৫ টি সেরা সেলফি app এর বিষয়ে জেনে নিন।|Top 5 App for selfie in bengali 2022

এখনকার দিনে সেলফি বিষয়টা খুবই জনপ্রিয়। এখন আর কেউ রিয়ার ক্যামেরায় ছবি তোলে না এখন প্রায় বেশিরভাগ মানুষই সেলফি ক্যামেরায় ছবি তুলতে পছন্দ করে। সময় বদলাচ্ছে এখন আর আপনাদের ছবি তোলার জন্য অন্য কাউকে প্রয়োজন হবে না। আপনারা নিজেরাই নিজেদের ছবি তুলতে পারবেন সেলফি ক্যামেরার সাহায্যে। অনেক ব্যাক্তি আছেন যারা তাদের প্রতিটি মুহূর্তের সেলফি তুলে রাখতে পছন্দ করেন। বর্তমানে ফেলফি তোলেন না এমন খুব কম মানুষই রয়েছে। আজকাল তো ফ্যাশন ট্রেন্ড এর মতো সেলফি তোলাও একটা ট্রেন্ডিং ব্যাপার হয়ে উঠেছে। বাচ্চা থেকে বড়ো প্রায় সবারই সেলফি তোলার ইচ্ছে থাকে। এছাড়াও যেমন ধরুন আপনারা কোথাও ঘুরতে গেছেন বা কোনো পুজো উপলক্ষে বন্ধু – বান্ধব, পরিবার ও প্রিয়জনের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করার জন্য সেলফি তো নিয়েই থাকেন। কিন্তু কখনো কখনো আপনারা ঠিক যেমন সেলফি তুলতে চান তেমন সেলফি তোলা হয়ে ওঠে না। তাই আপনারা যাতে আপনাদের মনের মতো সেলফি তুলতে পারেন তারজন্য এখানে সেরা ৫ টি সেলফি apps এর বিষয়ে জানানো হয়েছে।

চলুন তাহলে সেই ৫ টি সেরা সেলফি apps এর বিষয়ে জেনে নেওয়া যাক –

Snapchat

স্ন্যাপচ্যাট হলো একটি জনপ্রিয় app। বর্তমানে ভারতেও এই app টি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেছে। এই app টি তে বিভিন্ন ধরণের ফিল্টার রয়েছে, যেগুলো আপনি ছবি তোলার সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি প্লে স্টোর থেকে এই app টি ইন্সটল করতে পারবেন। এই app এর মাধ্যমে আপনারা নানা রকমের ফিল্টার ব্যবহার করে সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন এবং ভিডিও বানাতে পারবেন। এছাড়াও এই app এর সাহায্যে আপনি আপনার বন্ধু-বান্ধবদের সাথে চ্যাটিংও করতে পারবেন। আপনারা এখানে একটি সেলফি তুলে সেটা ফেসবুক, হোয়াটস্যাপ, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার এই সব apps গুলিতেই শেয়ার করতে পারবেন। এমনকি আপনি আপনার ফোনের গ্যালারিতেও আপনার ফটোটি সেভ রাখতে পারবেন।

B612 Beauty এবং ফিল্টার ক্যামেরা

B612 এটি হলো সেলফি তোলার জন্য একটি উপযুক্ত অ্যাপ। এই apps এ সেলফি তোলার জন্য অনেক রকম ফিল্টার রয়েছে। এই apps এর মাধ্যমে আপনারা নানা রকম ফিল্টার এবং ইফেক্ট ব্যবহার করে পছন্দ মতো সেলফি তুলতে পারবেন। এছাড়াও আপনারা এই apps এর সাহায্যে ভিডিও বানাতে পারবেন এবং photo ও ভিডিও এডিটও করতে পারবেন। এই apps এর মধ্যে রয়েছে – বিভিন্ন রকম এফেক্টস , স্টিকার , মেকআপ , টেক্সট, AR ফিল্টার, এমনকি DSLR মোড অপশনও  রয়েছে। এখান থেকে আপনারা ছবি তুলে সরাসরি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন।

