Student দের কাজে লাগতে পারে এমন কতগুলি অ্যাপ্লিকেশন সম্পর্কে ডিটেইলস এখানে আলোচনা করা হবে। আপনি যদি একজন Student হয়ে থাকেন এই অ্যাপগুলি আপনার মোবাইলে অবশ্যই থাকা প্রয়োজন।
Clear Scanner
এটি একটি স্ক্যানিং অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি খুব সহজে যে কোন ফটো কে স্ক্যান করে সেটাকে রিসাইজ করতে পারবেন। এছাড়া আপনি আপনার নোটস গুলো এই অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজেই পিডিএফ আহারে অন্য কোন বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন। তাছাড়া কোন বন্ধু যদি আপনাকে কোন নোট পাঠায় সেই নটি কে আপনি এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে রিসাইজ এবং ক্লিন করতে পারবেন।
Student দের বিভিন্ন জায়গা থেকে নোটস দেয়া হয় তাই এই অ্যাপ্লিকেশনটি তাদের খুবই কাজে লাগতে পারে।
Oxford Dictionary
প্রত্যেক Student দের কাছে একটি করে ডিকশনারি অবশ্যই থাকা আবশ্যক। কিন্তু ডিকশনারি খুবই বড় এবং ভারী হয়ে থাকে সেই জন্য সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জন্য আপনারা একটি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইন্সটল করে রাখতে পারেন যা ডিকশনারির কাজ করবে। প্লে স্টোরে বিভিন্ন ধরনের ডিকশনারি রয়েছে আপনি আপনার পছন্দের মত একটি ডিকশনারি বেছে নিতে পারেন তবে আমি যে সমস্ত ডিকশনারি ব্যবহার করেছি তাদের মধ্যে অক্সফোর্ড ডিকশনারি খুবই ভালো আপনারা চাইলে এই ডিকশনারি টি ব্যবহার করতে পারেন।
WPS Office +PDF
এই অ্যাপ্লিকেশনটিও আপনার অনেক কাজের হতে পারে। অ্যাপ্লিকেশনটি সাহায্যে আপনি যেকোন পিডিএফ এডিট করতে পারবেন এছাড়া আপনার যাবতীয় ফাইল যেমন ডকুমেন্ট ফাইল পাওয়ারপয়েন্ট ফাইল এক্সেল এর বিভিন্ন টেবিল আপনি এই অ্যাপ্লিকেশনের সাহায্যে ওপেন করতে পারবেন। এছাড়া এই অ্যাপ্লিকেশনটি সাহায্যে বিভিন্ন অফিশিয়াল কাজ আপনি করতে পারেন।
অ্যাপ্লিকেশনটি সাহায্যে আপনি কোন ডকুমেন্ট কে পিডিএফ আকারে কনভার্ট করতে পারবেন এবং সেই পিডিএফ থেকে কম্প্রেস করতে পারবেন অর্থাৎ আকারে ছোট করতে পারবেন।
অ্যাপ্লিকেশনটি সাহায্যে আপনি কোন ছবি থেকে ফটো তুলে সেটা কি এক্সেল আকারে সেভ করতে পারবেন অর্থাৎ এক্সেল এ কনভার্ট করতে পারবেন।
এই ধরনের বিভিন্ন প্রয়োজনীয় কাজ যা আপনি খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটি সাহায্য করতে পারবেন।
Notion
এই অ্যাপ্লিকেশনটি আপনি নোট নেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। আপনার স্কুল কলেজ অফিস যেকোনো নোট নেওয়ার জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। আপনি যদি কোন কিছু ভুলে যান সে ক্ষেত্রে আপনি এখানে লিখে রাখতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি প্লাটফর্মে এভেলেবেল রয়েছে।
YouTube
এই অ্যাপ্লিকেশনটি সকলের ফোনেই আগে থেকে ইন্সটল করা থাকে। আপনার যাবতীয় সমস্যার সমাধান আপনি এই অ্যাপ্লিকেশনটিতে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটির সঠিক ব্যবহার করে আপনি আপনার যাবতীয় সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করতে পারেন। ইউটিউব অ্যাপ্লিকেশন টি থেকে আপনি ছোটখাটো সমস্যা থেকে বড় কোন সমস্যা সমাধান পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে।
এই অ্যাপ্লিকেশনটিতে আপনি ঝুড়ি বোনা থেকে শুরু করে ওয়েব ডিজাইনিং পর্যন্ত সমস্ত কিছু শিখতে পারেন।
উপসংহার
উপরের অ্যাপ্লিকেশনগুলি আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন মত আপনি অন্য অ্যাপগুলো ইউজ করতে পারেন। অ্যাপ্লিকেশনগুলো ছাড়াও এডুকেশন রিলেটেড বিভিন্ন এপ্লিকেশন আপনি প্লে স্টোরে পেয়ে যাবে সেখান থেকে আপনাদের প্রয়োজন মাফিক এপ্লিকেশন ইন্সটল করে ব্যবহার করতে পারেন। শিক্ষা বিষয়ে যদি আপনার জানা কোন ভাল অ্যাপ্লিকেশন থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন যাতে অন্যরাও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে উপকৃত হতে পারে।
FAQ.
প্রশ্ন:ক্যামস্ক্যানার ছাড়া অন্য একটি স্ক্যানার অ্যাপ্লিকেশনের নাম?
উত্তর:Clear Scanner
প্রশ্ন:উপরের এই পাঁচটি অ্যাপ্লিকেশন কি অবশ্যই ব্যবহার করতে হবে?
উত্তর: না এমন কোনো নিয়ম নেই l আপনার প্রয়োজন হলে ব্যবহার করুন l
প্রশ্ন:প্লে স্টোরে কি বাংলা ডিকশনারী পাওয়া যায়?
উত্তর:পাওয়া যায় l Bangla dictionary লিখে সার্চ করুন l
প্রশ্ন:বিদেশে অর্থ বিনিয়োগের জন্য সেরা অ্যাপ্লিকেশন কোনটি?
উত্তর:INDmoney
প্রশ্ন:ক্রেডিট কার্ড ম্যানেজ করার জন্য একটি অ্যাপ্লিকেশনের নাম?
উত্তর: Cred
আপনার জন্য আরো
1.পাঁচটি সেরা পেমেন্টের অ্যাপ্লিকেশন
2.ভিডিও এডিটিং এর পাঁচটি সেরা এনড্রয়েড অ্যাপ্লিকেশন