটিং সফটওয়্যার
আপনারা সাধারণত কম্পিউটারে দেখে থাকবেন এই Adobe এর ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করা হয়। 99MB এর এই Adobe Lightroom অ্যাপটির জন্য প্লে-স্টোরে 4.4 রেটিং রয়েছে। এই app টির 1 মিলিয়নেরও বেশি রিভিউ রয়েছে। এই app টি প্লে-স্টোর থেকে 100 মিলিয়নেরও বেশি ইউজাররা ডাউনলোড করেছে। যখন আপনারা স্টুডিওতে ফটো তুলতে যাবেন তখন খেয়াল করে দেখবেন যে সেখানে ফটো এডিট করার জন্য Adobe Photoshop ইউজ করা হয়। আর এই Adobe এরই মোবাইল app হলো Adobe Lightroom অ্যাপ। এই app এর সাহায্যে আপনি আপনার ফটোর FX পরিবর্তন করতে পারবেন এবং আপনার ফটোকে একটু অন্য রকমের লুক দিতে পারবেন। শুধুমাত্র FX এ নয় একটিমাত্র ক্লিকের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ফটোকে নানা রকম ভাবে এডিট করতে পারবেন। প্লে-স্টোর থেকে আপনারা এই app টি ডাউনলোড করতে পারেন।
Photoshop Express Photo Editor সেরা ফটো এডিটিং app
Photoshop Express অ্যাপটি ও Adobe এরই অ্যান্ড্রয়েড অ্যাপ। এই app টিতে আপনারা ফটো কোলাজ করতে পারবেন এছাড়াও নানা ধরণের এডিটিং এর অপশন পেয়ে যাবেন। আপনি যদি কোনো ফটোর শুধুমাত্র একটি জায়গা এডিট করতে চান এবং বাকি জায়গাটা এডিট করতে চান না সেক্ষেত্রে আপনি এই app টি ইউজ করতে পারেন। এছাড়াও আরো অপশন রয়েছে এই app টিতে। এমনকি Blur মোডও রয়েছে। তাই আপনারা চাইলে এই app টি ইউজ করে দেখতে পারেন। 85MB এর এই Photoshop Express অ্যাপটির জন্য প্লে স্টোরে রেটিং রয়েছে 4.3। এই app এর রিভিউ রয়েছে 1 মিলিয়নেরও বেশি। প্লে-স্টোর থেকে এই app টি 100 মিলিয়নেরও বেশি ইউজাররা ডাউনলোড করেছে। এই app টিকে আপনারা আপনাদের এন্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারবেন।
আপনার জন্য আরো
1.মানি ম্যানেজমেন্ট এর সেরা অ্যাপ্লিকেশন
2.ভিডিও এডিটিং এর পাঁচটি সেরা এনড্রয়েড অ্যাপ্লিকেশন