Beauty Plus

বিউটি প্লাস apps টি প্রায় ১০০ মিলিয়নের বেশি ইউজার ব্যবহার করেন। এই app টিও একটি জনপ্রিয় সেলফি app। এই apps এর মাধ্যমে আপনারা অসাধারণ দারুন দারুন ছবি তুলতে পারবেন। এখানে আপনি আপনার ফটোকে নিজের মনের মতো করে এডিট করতে পারবেন। যদি আপনারা সেলফি তুলতে পছন্দ করেন তাহলে এই app টি আপনার ফোনে ইন্সটল করতে পারেন। এখানে আপনারা মেকওভার টুল পেয়ে যাবেন যার সাহায্যে আপনারা নিজের ছবিকে আরও সুন্দর করে তুলতে পারবেন।

Retrica

এটি একটি সেলফি app যা থেকে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আপনার গুগল প্লে স্টোর থেকে এই app টি ইন্সটল করতে পারেন। এই apps এর সাহায্যে আপনারা সুন্দর ছবি, কোলাজ, ভিডিও এমনকি Gifs ও বানাতে পারবেন। এখান থেকে আপনারা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।

Sweet Selfie

যদি আপনারা sweet sweet সেলফি তুলতে চান তাহলে অবশ্যই ইন্সটল করে নিন sweet selfie app টি। অটো বিউটিফাই সহ অনেক রকমের সেলফি ফিল্টার পেয়ে যাবেন এই app এ। এছাড়াও আপনারা চাইলে নিজের সেলফিতে ইমোজিও দিতে পারবেন। এতে আছে শক্তিশালী স্ক্রিন ফ্ল্যাশ, কম আলোতেও আপনি সুন্দর সেলফি তুলতে পারবেন। এছাড়াও আপনারা এখানে ফটো এডিটিং ও করতে পারবেন। মনের মতো মেকআপ স্টাইল পছন্দ করে নিজের ছবিকে সাজাতে পারবেন। এমনকি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন স্টাইলের আপডেটও পেয়ে যাবেন। 

FAQ.

প্রশ্ন : Snapchat আসলে কি জন্য ব্যবহৃত হয় ?

উত্তর : Snapchat হল একটি মোবাইল মেসেজিং অ্যাপ্লিকেশন যা ফটো, ভিডিও, টেক্সট এবং ড্রয়িং শেয়ার করতে ব্যবহার করা হয়।

প্রশ্ন : B612 এর ক্যামেরা কী সত্যিই ভালো ?

উত্তর : B612 অ্যাপ স্টোরের সেরা সেলফি ক্যামেরা অ্যাপগুলির মধ্যে একটি। আর এর ক্যামেরা সত্যিই খুব ভালো।

প্রশ্ন : কোন অ্যাপটি Beauty Plus এর মতো একই ?

উত্তর : YouCam Perfect অ্যাপটি প্রায় Beauty Plus এর মতো একই।

প্রশ্ন : Retrica অ্যাপটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তর : Retrica অ্যাপটি 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রশ্ন : Sweet Selfie অ্যাপটি কেমন ?

উত্তর : Sweet Selfie অ্যাপ হল একটি জনপ্রিয় সেলফি অ্যাপ যার সাহায্যে আপনারা ফটো তুলে তা এডিটও করতে পারবেন।

আপনার জন্য আরো

1.ছাত্রদের জন্য পাঁচটি সেরা অ্যাপ্লিকেশন

2.ভিডিও এডিটিং এর পাঁচটি সেরা এনড্রয়েড অ্যাপ্লিকেশন

3.পাঁচটি সেরা পেমেন্টের অ্যাপ্লিকেশন

4.মানি ম্যানেজমেন্ট এর সেরা অ্যাপ্লিকেশন

Leave a Comment